ETV Bharat / state

মোহনায় ট্রলার ডুবি, ছয় ঘণ্টা পর উদ্ধার নিখোঁজ মৎস্যজীবী

author img

By

Published : Dec 27, 2019, 2:21 PM IST

দিঘা মোহনার কাছে একটি বালির চড়ে ধাক্কায় উল্টে যায় ট্রলার ৷ 6 ঘণ্টা বাদে উদ্ধার মৎস্যজীবী ৷

troller downed near digha
দীঘা মোহনা থানার পুলিশ

তমলুক, 27 ডিসেম্বর : দিঘা মোহনায় বালির চড়ে বাধা পেয়ে উল্টে গেল ট্রলার ৷ প্রায় ছয় ঘণ্টার সমুদ্রে তল্লাশি অভিযান চালানোর পর উদ্ধার করা যায় ওই নিখোঁজ মৎস্যজীবীকে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দিঘা মোহনায় ।

পুলিশ সূত্রে খবর, পাঁচ দিন আগে কৃপাময়ী নামে একটি ট্রলার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৷ কিন্তু আজ সকালে সাতটা নাগাদ সমুদ্র থেকে ফিরে আসার সময় ঘটে দুর্ঘটনা ৷ দিঘা মোহনার কাছে একটি বালির চড়ে ধাক্কা লাগে ট্রলারটির ৷ ঘটনাস্থানেই উল্টে যায় ৷ এই দৃশ্য দেখে আশপাশের ট্রলার সাহায্যের জন্য এগিয়ে আসে ৷ কিন্তু ওই ট্রলারে থাকা ছয় জন মৎস্যজীবীকে উদ্ধার করা গেলেও সেই সময় উদ্ধার করা যায়নি এক মৎস্যজীবীকে ৷ নিখোঁজ ব্যক্তির নাম নির্মল দাস ৷ বাড়ি নন্দীগ্রামের পাঠুড়িয়া গ্রামের বাসিন্দা ৷ খবর দেওয়া হয় দিঘা মোহনা থানার পুলিশে ৷

অবশেষে ছয় ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর উদ্ধার করা যায় নির্মলবাবুকে ৷ ইতিমধ্যেই তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ট্রলারের মালিক বিচিত্রা মাঝি । পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা তিনি ৷ তবে ওঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

তমলুক, 27 ডিসেম্বর : দিঘা মোহনায় বালির চড়ে বাধা পেয়ে উল্টে গেল ট্রলার ৷ প্রায় ছয় ঘণ্টার সমুদ্রে তল্লাশি অভিযান চালানোর পর উদ্ধার করা যায় ওই নিখোঁজ মৎস্যজীবীকে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত দিঘা মোহনায় ।

পুলিশ সূত্রে খবর, পাঁচ দিন আগে কৃপাময়ী নামে একটি ট্রলার সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৷ কিন্তু আজ সকালে সাতটা নাগাদ সমুদ্র থেকে ফিরে আসার সময় ঘটে দুর্ঘটনা ৷ দিঘা মোহনার কাছে একটি বালির চড়ে ধাক্কা লাগে ট্রলারটির ৷ ঘটনাস্থানেই উল্টে যায় ৷ এই দৃশ্য দেখে আশপাশের ট্রলার সাহায্যের জন্য এগিয়ে আসে ৷ কিন্তু ওই ট্রলারে থাকা ছয় জন মৎস্যজীবীকে উদ্ধার করা গেলেও সেই সময় উদ্ধার করা যায়নি এক মৎস্যজীবীকে ৷ নিখোঁজ ব্যক্তির নাম নির্মল দাস ৷ বাড়ি নন্দীগ্রামের পাঠুড়িয়া গ্রামের বাসিন্দা ৷ খবর দেওয়া হয় দিঘা মোহনা থানার পুলিশে ৷

