ETV Bharat / state

Suvendu Adhikari : তমলুকে শুভেন্দুকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের - tamluk

রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঘিরে তমলুকে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ রাস্তার উপর ডিজে বক্স বাজিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল ৷ শুভেন্দুবাবুকে উদ্দেশ্য করে কটুক্তিও করা হয় ৷

Suvendu Adhikari
তমলুকে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের
author img

By

Published : Aug 24, 2021, 10:41 PM IST

তমলুক, 24 অগস্ট : আবারও নিজের জেলায় তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷ আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা তমলুক পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে শঙ্করআড়া ব্রিজের কাছে তমলুক সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি নবারুণ নায়েকের বাড়িতে বৈঠক ছিল শুভেন্দু অধিকারীর । ওই বৈঠকে শুভেন্দু অধিকারী হাজির হতেই রাস্তার উপর ডিজে বক্স বাজিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা । এই মুহূর্তে বিজেপির সাংগঠনিক সভাস্থলের বাইরে হলদিয়া রাজ্য সড়কের উপর বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল । কর্মী-সমর্থকরা আগে থেকেই বৈঠকে যাওয়ার রাস্তায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন লাগিয়ে রাখে ।

বিজেপির অভিযোগ এদিন রাতে তমলুকের রাজবাড়ি এলাকার দলীয় বৈঠকে আসার পথে রাস্তার উপর শুভেন্দু অধিকারীকে ঘিরে কটুক্তি করতে থাকে তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা । শুভেন্দু অধিকারী গো ব্যাক এই ধরনের স্লোগানও দিতে থাকে । কিন্তু শুভেন্দু অধিকারীর গাড়ির কাছে ঘেষতে দেয়নি তাঁর নিরাপত্তা রক্ষীরা । কোনওরকমে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে সোজা দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন । এই নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে । ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় ।

তমলুকে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের

আরও পড়ুন: কন্টাই সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল শুভেন্দুকে

যদিও বৈঠক সেরে শুভেন্দুবাবু কড়া কেন্দ্রীয়বাহিনীর পাহারায় বেরিয়ে যান ৷ যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি রাজ্যের বিরোধী দলনেতা ৷ তবে তৃণমূলের পাল্টা বিজেপিও 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকে ৷ তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিক্ষোভকে ঘিরে ৷

তমলুক, 24 অগস্ট : আবারও নিজের জেলায় তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়তে হল রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ৷ আজ সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলা তমলুক পৌরসভার 16 নম্বর ওয়ার্ডে শঙ্করআড়া ব্রিজের কাছে তমলুক সাংগঠনিক বিজেপির জেলা সভাপতি নবারুণ নায়েকের বাড়িতে বৈঠক ছিল শুভেন্দু অধিকারীর । ওই বৈঠকে শুভেন্দু অধিকারী হাজির হতেই রাস্তার উপর ডিজে বক্স বাজিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূলের কর্মী-সমর্থকরা । এই মুহূর্তে বিজেপির সাংগঠনিক সভাস্থলের বাইরে হলদিয়া রাজ্য সড়কের উপর বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল । কর্মী-সমর্থকরা আগে থেকেই বৈঠকে যাওয়ার রাস্তায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেস্টুন লাগিয়ে রাখে ।

বিজেপির অভিযোগ এদিন রাতে তমলুকের রাজবাড়ি এলাকার দলীয় বৈঠকে আসার পথে রাস্তার উপর শুভেন্দু অধিকারীকে ঘিরে কটুক্তি করতে থাকে তৃণমূলের স্থানীয় কর্মী-সমর্থকরা । শুভেন্দু অধিকারী গো ব্যাক এই ধরনের স্লোগানও দিতে থাকে । কিন্তু শুভেন্দু অধিকারীর গাড়ির কাছে ঘেষতে দেয়নি তাঁর নিরাপত্তা রক্ষীরা । কোনওরকমে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে সোজা দলীয় কার্যালয়ে ঢুকে পড়েন । এই নিয়ে এলাকায় রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি হয়েছে । ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায় ।

তমলুকে শুভেন্দু অধিকারীকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মী-সমর্থকদের

আরও পড়ুন: কন্টাই সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল শুভেন্দুকে

যদিও বৈঠক সেরে শুভেন্দুবাবু কড়া কেন্দ্রীয়বাহিনীর পাহারায় বেরিয়ে যান ৷ যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি রাজ্যের বিরোধী দলনেতা ৷ তবে তৃণমূলের পাল্টা বিজেপিও 'জয় শ্রীরাম' স্লোগান দিতে থাকে ৷ তবে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বিক্ষোভকে ঘিরে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.