ETV Bharat / state

TMCP Foundation Day : ভূতের ভোটে জিতে বিধানসভাতে গিয়েছেন শুভেন্দু, কটাক্ষ তৃণমূল ছাত্র পরিষদ নেতার - Trinamool Chatra Parishad

আজ তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ৷ গতকাল কাঁথির প্রভাত কুমার কলেজে রক্তদান শিবির অনুষ্ঠানে যুবনেতা সুদীপ রাহা জানান, ত্রিপুরার 4 টি জেলাতে ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উদযাপন হবে ৷

তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস
তৃণমূল ছাত্র পরিষদ প্রতিষ্ঠা দিবস
author img

By

Published : Aug 28, 2021, 12:50 PM IST

Updated : Aug 28, 2021, 2:22 PM IST

পূর্ব মেদিনীপুর, 28 অগস্ট : আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । এই দিনের উদযাপন উপলক্ষ্যে একদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি প্রভাত কুমার কলেজে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল । উপস্থিত ছিলেন প্রভাত কুমার কলেজের প্রাক্তন ছাত্র ও বর্তমানে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, বিধায়ক উত্তম বারিক, তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা, নেত্রী রুমানা আক্তার-সহ অন্যরা ।

এদিন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা বলেন, "প্রধানমন্ত্রী মাতঙ্গিনী হাজরাকে অসমের মেয়ে বলে অভিহিত করেছিলেন । তখন কতবার লজ্জিত হয়ে কান ধরে ওঠবস করেছেন জেলার ভূমিপুত্র ? এমন একজন নেতা যাঁকে 30 জন সিআরপিঅফ নিয়ে ঘুরতে হচ্ছে । নিরাপত্তা ছেড়ে একদিন বিতর্কে বসুন আমন্ত্রণ রইল ।" বিজেপি নেতার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয় প্রসঙ্গে বলেন, "ভূতের ভোটে জিতে বিধানসভাতে গিয়েছেন" ।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগের দিন কাঁথি প্রভাত কুমার কলেজে বিজেপিকে আক্রমণ তৃণমূল যুব নেতার

সাংবাদিকদের তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশনেত্রী হিসেবে দেখতে চাইছে মানুষ ৷" দেড় বছর পর ত্রিপুরা বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রভাব সম্পর্কে তিনি বলেন, "আজ এখন পৌনে দুটোয় এখানে দাঁড়িয়ে আছি ৷ দুটোর সময় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় সরকার গড়তে চান, তাহলে তৃণমূল তা পারবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জনতার রায়ে, জনজাগরণের মধ্যে দিয়ে 2023-এর লড়াই জিতব আমরা ৷" তিনি নিশ্চিত করেছেন ত্রিপুরার 8টি জেলায় 60টি বিধানসভা আসনই জয়ের লক্ষ্যে ত্রিপুরায় দুর্ভেদ্য দুর্গের মতো তৃণমূল কংগ্রেস সংগঠন তৈরি করছে ৷ আজ ত্রিপুরার 8টি জেলাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে বলে জানিয়েছেন যুব নেতা সুদীপ ৷

আরও পড়ুন : TMC Tripura : ত্রিপুরায় নজর কাড়ছে তৃণমূল, ঘাসফুল নিয়ে আগ্রহী বিজেপি নেতারাও !

ত্রিপুরায় ছাত্রদের উপর সরকারের অত্যাচার প্রসঙ্গে তিনি বলেন, "যখনই যে সরকার, যে রাষ্ট্র ছাত্রদের গায়ে হাত দিয়ে ক্ষমতা কায়েম করার চেষ্টা চালিয়েছে, তাদের চলে যেতে হয়েছে ৷ শুধু ভারত নয়, বিশ্বের ইতিহাসে যে কোনও বিপ্লবে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ৷" তাঁর দাবি ত্রিপুরার সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড চাইছেন ৷ তাই তাঁরা তৈরি হয়ে রয়েছেন ৷ তিনি বলেন, "ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার গঠন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷" ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন নিয়ে তিনি জোর দিয়ে জানান যে, সেখানে সিপিআইএম-এর কর্মী সমর্থকরাও আক্রান্ত হচ্ছেন ৷ ত্রিপুরার রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ দিতে চাইছে, কারণ তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র ত্রিপুরা থেকে বিজেপিকে হঠাতে পারে ৷ আর গণতন্ত্র বাঁচাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূল কংগ্রেস জাতি-ধর্ম-নির্বিশেষে সব মানুষের পাশে রয়েছেন, দাবি তৃণমূল যুব নেতার ৷

কটাক্ষের সুরে কাঁথি দেশপ্রাণ কলেজে দুর্নীতির তদন্তে সিবিআই, ইডিকে পাঠানোর জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তৃণমূল যুব নেতা সুদীপ ৷ তাঁর দাবি আজ পর্যন্ত যতবার সিবিআই বাংলায় এসেছে, ততবার ঘোড়ার ডিম ও রসগোল্লা ছাড়া কিছু নিয়ে ফেরত যায়নি ।

আরও পড়ুন : Tripura : টিএমসিপির সভানেত্রী আক্রান্ত ত্রিপুরায়, তড়িঘড়ি আগরতলা গেলেন কুণাল-শান্তনু