অবশেষে ছয় ঘণ্টা তল্লাশি অভিযান চালানোর পর উদ্ধার করা যায় নির্মলবাবুকে ৷ ইতিমধ্যেই তাঁকে দিঘা স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ট্রলারের মালিক বিচিত্রা মাঝি । পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের বাসিন্দা তিনি ৷ তবে ওঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

Intro:মোহনায় ঢোকার মুখে ট্রলার ডুবি, নিখোঁজ এক মৎস্যজিবী ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনায় । কৃপাময়ি নামে এক মাছ ভর্তি ট্রলার আজ সকালে দীঘা মোহনায় ঢোকার মুখে চড়াতে ধাক্কা লেগে উল্টে যায় । পাশাপাশি ট্রলার গুলো গিয়ে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু ছয়জন মৎস্যজিবী কে উদ্ধার করে ও এখন পর্যন্ত এক জন মৎস্যজিবী নিখোঁজ রয়েছেন । পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিচিত্রা মাঝির এই ট্রলার । এখন পর্যন্ত ওনার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে দীঘা শঙ্করপুর ফিস ট্রেড্রাস এসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন কৃপাময়ি নামে একটি ট্রলার মৎস্য শিকার করে মোহনায় ঢোকার মুখে চড়াতে ধাক্কা লেগে উল্টে যায় এখন পর্যন্ত এক মৎস্যজিবী নির্মল দাস নিখোঁজ রয়েছেন, তার খোঁজে তল্লাসি শুরু করা হয়েছে ।Body:মোহনায় ঢোকার মুখে ট্রলার ডুবি, নিখোঁজ এক মৎস্যজিবী ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনায় । কৃপাময়ি নামে এক মাছ ভর্তি ট্রলার আজ সকালে দীঘা মোহনায় ঢোকার মুখে চড়াতে ধাক্কা লেগে উল্টে যায় । পাশাপাশি ট্রলার গুলো গিয়ে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু ছয়জন মৎস্যজিবী কে উদ্ধার করে ও এখন পর্যন্ত এক জন মৎস্যজিবী নিখোঁজ রয়েছেন । পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিচিত্রা মাঝির এই ট্রলার । এখন পর্যন্ত ওনার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে দীঘা শঙ্করপুর ফিস ট্রেড্রাস এসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন কৃপাময়ি নামে একটি ট্রলার মৎস্য শিকার করে মোহনায় ঢোকার মুখে চড়াতে ধাক্কা লেগে উল্টে যায় এখন পর্যন্ত এক মৎস্যজিবী নির্মল দাস নিখোঁজ রয়েছেন, তার খোঁজে তল্লাসি শুরু করা হয়েছে ।Conclusion:মোহনায় ঢোকার মুখে ট্রলার ডুবি, নিখোঁজ এক মৎস্যজিবী ।

ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা মোহনায় । কৃপাময়ি নামে এক মাছ ভর্তি ট্রলার আজ সকালে দীঘা মোহনায় ঢোকার মুখে চড়াতে ধাক্কা লেগে উল্টে যায় । পাশাপাশি ট্রলার গুলো গিয়ে উদ্ধার করার চেষ্টা করে, কিন্তু ছয়জন মৎস্যজিবী কে উদ্ধার করে ও এখন পর্যন্ত এক জন মৎস্যজিবী নিখোঁজ রয়েছেন । পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের বিচিত্রা মাঝির এই ট্রলার । এখন পর্যন্ত ওনার কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । তবে দীঘা শঙ্করপুর ফিস ট্রেড্রাস এসোসিয়েশনের সম্পাদক শ্যামসুন্দর দাস বলেন কৃপাময়ি নামে একটি ট্রলার মৎস্য শিকার করে মোহনায় ঢোকার মুখে চড়াতে ধাক্কা লেগে উল্টে যায় এখন পর্যন্ত এক মৎস্যজিবী নির্মল দাস নিখোঁজ রয়েছেন, তার খোঁজে তল্লাসি শুরু করা হয়েছে ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.