ETV Bharat / state

ময়নার বাকচায় TMC -BJP সংঘর্ষ, বোমাবাজি - tmc-bjp clash in bakcha

তৃণমূলের বাকচা এলাকার ২২৯ নম্বর বুথের ভঞ্জ পাড়ায় ভাঙচুর ও বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ।

ছবি
ছবি
author img

By

Published : Jan 4, 2020, 5:00 AM IST

ময়না, 4 জানুয়ারি : লোকসভা নির্বাচনের পর কিছুদিন শান্ত থাকলেও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের রাত থেকেই আবার অশান্ত ময়নর বাকচা । BJP কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর ও এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও তৃণমূলের তরফে অস্বীকার করা হয়েছে এই অভিযোগ ।

সম্প্রতি ময়না বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে BJP-র তরফে একটি অভিনন্দন র‌্যালির আয়োজন করা হয় । অভিযোগ, তারপর থেকেই এলাকার BJP কর্মীদের বাড়িতে হুমকি দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতারা । স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, বুধবার রাতে তৃণমূলের বাকচা এলাকার ২২৯ নম্বর বুথের ভঞ্জ পাড়ায় ব্যাপক ভাঙচুর ও বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মারধর করা হয় নিমাই ভঞ্জ, দিলীপ ভঞ্জ সহ 4 BJP কর্মীকে । এছাড়াও লক্ষণ বাগ, রবীন্দ্রনাথ বর্মণ, নিমাই ভঞ্জ, রবীন্দ্রনাথ বর্মণ ও লক্ষণ বর্মণের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতীরা । আহতদের তড়িঘড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।

BJP কর্মী রবীন্দ্রনাথ বর্মণের অভিযোগ, "গতকাল রাতে প্রায় দেড়শ-দুশো তৃণমূল কর্মী গ্রামে এসে বোমাবাজি করে । আতঙ্কে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই । আমার বাড়িতেও ভাঙচুর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা । রাতে এলাকার মহিলারা বঁটি নিয়ে রুখে দাঁড়ালে দুষ্কৃতীরা এলাকা ছাড়তে বাধ্য হয় ।"

যদিও মারধর ও বোমাবাজির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূলের ব্লক নেতৃত্ব । তৃণমূল কংগ্রেসের ময়না ব্লকের সভাপতি সুব্রত মালাকার জানান, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাকচাতে দলীয় পতাকা উত্তোলন করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল । সেখানে BJP কর্মীরা এসে আমাদের দলীয় কর্মীদের মারধর করে । ওই এলাকা আমাদের দলের নিয়ন্ত্রণে না থাকায় দলীয় কর্মীরা পিছু হটে । রাতে কী ঘটেছে আমার জানা নেই । এলাকার দলীয় কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনকে । বোমাবাজির ঘটনার সঙ্গে আমাদের কোনও কর্মী যুক্ত নয় ।

ময়না, 4 জানুয়ারি : লোকসভা নির্বাচনের পর কিছুদিন শান্ত থাকলেও তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের রাত থেকেই আবার অশান্ত ময়নর বাকচা । BJP কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর ও এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে । যদিও তৃণমূলের তরফে অস্বীকার করা হয়েছে এই অভিযোগ ।

সম্প্রতি ময়না বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে BJP-র তরফে একটি অভিনন্দন র‌্যালির আয়োজন করা হয় । অভিযোগ, তারপর থেকেই এলাকার BJP কর্মীদের বাড়িতে হুমকি দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতারা । স্থানীয়দের একাংশের তরফে জানা যায়, বুধবার রাতে তৃণমূলের বাকচা এলাকার ২২৯ নম্বর বুথের ভঞ্জ পাড়ায় ব্যাপক ভাঙচুর ও বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা । মারধর করা হয় নিমাই ভঞ্জ, দিলীপ ভঞ্জ সহ 4 BJP কর্মীকে । এছাড়াও লক্ষণ বাগ, রবীন্দ্রনাথ বর্মণ, নিমাই ভঞ্জ, রবীন্দ্রনাথ বর্মণ ও লক্ষণ বর্মণের বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতীরা । আহতদের তড়িঘড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ।

BJP কর্মী রবীন্দ্রনাথ বর্মণের অভিযোগ, "গতকাল রাতে প্রায় দেড়শ-দুশো তৃণমূল কর্মী গ্রামে এসে বোমাবাজি করে । আতঙ্কে আমরা বাড়ি ছেড়ে পালিয়ে যাই । আমার বাড়িতেও ভাঙচুর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা । রাতে এলাকার মহিলারা বঁটি নিয়ে রুখে দাঁড়ালে দুষ্কৃতীরা এলাকা ছাড়তে বাধ্য হয় ।"

