পূর্ব মেদিনীপুর, 17 মে : রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের জামিন পাওয়ার পরই বাজি ফাটিয়ে আনন্দে মাতোয়ারা তৃণমূল কর্মী সমর্থকরা । তিন তৃণমূল নেতার জামিন পাওয়ার খবর সামনে আসতেই আনন্দে মেতে ওঠেন তাঁরা ।
সকালে নারদ কাণ্ডে রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের গ্রেফতার করে সিবিআই । তারপর রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয় । রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল কর্মী-সমর্থকরা । বাদ যায়নি পূর্ব মেদিনীপুর জেলাও । সকাল থেকেই গ্রেফতারের খবরে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি, হলদিয়া, তমলুক, পটাশপুর, নন্দকুমার, মহিষাদল সহ বিভিন্ন এলাকায় তৃণমূল কর্মী সমর্থকরা রাস্তার উপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।
ছবিটা বদলে যায় সন্ধ্যা হতেই । আদালতে বিধায়ক ও মন্ত্রীদের জামিন মঞ্জুর করার পরই আনন্দে মেতে উঠেন তৃণমূল কর্মী সমর্থকরা । সন্ধ্যায় খবর পাওয়া মাত্রই পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তীর নেতৃত্বে তৃণমূল কর্মী সমর্থকরা বাজি ফাটিয়ে আনন্দে মেতে উঠেন । এই জামিনকে স্বাগত জানিয়ে আদালতের রায়কে সন্মান জানান ।
আরও পড়ুন : ফিরহাদ-সুব্রত-শোভন-মদনদের জামিন মঞ্জুর
মহিষাদলের বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, "ভারতীয় জনতা পার্টি নির্বাচনের সময় সমস্ত শক্তি প্রয়োগ করেও বাংলায় কিছুই করতে পারেনি । আজকে উদ্দেশ্য প্রণোদিতভাবে সিবিআই দিয়ে আমাদের রাজ্যের বিধায়ক ও মন্ত্রীদের গ্রেফতার করে । রাজ্যপাল ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে কাজ করছেন । মহামান্য আদালত ভারতীয় জনতা পার্টি ও রাজ্যপালের গালে থাপ্পর মেরে তাঁদের জামিন দিয়েছে । এবং বলেছে, তাঁদের অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে । আদালতের রায়কে স্বাগতম জানিয়ে ছেলেরা আনন্দ নাচ গান ও বাজি ফাটাচ্ছে ।"