মারিশদা, ১১ ফেব্রুয়ারি : দলীয় নেতার দেহ উদ্ধারের ঘটনায় BJP-র বিরুদ্ধে খুনের অভিযোগ তুলল তৃণমূল। রীতেশ রায়কে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা।
৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল তৃণমূলের চাঁদবেড়িয়া বুথ সভাপতি রীতেশ রায়। ৮ ফেব্রুয়ারি হুগলির তালচিনি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। দাদপুর থানার পুলিশ সেই মৃতদেহের ছবি পাঠায় মারিশদা থানা সহ একাধিক থানায়। আজ পরিবারের সদস্যরা তাঁর মৃতদেহ শনাক্ত করেন।
রীতেশের নিখোঁজ হওয়ার পিছনে আগেই BJP-র দিকে আঙুল তুলেছিল তৃণমূল। আজ রীতেশের দেহ শনাক্ত হওয়ার পর তিনি ফের BJP-কে দায়ি করেন। তিনি বলেন, "২৯ জানুয়ারি কাঁথিতে অমিত শাহর সভার বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন রীতেশ। তখন BJP ওকে চিহ্নিত করে রেখেছিল। কোলাঘাটে যাওয়ার পথে রীতেশকে অপহরণ করে হুগলির দাদপুর থানা এলাকায় রাস্তার ধারে গলায় ক্ষুর বসিয়ে খুন করা হয়েছে।"
যদিও এই অভিযোগ অস্বীকার করেন BJP-র কাঁথি সাংগাঠনিক জেলা সভাপতি তপন মাইতি। তিনি বলেন, "রীতেশ রায় খুন হয়েছে। এটা খুবই দুঃখজনক। কিন্তু তদন্ত ছাড়াই BJP-কে দায়ি করা উচিত নয়।"