পূর্ব মেদিনীপুর, 28 অগস্ট : আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস । এই দিনের উদযাপন উপলক্ষ্যে একদিন আগে তৃণমূল ছাত্র পরিষদের ব্যবস্থাপনায় পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি প্রভাত কুমার কলেজে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হল । উপস্থিত ছিলেন প্রভাত কুমার কলেজের প্রাক্তন ছাত্র ও বর্তমানে রাজ্যের মৎস্যমন্ত্রী অখিল গিরি, বিধায়ক উত্তম বারিক, তৃণমূল ছাত্র পরিষদের নেতা সুদীপ রাহা, নেত্রী রুমানা আক্তার-সহ অন্যরা ।

এদিন শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভাপতি সুদীপ রাহা বলেন, "প্রধানমন্ত্রী মাতঙ্গিনী হাজরাকে অসমের মেয়ে বলে অভিহিত করেছিলেন । তখন কতবার লজ্জিত হয়ে কান ধরে ওঠবস করেছেন জেলার ভূমিপুত্র ? এমন একজন নেতা যাঁকে 30 জন সিআরপিঅফ নিয়ে ঘুরতে হচ্ছে । নিরাপত্তা ছেড়ে একদিন বিতর্কে বসুন আমন্ত্রণ রইল ।" বিজেপি নেতার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয় প্রসঙ্গে বলেন, "ভূতের ভোটে জিতে বিধানসভাতে গিয়েছেন" ।

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের আগের দিন কাঁথি প্রভাত কুমার কলেজে বিজেপিকে আক্রমণ তৃণমূল যুব নেতার

সাংবাদিকদের তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশনেত্রী হিসেবে দেখতে চাইছে মানুষ ৷" দেড় বছর পর ত্রিপুরা বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের প্রভাব সম্পর্কে তিনি বলেন, "আজ এখন পৌনে দুটোয় এখানে দাঁড়িয়ে আছি ৷ দুটোর সময় যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় সরকার গড়তে চান, তাহলে তৃণমূল তা পারবে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন জনতার রায়ে, জনজাগরণের মধ্যে দিয়ে 2023-এর লড়াই জিতব আমরা ৷" তিনি নিশ্চিত করেছেন ত্রিপুরার 8টি জেলায় 60টি বিধানসভা আসনই জয়ের লক্ষ্যে ত্রিপুরায় দুর্ভেদ্য দুর্গের মতো তৃণমূল কংগ্রেস সংগঠন তৈরি করছে ৷ আজ ত্রিপুরার 8টি জেলাতে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালিত হবে বলে জানিয়েছেন যুব নেতা সুদীপ ৷

আরও পড়ুন : TMC Tripura : ত্রিপুরায় নজর কাড়ছে তৃণমূল, ঘাসফুল নিয়ে আগ্রহী বিজেপি নেতারাও !

ত্রিপুরায় ছাত্রদের উপর সরকারের অত্যাচার প্রসঙ্গে তিনি বলেন, "যখনই যে সরকার, যে রাষ্ট্র ছাত্রদের গায়ে হাত দিয়ে ক্ষমতা কায়েম করার চেষ্টা চালিয়েছে, তাদের চলে যেতে হয়েছে ৷ শুধু ভারত নয়, বিশ্বের ইতিহাসে যে কোনও বিপ্লবে ছাত্ররা নেতৃত্ব দিয়েছে ৷" তাঁর দাবি ত্রিপুরার সাধারণ মানুষ, ছাত্রছাত্রীরা কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, সবুজ সাথী, স্টুডেন্ট ক্রেডিট কার্ড চাইছেন ৷ তাই তাঁরা তৈরি হয়ে রয়েছেন ৷ তিনি বলেন, "ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসের সরকার গঠন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷" ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস সরকার গঠন নিয়ে তিনি জোর দিয়ে জানান যে, সেখানে সিপিআইএম-এর কর্মী সমর্থকরাও আক্রান্ত হচ্ছেন ৷ ত্রিপুরার রাজনৈতিক দলগুলি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগ দিতে চাইছে, কারণ তারা জানে যে মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র ত্রিপুরা থেকে বিজেপিকে হঠাতে পারে ৷ আর গণতন্ত্র বাঁচাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে তৃণমূল কংগ্রেস জাতি-ধর্ম-নির্বিশেষে সব মানুষের পাশে রয়েছেন, দাবি তৃণমূল যুব নেতার ৷

কটাক্ষের সুরে কাঁথি দেশপ্রাণ কলেজে দুর্নীতির তদন্তে সিবিআই, ইডিকে পাঠানোর জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছেন তৃণমূল যুব নেতা সুদীপ ৷ তাঁর দাবি আজ পর্যন্ত যতবার সিবিআই বাংলায় এসেছে, ততবার ঘোড়ার ডিম ও রসগোল্লা ছাড়া কিছু নিয়ে ফেরত যায়নি ।

আরও পড়ুন : Tripura : টিএমসিপির সভানেত্রী আক্রান্ত ত্রিপুরায়, তড়িঘড়ি আগরতলা গেলেন কুণাল-শান্তনু

Last Updated : Aug 28, 2021, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.