যদিও মারধর ও বোমাবাজির অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তৃণমূলের ব্লক নেতৃত্ব । তৃণমূল কংগ্রেসের ময়না ব্লকের সভাপতি সুব্রত মালাকার জানান, দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাকচাতে দলীয় পতাকা উত্তোলন করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল । সেখানে BJP কর্মীরা এসে আমাদের দলীয় কর্মীদের মারধর করে । ওই এলাকা আমাদের দলের নিয়ন্ত্রণে না থাকায় দলীয় কর্মীরা পিছু হটে । রাতে কী ঘটেছে আমার জানা নেই । এলাকার দলীয় কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনকে । বোমাবাজির ঘটনার সঙ্গে আমাদের কোনও কর্মী যুক্ত নয় ।

Intro:ময়না,২ জানুয়ারি: ফের রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ময়নার বাকচা এলাকা। লোকসভা নির্বাচনের পর কিছুদিন শান্ত থাকলেও গতরাত থেকে ফের বিজেপি কর্মীদের মারধর, বাড়ি ভাঙচুর ও এলাকায় বোমাবাজির অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে। ঘটনার পর সকাল থেকে এলাকা পুরোপুরি থমথমে। চলছে পুলিশি টহল।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি ময়না বিধানসভায় নাগরিকত্ব সংশোধনী আইনের স্বপক্ষে একটি অভিনন্দন র‍্যলির আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। সেই র‍্যলি তে অংশগ্রহণ করেন এলাকার কয়েক হাজার বিজেপি কর্মী। অভিযোগ তারপর থেকেই এলাকার বিজেপি কর্মীদের বাড়িতে হুমকি দিচ্ছিল স্থানীয় তৃণমূল নেতারা। তাতেও পিছু না হটে গ্রামবাসীরা বিজেপির হয়ে সঙ্ঘবদ্ধ হওয়া শুরু করে। যে কারণে আক্রোশ বাড়ে তৃণমূল কর্মীদের মধ্যে। আক্রোশ বসত গতরাতে বাকচা এলাকার ২২৯ নং বুথের ভঞ্জ পাড়ায় ব্যাপক ভাঙচুর ও বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। মারধর করা হয় নিমাই ভঞ্জ, দিলীপ ভঞ্জ সহ মোট ৪ বিজেপি কর্মীকে। এছাড়াও লক্ষণ বাগ, রবীন্দ্রনাথ বর্মন ,নিমাই ভঞ্জ, রবীন্দ্রনাথ বর্মন ও লক্ষণ বর্মনের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায় দুষ্কৃতীরা। বোমার শব্দে আতঙ্কিত এলাকাবাসী প্রাণভয় এলাকা ছাড়তে শুরু করেন। পরে স্থানীয় বিজেপি নেতৃত্বের তরফে ময়না থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। পুলিশ আসার পরেপরেই বাইক বাহিনী তান্ডব চালিয়ে এলাকাছাড়া। বর্তমানে এলাকায় চলছে পুলিশি টহল থমথমে দামে গোটা এলাকা। আহতরা বর্তমানে ময়না ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন।
Conclusion:এলাকার বিজেপি কর্মী রবীন্দ্রনাথ বর্মন অভিযোগ করে বলেন, গতকাল রাতে প্রায় দেড়শ থেকে দুইশ তৃণমূল কর্মী গ্রামে এসে বাড়িতে বাড়িতে বোম ছোড়া শুরু করে। আমরা প্রত্যেকেই আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যাই। আমার বাড়ি ভাঙচুর চালায় তৃণমূলের দুষ্কৃতীরা। আমরা বিজেপির মিছিলে গিয়েছিলাম বলেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। রাতে এলাকার মহিলারা বঁটি নিয়ে রুখে দাঁড়ালে দুষ্কৃতীরা এলাকা ছেড়ে পালাতে বাধ্য হয়।

যদিও মারধর ও বোমাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূলের ব্লক নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের ময়না ব্লকের সভাপতি সুব্রত মালাকার জানিয়েছেন, গতকাল দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাকচাতে দলীয় পতাকা উত্তোলন করে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। সেখানে প্রথমে বিজেপি কর্মীরা এসে আমাদের দলীয় কর্মীদের মারধর করে। ওই এলাকা আমাদের দলের নিয়ন্ত্রনে না থাকায় দলীয় কর্মীরা পিছু হটে। রাতে কি ঘটনা ঘটেছে আমার জানা নেই। এলাকার দলিয় কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করার অনুরোধ জানানো হয়েছে প্রশাসনকে। বোমাবাজির ঘটনার সাথে আমাদের কোন দলীয় কর্মী যুক্ত নয়।

বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়েছেন ময়না থানার ওসি মহিউল ইসলাম। তিনি বলেন বর্তমানে এলাকায় পুলিশি টহল চলছে। থানায় এখনো পর্যন্ত কোন পক্ষের তরফেই এখনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.