ETV Bharat / state

তৃণমূল পৌরপ্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগ দলীয় কাউন্সিলরের - TMC inner clash

বিশ্রামাগার তৈরি নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে ৷ তৃণমূল পৌরপ্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তুললেন দলেরিই কাউন্সিলর ৷

হলদিয়া পৌরসভা
author img

By

Published : Aug 11, 2019, 11:19 PM IST

হলদিয়া, 11 অগাস্ট : তৃণমূল পৌরপ্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন দলীয় কাউন্সিলর ৷ অভিযুক্ত পৌরপ্রধানের নাম শ্যামল আদক ৷ অভিযোগ, টাকা নিয়ে বিশ্রামাগারের পাশে হকার বসানোর চেষ্টা করেছিলেন শ্যামল ৷

হলদিয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল পৌরপ্রধান তথা বর্তমান কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডল ৷ তিনি জানান, হলদিয়া বন্দরের অধীনস্থ হলদিয়া টাউনশিপে একটি বিশ্রামাগার ছিল ৷ হঠাৎই সেই বিশ্রামাগার ভেঙে দেয় হলদিয়া পৌরসভা ৷

দেবপ্রসাদের অভিযোগ, ওই বিশ্রামাগারের পাশে হকার বসাতে চেয়েছিলেন বর্তমান পৌরপ্রধান শ্যামল ৷ এমনকী, তিনি সেই হকারের থেকে টাকাও নিয়েছিলেন বলেও অভিযোগ জানান দেবপ্রসাদ ৷ তাই রাতারাতি ভেঙে দেওয়া হয় বিশ্রামাগার ৷

অভিযোগ অস্বীকার করেছেন পৌরপ্রধান ৷ তিনি বলেন, "বিশ্রামাগার ছিল ৷ কিন্তু ওই বিশ্রামাগারের চাঙড় খসে পড়ছিল ৷ বেশ কয়েকজন আহত হন ৷ তাই আমরা নতুন বিশ্রামাগার তৈরির কাজ শুরু করেছিলাম ৷ কিন্তু বন্দর কর্তৃপক্ষ বাধা দেওয়ায় কাজ বন্ধ হয়ে রয়েছে ৷ আমরা দু'বার চিঠি দিয়েছি বন্দরকে ৷ কিন্তু ওদের তরফে কোনও উত্তর পাইনি ৷" যদিও এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

হলদিয়া, 11 অগাস্ট : তৃণমূল পৌরপ্রধানের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুললেন দলীয় কাউন্সিলর ৷ অভিযুক্ত পৌরপ্রধানের নাম শ্যামল আদক ৷ অভিযোগ, টাকা নিয়ে বিশ্রামাগারের পাশে হকার বসানোর চেষ্টা করেছিলেন শ্যামল ৷

হলদিয়া পৌরসভার প্রাক্তন তৃণমূল পৌরপ্রধান তথা বর্তমান কাউন্সিলর দেবপ্রসাদ মণ্ডল ৷ তিনি জানান, হলদিয়া বন্দরের অধীনস্থ হলদিয়া টাউনশিপে একটি বিশ্রামাগার ছিল ৷ হঠাৎই সেই বিশ্রামাগার ভেঙে দেয় হলদিয়া পৌরসভা ৷

দেবপ্রসাদের অভিযোগ, ওই বিশ্রামাগারের পাশে হকার বসাতে চেয়েছিলেন বর্তমান পৌরপ্রধান শ্যামল ৷ এমনকী, তিনি সেই হকারের থেকে টাকাও নিয়েছিলেন বলেও অভিযোগ জানান দেবপ্রসাদ ৷ তাই রাতারাতি ভেঙে দেওয়া হয় বিশ্রামাগার ৷

অভিযোগ অস্বীকার করেছেন পৌরপ্রধান ৷ তিনি বলেন, "বিশ্রামাগার ছিল ৷ কিন্তু ওই বিশ্রামাগারের চাঙড় খসে পড়ছিল ৷ বেশ কয়েকজন আহত হন ৷ তাই আমরা নতুন বিশ্রামাগার তৈরির কাজ শুরু করেছিলাম ৷ কিন্তু বন্দর কর্তৃপক্ষ বাধা দেওয়ায় কাজ বন্ধ হয়ে রয়েছে ৷ আমরা দু'বার চিঠি দিয়েছি বন্দরকে ৷ কিন্তু ওদের তরফে কোনও উত্তর পাইনি ৷" যদিও এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Intro:তৃণমূল পরিচালিত পুরপ্রধানের বিরুদ্ধে কাটমানি খাওয়ার অভিযোগ, খোদ প্রাক্তন পৌরপিতা ও বর্তমান কাউন্সিলের ।



হলদিয়া পৌরসভা এলাকায় একটি বিশ্রামাগার তৈরিকে কেন্দ্র করে হলদিয়া বন্দর কতৃপক্ষ ও পৌরসভার মধ্যে সংঘাত প্রকাশ্যে চলে এল । অভিযোগ বন্দর কতৃপক্ষ বিশ্রামাগার তৈরির কাজ বন্ধ করে দিয়েছে । হলদিয়ার টাউনশিপ এলাকাতে একটি বিশ্রামগার তৈরির কাজ করছিল হলদিয়া পৌরসভা। অভিযোগ হলদিয়া পৌরসভা বন্দরে কাছে পারমিসান না নিয়ে বিশ্রামাগার ভেঙ্গে দিয়ে নতুন করে তৈরি করেছিল ।Body:পৌরসভার চেয়ারম্যান শ্যামল আদক বলেন আগে যে বিশ্রামাগার ছিল কিন্তু চাঙর খসে পড়ছিল । অনেকেই আহত হয়েছে এই ভাবে চাঙর খসে পড়ায়। তাই বেহাল এই বিশ্রামাগার ভেঙ্গে দিয়ে নতুন করে তৈরি কাজ শুরু করেছিলাম। বন্দর কতৃপক্ষ বাধা দেওয়ায় কাজ বন্ধ হয়ে রয়েছে । আমরা দুবার ধরে চিঠি দিয়েছি কোনো উত্তর দেয়নি বন্দর কতৃপক্ষ। রোদ বৃষ্টির মধ্য যাত্রীদের দাঁড়িয়ে থাকে দুর্ভোগ পোয়াতে হয় । তাই নতুন করে যাত্রী বিশ্রামাগার তৈরি করার কাজ শুরু করেছিল হলদিয়া পুরসভা ।
এই বিষয়ে বন্দর কতৃপক্ষের কোন মন্তব্য জানা যায়নি । Conclusion: তবে পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও বর্তমান কাউন্সিলার দেবপ্রসাদ মন্ডল বলেন বর্তমান পৌরপ্রধান শ্যামল আদক কাটমানি খেয়ে বিশ্রামগার পাসে দুটি হকার বোসাতে চেয়েছিল তাই বন্দর কতৃপক্ষ জানতে পেরে বন্ধ করেদিয়েছে।
প্রক্তন চেয়ারম্যানের মন্তব্যে আবার হলদিয়া পৌরসভার গোষ্ঠীদন্ড আবার ও প্রকাশ্যে চলে এলো। আর এই নিয়ে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.