খেজুরি, 28 নভেম্বর : মন্ত্রিত্ব ছাড়ার পরেই শুভেন্দু অধিকারীর গড়ে ভাঙচুর ৷ পূর্ব মেদিনীপুরের খেজুরিতে তৃণমূলের 6টি কার্যালয়ে ভাঙচুর করে দখল করার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে। এরই প্রতিবাদে এদিন হেড়িয়া-বোগা রাজ্যসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা ৷ তাঁদের দাবি, অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ৷ যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ তাদের পালটা দাবি, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই এই ঘটনা ৷
স্থানীয় তৃণমূল নেতা শেখ নাওসেদ বলেন, "গতকাল শুভেন্দু অধিকারী মন্ত্রিত্ব ছাড়ার পর সন্ধ্যা থেকে বাইক বাহিনী তৃণমূলের 6টি পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে BJP-র ঝান্ডা লাগিয়েছে । আমরা পুলিশ প্রশাসনকে বিষয়টি জানিয়েছি । দোষীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে ।"
যদিও BJP-র কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, " এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দল । BJP এই ঘটনার সঙ্গে জড়িত নয় । আসলে তৃণমূলের অত্যাচারে লোকেরা BJP-র ঝান্ডা নিয়ে দখল করেছে ।"
গতকালই মন্ত্রিত্ব ছেড়েছেন শুভেন্দু অধিকারী ৷ মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগ পাঠিয়ে মন্ত্রিত্ব ছাড়েন ৷ দলের সঙ্গে বেশ কিছুদিন ধরে দূরত্ব তৈরি হয়েছিল শুভেন্দু অধিকারীর । গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারীর ছবি সম্বলিত ব্যানার, পোস্টার দেখা গিয়েছে । তার নিচে লেখা- "আমরা দাদার অনুগামী" । তিনিও দলের পতাকা ছাড়াই একাধিক জায়গায় সভা করেছেন । এমনকী , নন্দীগ্রামে শহিদ দিবস উপলক্ষে সকালে তিনি সভা করার পর বিকেলে তৃণমূলের তরফে পৃথক সভা করা হয় । "খেজুরি দিবস" উপলক্ষে খেজুরিতে অরাজনৈতিক ব্যানারে মিছিল করেন তিনি । এরপর থেকেই তাঁর তৃণমূলে থাকা নিয়ে আরও জল্পনা বাড়তে শুরু করে । ক্ষোভের বরফ গলাতে শুভেন্দুর সঙ্গে বৈঠক করেছিলেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা সৌগত রায় । কিন্তু, জল্পনার অবসান ঘটিয়ে গতকাল মন্ত্রিত্ব ছাড়েন শুভেন্দু।