বেতকুণ্ডু, 19 মার্চ: গ্রামে হবে জলসা ৷ তার জন্য জ্বালানি কাঠের আবেদন করতে যুবক গিয়েছিলেন স্থানীয় প্রধানের কাছে ৷ অভিযোগ, আবেদন দেখা তো দূর; প্রধান ঝাঁটা হাতে তাড়া করলেন ওই যুবককে বলে ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো । তবে ভিডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রামপঞ্চায়েত এলাকায় (TMC Panchayat Pradhan accused of beaten up youth) ।
জানা গিয়েছে, আগামী বুধবার বেতকুণ্ডুতে এক বিশেষ সম্প্রদায়ের মানুষদের তরফে জলসার আয়োজন করা হয়েছে । সেই জলসার জন্য কিছু জ্বালানি কাঠের প্রয়োজন ছিল । তাই স্থানীয় মহিষাদল ব্লকের বেতকুণ্ডু গ্রামপঞ্চায়েত প্রধান মধুমিতা দাস হালদারের কাছে আবেদন নিয়ে যায় স্থানীয় যুবক জালালুদ্দিন-সহ কয়েকজন । অভিযোগ, আবেদন নিয়ে যেতেই তাদের কুৎসিত ভাষায় কথা বলার পাশাপাশি ঝাঁটা নিয়ে মারধর করেন প্রধান ৷ তা ধরা পড়েছে ভিডিয়োতে। এই ঘটনা প্রকাশ্যে আসার পরই বিরোধী থেকে দলের নেতৃত্বরাও নিন্দা জানাচ্ছেন ।
তমলুক সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, এটাই তৃণমূলের কালচার । এই দলের কাছ থেকে এই সবই পাওয়া ছাড়া আর কিছু আসা করা যায় না। একজন জনপ্রতিনিধি হয়ে এই ধরনের কাজ করতে পারেন না তিনি । যিনি এটা করেছেন তিনি সাধারণ মানুষের ভোটে জিতে জনপ্রতিনিধি হয়েছেন। তাই সাধারণ মানুষের কথা শোনা তাঁর কাজ । এই ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি ।
প্রধান মধুমিতা দাস হালদারের সঙ্গে এবিষয়ে যোগাযোগ করা হলে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি । মহিষাদল ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুদর্শন মাইতি জানান, ঘটনার খবর পেয়েছেন তিনি । এই ধরনের ঘটনার তীব্র নিন্দা করেন সুদর্শন । দলীয়ভাবে খতিয়ে দেখে এই ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আগামিদিনে বলে তিনি আশ্বাস দেন । তৃণমূলের একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণে নিন্দার ঝড় সব মহলে । এর আগেও একাধিকবার প্রধান মধুমিতা দাস হালদারের বিরুদ্ধে অনেক অভিযোগ উঠেছিল । এরপর আবার এই ধরনের ঘটনায় নতুন করে জল্পনা শুরু হয়েছে ।