কলকাতা, 25 মার্চ: দিদির দূত কর্মসূচিতে গিয়ে বিক্ষোভে মুখে পড়লেন তৃণমূল বিধায়ক তরুণ মাইতি (TMC MLA)। স্বভাবতই এই বিক্ষোভকে কটাক্ষ করেছে বিজেপি (BJP Slammed Tmc)। এলাকায় রাস্তাঘাট কেন এতদিন হয়নি? এই প্রশ্ন বিধায়ককে করতেই তিনি চোটে যান গ্রামবাসীদের উপর। তারপরই শুরু হয় বিক্ষোভ । পূর্ব মেদিনীপুরের এগরার এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলের চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ৷
জানা গিয়েছে, এগরার তৃণমূল বিধায়ক তথা কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি তরুণ মাইতিকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান এলাকাবাসী ৷ গ্রামবাসীরা বিধায়ককে ঘিরে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা না-পাওয়ার ক্ষোভ উগরে দেন। তাতেই তৃণমূল বিধায়ক চোটে যান। তৃণমূল বিধায়ক তরুণ মাইতি বলেন, "আজকে বললে তো, আজকেই রাস্তা করে দিতে পারব না। আমাকে রাস্তা করতে একটু সময় দিতে হবে। কারণ সবে দেড় বছর আমি বিধায়ক হয়েছি। কিন্তু দেড় বছরের মধ্যে কেউ একবারও বলেননি রাস্তাটা করে দিতে হবে।" পরিস্থিতি সামাল দিতে বিধায়ক স্থানীয় মঞ্জুশ্রী পঞ্চায়েত প্রধান পূর্ণিমা মাইতি ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি শ্রীপতি প্রধানকে ডেকে গ্রামবাসীদের সামনেই ধমক দেন। সেই সঙ্গে বিধায়ক জানান, পঞ্চায়েত ভোটের আগে আপাতত মোরাম দিয়ে রাস্তা-ঘাট ঠিক করা হবে ৷ এরপর থেকে এলাকা থেকে তিনি চলে যান।
আরও পড়ুন: গ্রামবাসীদের ক্ষোভের মুখে 'দিদির দূত' সুদীপ বন্দ্যোপাধ্যায়
স্থানীয় তৃণমূল নেতা দুলাল বেজ বলেন, "দীর্ঘদিন ধরে আমরা বলে এসেছি, এলাকায় রাস্তা মেরামত করার জন্য। কিন্তু এখানকার গ্রাম পঞ্চায়েতের সদস্য তা কর্ণপাত করেনি। আমাকে এলাকায় থাকতে হয়। এলাকার লোকজনের নিয়ে চলতে হবে। এবারে এরা যেরকম বলবে, সেই রকম আমাকে চলতে হবে।" তবে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সহসভাপতি অসীম মিশ্র বলেন, "আজকে দিদির সুরক্ষা কবজ নিয়ে দিদির দূত হিসেবে নিজের কেন্দ্রের বিধায়ক এলাকায় গিয়েছিলেন। মানুষ তাড়া করেছে। কারণ, তৃণমূল কিছু উন্নয়ন করেনি। এলাকায় এখন পর্যন্ত জল বিদ্যুৎ কিছুই করেনি। খালি চুরি করে পকেটে ভরেছে। মানুষ সেটা বুঝে গিয়েছে। এবারে পঞ্চায়েত নির্বাচনে তা বুঝিয়েও দেবে।"