ETV Bharat / state

যুদ্ধের ময়দানে দেখা হবে, শুভেন্দুকে হুঁশিয়ারি মদনের - মদন মিত্র

বলেন, "শুভেন্দু অধিকারীকে লাল ডায়রির বদলে এবার আমি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেব ।"

শুভেন্দুকে হুঁশিয়ারি মদন মিত্রের
শুভেন্দুকে হুঁশিয়ারি মদন মিত্রের
author img

By

Published : Feb 23, 2021, 11:07 PM IST

কাঁথি, 23 ফেব্রুয়ারি : যদি মাই কা লাল হয় কাঁথি বা নন্দীগ্রামে দাঁড়ানোর হিম্মত দেখাক । পূর্ব মেদিনীপুরের পিছাবনীর সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র । বলেন, "শুভেন্দু যুদ্ধের ময়দানে দেখা হবে ।"

আজ পূর্ব মেদিনীপুর জেলার পিছাবনী কালীমন্দির মাঠে তৃণমূলের একটি সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র, নায়িকা রনিতা দাস (বাহা), তরুণ জানা সহ আরও অনেকে । বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, "আমি চ্যালেঞ্জ নিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আবেদন থাকবে । আমি কোথায় দাঁড়াবো বা দাঁড়াবো না সেটা বড় কথা নয় । তবে যেখানে অধিকারী পরিবার দাঁড়াবে আমি যেন সেই এলাকার নির্বাচনের কাজ করার দায়িত্ব পাই । যেদিন সবুজ আবির খেলা হবে, বেঁচে থাকলে আমি পৌঁছাব আপনাদের কাছে । কারণ স্লোগান হবে ,বন্ধু এবার খেলা হবে ।"

তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, "শুভেন্দু অধিকারীকে লাল ডায়রির বদলে এবার আমি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেব । ও তো ইয়োলো সবুজের ও চান্স পাবে না । তারপর তিনি দক্ষিণ কাঁথির মাটিতে দাঁড়িয়ে ক্রমাগত শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন । বলেন, "যদি মাই কা লাল হয় তাহলে কাঁথি বা নন্দীগ্রামে দাঁড়ানোর হিম্মত দেখাক । আমরা যেকোনও ল্যাম্পপোস্টে দাঁড় করিয়ে দেবো ।"

শুভেন্দুকে হুঁশিয়ারি মদন মিত্রের

কাঁথি, 23 ফেব্রুয়ারি : যদি মাই কা লাল হয় কাঁথি বা নন্দীগ্রামে দাঁড়ানোর হিম্মত দেখাক । পূর্ব মেদিনীপুরের পিছাবনীর সভা থেকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে হুঁশিয়ারি দিলেন মদন মিত্র । বলেন, "শুভেন্দু যুদ্ধের ময়দানে দেখা হবে ।"

আজ পূর্ব মেদিনীপুর জেলার পিছাবনী কালীমন্দির মাঠে তৃণমূলের একটি সভা অনুষ্ঠিত হয় । উপস্থিত ছিলেন প্রাক্তন পরিবহণমন্ত্রী মদন মিত্র, নায়িকা রনিতা দাস (বাহা), তরুণ জানা সহ আরও অনেকে । বক্তব্য রাখতে গিয়ে মদন মিত্র বলেন, "আমি চ্যালেঞ্জ নিচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আবেদন থাকবে । আমি কোথায় দাঁড়াবো বা দাঁড়াবো না সেটা বড় কথা নয় । তবে যেখানে অধিকারী পরিবার দাঁড়াবে আমি যেন সেই এলাকার নির্বাচনের কাজ করার দায়িত্ব পাই । যেদিন সবুজ আবির খেলা হবে, বেঁচে থাকলে আমি পৌঁছাব আপনাদের কাছে । কারণ স্লোগান হবে ,বন্ধু এবার খেলা হবে ।"

তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেন, "শুভেন্দু অধিকারীকে লাল ডায়রির বদলে এবার আমি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেব । ও তো ইয়োলো সবুজের ও চান্স পাবে না । তারপর তিনি দক্ষিণ কাঁথির মাটিতে দাঁড়িয়ে ক্রমাগত শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন । বলেন, "যদি মাই কা লাল হয় তাহলে কাঁথি বা নন্দীগ্রামে দাঁড়ানোর হিম্মত দেখাক । আমরা যেকোনও ল্যাম্পপোস্টে দাঁড় করিয়ে দেবো ।"

শুভেন্দুকে হুঁশিয়ারি মদন মিত্রের
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.