ময়না, 26 এপ্রিল: ময়নার আসনান বাজারে গতরাতে তৃণমূলের দুটি কার্যালয়ে বোমাবাজি ও ভাঙচুর করা হয় । অভিযোগের তির BJP-র দিকে । অন্যদিকে আজ সকালে BJP-র দুই কর্মীকে মারধর করার পাশাপাশি BJP-র একটি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে । যদিও BJP-র দাবি, তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে । কোন্দল চাপা দিতেই BJP কর্মীদের মারধর করে পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে । অন্যদিকে তৃণমূল মারধরের অভিযোগ উড়িয়ে দিয়ে BJP-র বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ করেছে।
ময়নার নৈছনপুর 1 ও 2 নম্বর গ্রামপঞ্চায়েতের মধ্যবর্তী এলাকায় থাকা আসনান বাজারে তৃণমূল কংগ্রেসের দুটি কার্যালয় রয়েছে । অভিযোগ, বৃহস্পতিবার রাত দু’টো নাগাদ মুখে কালো কাপড় বেঁধে বাইকে করে আসে 10 থেকে 15 জনের একটি দল । তারা আচমকাই বোমাবাজি করতে করতে এই দুটি কার্যালয়ে ভাঙচুর চালাতে শুরু করে । কার্যালয়ের তালা ভেঙে ভিতরে ঢুকে চেয়ার‑টেবিল ভাঙচুর করা হয় । পাশাপাশি আলমারি ভেঙে নগদ টাকাও লুট করা হয় । প্রায় আধঘণ্টা ধরে তাণ্ডব চালানোর পর বোমাবাজি করতে করতে চম্পট দেয় ওই দুষ্কৃতীরা । খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থানে পৌঁছায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।
শুক্রবার সকালে তৃণমূল কর্মীরা আসনান বাজারে চা খেতে যাওয়া BJP কর্মী সঞ্জয় জানা ও হারাধন ফুটিয়াকে মারধর করে বলে অভিযোগ । স্থানীয় দেউলি হাইস্কুলের কাছে BJP-র একটি পার্টি অফিস ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ । ময়না দক্ষিণ মণ্ডলের BJP-র সাধারণ সম্পাদক উত্তম মণ্ডল বলেন, "বৃহস্পতিবার রাতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের কারণে নিজেরাই নিজেদের পার্টি অফিসে ভাঙচুর করেছে । এই ঘটনার সঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই । সকালে এই ঘটনা চাপা দিতে বাজারে চা খেতে যাওয়া আমাদের দুই কর্মীকে বেধড়ক মারধর করেছে । একটি পার্টি অফিসও ভাঙচুর করা হয়েছে । আমাদের নামে মিথ্যে মামলা করা হয়েছে। এলাকায় BJP কর্মীদের হুমকি দেওয়া হচ্ছে । জনসমর্থন হারিয়ে গেছে বুঝতে পেরে তৃণমূল এই এলাকায় সন্ত্রাসের রাজত্ব তৈরি করতে চাইছে ।"
ব্লক তৃণমূল সভাপতি সুব্রত মালাকার বলেন, "বৃহস্পতিবার রাতে BJP আশ্রিত দুষ্কৃতীরা আমাদের দুটি কার্যালয়ে হামলা চালায় । আলমারি ভেঙে নগদ 30 হাজার টাকা, বিভিন্ন কাগজপত্র, টিভি চুরির করার পাশাপাশি বিভিন্ন সামগ্রী ভাঙচুর করা হয়েছে । যাওয়ার সময় বোমাবাজি করেছে । শান্ত এলাকাকে অশান্ত করতে BJP নতুন চক্রান্ত করছে । ওদের কাউকে আমাদের কর্মীরা মারধর করেনি । পার্টি অফিস ভাঙচুরের অভিযোগ ভিত্তিহীন ।"
প্রসঙ্গত, এর আগে চলতি মাসের 16 তারিখ পুলিশি সন্ত্রাসের অভিযোগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় রণক্ষেত্র হয়ে ওঠে ময়নার বাকচা। বোমাবাজির পাশাপাশি মহকুমা পুলিশ আধিকারিকের গাড়ি সহ মোট পাঁচটি পুলিশ গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে কোনওমতে পরিস্থিতি সামাল দেয়।