কাঁথি (পূর্ব মেদিনীপুর), 30 অক্টোবর : পূর্ব মেদিনীপুরের কাঁথি দু’নম্বর ব্লক তৃণমূলের বিজয়া সম্মিলনীতে গোষ্ঠীদ্বন্দ্ব ৷ সেখানেই বক্তব্য পেশ করতে গিয়ে তৃণমূলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কাঁথি পৌরসভার মুখ্য প্রশাসক হরিসাধন দাসঅধিকারী এবং কাঁথি 1নং ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন ৷ অভিযোগ, যাঁরা তৃণমূলে থেকেও বিধানসভা নির্বাচনে শুভেন্দুর হয়ে কাজ করে গিয়েছে, তাঁরা এখন জেলায় দলের কাজে ছড়ি ঘোরাচ্ছেন ৷ তাঁদের আরও অভিযোগ, ওই তৃণমূল নেতাদের মদত দিচ্ছে শীর্ষ নেতৃত্বের একাংশ ৷
অভিযোগ, ভোটের সময় শুভেন্দুর সমর্থনে যাঁরা কাজ করে গিয়েছেন ৷ এমনকি তৃণমূলে থেকেও ভোটের সময় দলের হয়ে কোনও কাজ করেনি ৷ তাঁরাই তৃণমূল ক্ষমতায় ফেরার পর জেলায় দলের নিয়ন্ত্রণ নিতে চাইছে ৷ অভিযোগ, জেলা তৃণমূলে সমান্তরাল দু’টি লবি তৈরির চেষ্টা করা হচ্ছে ৷ পূর্ব মেদিনীপুরের তৃণমূল সভাপতি প্রদীপ গায়েনকে উদ্দেশ্য করে কাঁথি 1নং ব্লকের সভাপতি বলেন, ‘‘কয়েক মাস বাদে কাঁথি পৌরসভার নির্বাচন ৷ তার এক বছরের মধ্যে পঞ্চায়েত নির্বাচন রয়েছে ৷ আপনার পায়ে ধরে বলছি অনুরোধ করছি দলটাকে বাঁচান ৷ শীর্ষ নেতৃত্বকে জানান দলের মধ্যেই বিরাট চক্রান্ত চলছে ৷ 1998 সাল থেকে কলেজ রাজনীতির মধ্যে দিয়ে দল করছি ৷ আর যাঁরা পাঁচ বছরও দল করেনি, তাঁদের নেতৃত্ব আমরা চলতে পারব না ৷ যাঁরা প্রভাব খাটিয়ে এখনও শুভেন্দু অধিকারী কোম্পানিদের সঙ্গে রক্তের মিল রেখেছে ৷ তাঁদের নেতা হিসেবে মানব না ৷ এমনটাই হুঁশিয়ারি দিয়ে গেলাম ৷’’
আরও পড়ুন : Mamata Banerjee: কংগ্রেস সিরিয়াস নয়, পিকের মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে: গোয়ায় মমতা
এদিন বিজয়া সম্মিলনীর মঞ্চে কাঁথি পৌরসভার মুখ্য প্রশাসক হরিসাধন দাসঅধিকারী কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি তরুণ মাইতিকে উদ্দেশ্য করে বলেন, ‘‘আমি তরুণবাবুকে বলছি আমরাও পৌর প্রশাসক হিসাবে কাজ করতে পারছি না ৷ এতো গোষ্ঠী নিজেদের মধ্যে তৈরি হয়েছে আপনি দেখুন ৷ সব গোষ্ঠীকে এক না করতে পারলে মূল লক্ষ্যে পৌঁছাতে পারা যাবে না ৷’’ গতকালের এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত হইচই শুরু হয়েছে কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের মধ্যে ৷
আরও পড়ুন : Khardah By-Election: 2 ভুয়ো ভোটারকে হাতেনাতে ধরলেন খড়দার বিজেপি প্রার্থী
কাঁথি 2নং ব্লক তৃণমূলের সহ-সভাপতি তরুণ জানা অভিযোগ করেছেন, একুশের বিধানসভার যাঁরা শুভেন্দুর হয়ে ভোট করিয়েছিল ৷ তাঁদের নিয়ে শীর্ষ নেতৃত্বের একাংশ এখন লাফালাফি শুরু করেছে ৷ তাঁর হুঁশিয়ারি, এ সব চলতে দেওয়া হবে না ৷ এনিয়ে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি তরুণ মাইতির বক্তব্য, ডানপন্থী দলে এইরকম একটু-আধটু হয়ে থাকে ৷ তিনি চেষ্টা করছেন পুরো বিষয়টি মিটিয়ে দেওয়ার ৷ আর তা সম্ভব না হলে শীর্ষ নেতৃত্বের কাছে বিষয়টি জানাবেন তিনি ৷