এগরা (পূর্ব মেদিনীপুর), 4 জুন : উপ-পৌরপ্রধানের নাম ঘোষণা ঘিরে ধুন্ধুমার ঘটনা ঘটল পূর্ব মেদিনীপুরের এগরায় (TMC Factionalism at Egra Municipality over Vice Chairman Selection) ৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে গোলমালকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় ৷ এমনকী পুলিশের সঙ্গেও ধস্তাধস্তি হয় বলে অভিযোগ ৷ শুক্রবার ঘটনাটি ঘটে এগরা পৌরসভা এলাকায় ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এগরা পৌরসভায় (Egra Municipality) 14টি আসন রয়েছে । সেখানে 7টিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে । নির্দল ও কংগ্রেস একটি করে আসনে জেতে । বাকি 5টিতে বিজেপি (BJP) জেতে ৷ তৃণমূলের পক্ষ থেকে পৌরপ্রধান হিসাবে নাম ঘোষণা করা হয় স্বপন নায়কের ৷ উপ-পৌরপ্রধান হিসেবে ঘোষণা করা হয় জয়ন্ত সাহুর ।
শুক্রবার সেই সিদ্ধান্ত বদলে তৃণমূলের তরফে উপ-পৌরপ্রধানের নাম বদলে দেওয়া হয় ৷ 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমা চক্রবর্তীর নাম ঘোষণা করা হয় উপ-পৌরপ্রধান হিসেবে ৷ তার পরই দুই কাউন্সিলরের অনুগামীর মধ্যে গোলমাল বাঁধে ৷ অভিযোগ, উপ-পৌরপ্রধান হিসেবে 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়ন্ত সাহুর নাম ঘোষণা হলেও তিনি শপথ নেননি ৷ তাঁর শপথ নিয়ে নানা টালবাহানা চলেছে ৷ তারই মধ্যে শুক্রবার সোমা চক্রবর্তীর নাম ঘোষণা করা হয় ৷ ফলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে ৷
ওইদিন জয়ন্ত সাহু বলেন, ‘‘পৌরসভাতে বোর্ড মিটিং ছিল । 90 দিন পর বোর্ড মিটিং হল । মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পৌরসভার পৌরপ্রধান হিসেবে স্বপনকুমার নায়েক ও উপ পৌরপ্রধান হিসাবে আমার নাম ঘোষণা করেছিলেন । হঠাৎ করে বোর্ড মিটিংয়ে নতুন নাম ঘোষণা করা হল । জিজ্ঞাসা করতেই কোনও কাগজপত্র দেখাতে পারবেন না বলে পৌরপ্রধান জানিয়ে দেন ৷’’ এছাড়া জয়ন্ত সাহু পৌরপ্রধানের বিরুদ্ধে তাঁকে ভোটে হারানোর চেষ্টারও অভিযোগ করেন ৷
শুক্রবার ঘটনাস্থল থেকে পুলিশ কয়েকজনকে আটক করে ৷ তার পর পরিস্থিতি স্বাভাবিক হয় ৷ যদিও এই নিয়ে পৌরপ্রধান বা তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের কোনও বক্তব্য পাওয়া যায়নি ৷
আরও পড়ুন : INTTUC Meeting : বোম বন্দুক নিয়ে বিরোধীদের রুখে দেওয়ার উপহার দিয়েছে দল, স্বীকারোক্তি তৃণমূল নেতার