ETV Bharat / state

অপহরণের পর রীতেশকে খুন করেছে BJP, অভিযোগ তৃণমূলের - tmc

দলীয় নেতার দেহ উদ্ধারের ঘটনায় BJP-র বিরুদ্ধে খুনের অভিযোগ তুলল তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা।

রীতেশের মৃত্যুতে শোকাহত তাঁর পরিবার
author img

By

Published : Feb 11, 2019, 3:45 PM IST

মারিশদা, ১১ ফেব্রুয়ারি : দলীয় নেতার দেহ উদ্ধারের ঘটনায় BJP-র বিরুদ্ধে খুনের অভিযোগ তুলল তৃণমূল। রীতেশ রায়কে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা।

৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল তৃণমূলের চাঁদবেড়িয়া বুথ সভাপতি রীতেশ রায়। ৮ ফেব্রুয়ারি হুগলির তালচিনি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। দাদপুর থানার পুলিশ সেই মৃতদেহের ছবি পাঠায় মারিশদা থানা সহ একাধিক থানায়। আজ পরিবারের সদস্যরা তাঁর মৃতদেহ শনাক্ত করেন।

রীতেশের নিখোঁজ হওয়ার পিছনে আগেই BJP-র দিকে আঙুল তুলেছিল তৃণমূল। আজ রীতেশের দেহ শনাক্ত হওয়ার পর তিনি ফের BJP-কে দায়ি করেন। তিনি বলেন, "২৯ জানুয়ারি কাঁথিতে অমিত শাহর সভার বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন রীতেশ। তখন BJP ওকে চিহ্নিত করে রেখেছিল। কোলাঘাটে যাওয়ার পথে রীতেশকে অপহরণ করে হুগলির দাদপুর থানা এলাকায় রাস্তার ধারে গলায় ক্ষুর বসিয়ে খুন করা হয়েছে।"

যদিও এই অভিযোগ অস্বীকার করেন BJP-র কাঁথি সাংগাঠনিক জেলা সভাপতি তপন মাইতি। তিনি বলেন, "রীতেশ রায় খুন হয়েছে। এটা খুবই দুঃখজনক। কিন্তু তদন্ত ছাড়াই BJP-কে দায়ি করা উচিত নয়।"

undefined

মারিশদা, ১১ ফেব্রুয়ারি : দলীয় নেতার দেহ উদ্ধারের ঘটনায় BJP-র বিরুদ্ধে খুনের অভিযোগ তুলল তৃণমূল। রীতেশ রায়কে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা কনিষ্ক পণ্ডা।

৭ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ ছিল তৃণমূলের চাঁদবেড়িয়া বুথ সভাপতি রীতেশ রায়। ৮ ফেব্রুয়ারি হুগলির তালচিনি এলাকায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। দাদপুর থানার পুলিশ সেই মৃতদেহের ছবি পাঠায় মারিশদা থানা সহ একাধিক থানায়। আজ পরিবারের সদস্যরা তাঁর মৃতদেহ শনাক্ত করেন।

রীতেশের নিখোঁজ হওয়ার পিছনে আগেই BJP-র দিকে আঙুল তুলেছিল তৃণমূল। আজ রীতেশের দেহ শনাক্ত হওয়ার পর তিনি ফের BJP-কে দায়ি করেন। তিনি বলেন, "২৯ জানুয়ারি কাঁথিতে অমিত শাহর সভার বিরুদ্ধে মিছিলে নেতৃত্ব দিয়েছিলেন রীতেশ। তখন BJP ওকে চিহ্নিত করে রেখেছিল। কোলাঘাটে যাওয়ার পথে রীতেশকে অপহরণ করে হুগলির দাদপুর থানা এলাকায় রাস্তার ধারে গলায় ক্ষুর বসিয়ে খুন করা হয়েছে।"

যদিও এই অভিযোগ অস্বীকার করেন BJP-র কাঁথি সাংগাঠনিক জেলা সভাপতি তপন মাইতি। তিনি বলেন, "রীতেশ রায় খুন হয়েছে। এটা খুবই দুঃখজনক। কিন্তু তদন্ত ছাড়াই BJP-কে দায়ি করা উচিত নয়।"

undefined

Kulgam (Jammu and Kashmir)/ Srinagar (JandK), Feb 10 (ANI): An encounter broke out between security forces and terrorists in Jammu and Kashmir's Kulgam today. Bodies of the five terrorists killed, have been recovered and their identities are yet to be ascertained. Heavy stone pelting is on; four Central Reserve Police Force (CRPF) personnel sustained injuries in this incident. Search operation continues. More details are awaited in this regard. Inspector General (IG) of Kashmir SP Pani said, "On the basis of specific inputs security forces cordoned the area. During exchange of fire five terrorists were killed, arms and ammunition have been recovered. There has been no collateral damage and the encounter site has been cleared."
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.