ETV Bharat / state

TMC agitation at Haldia IOC : হলদিয়ায় আইওসি-তে অগ্নিকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ, পরিদর্শনে মন্ত্রী

মঙ্গলবার শিল্পনগরী হলদিয়ার আইওসি-তে অগ্নিকাণ্ড হয় (Fire at Haldia IOC) ৷ দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয় ৷ 44 জন আহত হয় ৷ সেই নিয়ে বুধবার হলদিয়ায় আইওসি-র গেটে বিক্ষোভ দেখায় তৃণমূলের সংগঠন (TMC agitation at Haldia IOC) ৷

tmc agitation at haldia ioc for fire victims compensation
TMC agitation at Haldia IOC : আইওসি-তে অগ্নিকাণ্ডের প্রতিবাদে হলদিয়ায় বিক্ষোভ তৃণমূলী সংগঠনের
author img

By

Published : Dec 22, 2021, 1:44 PM IST

Updated : Dec 22, 2021, 8:30 PM IST

হলদিয়া, 22 ডিসেম্বর : অগ্নিকাণ্ডের জেরে মঙ্গলবার শিল্পনগরী হলদিয়ার আইওসি-তে তিন শ্রমিকের মৃত্যু হয় ৷ সেই নিয়ে বুধবার আইওসি গেটের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূলের সংগঠন (TMC agitation at Haldia IOC) ৷ বিক্ষোভকারীরা মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি তুলেছে (TMC agitation at Haldia ioc for fire victims compensation) ৷

এই ঘটনায় 38 জন আহত হয়েছেন ৷ আপাতত তাঁরা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁদেরও ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে তৃণমূলের ওই সংগঠনের পক্ষ থেকে ৷ তাদের দাবি, মৃতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা করে দিতে হবে ৷ আর পরিবারের একজনকে চাকরি দিতে হবে ৷ এছাড়া আহতদের 10 লক্ষ টাকা করে দিতে হবে বলেও তারা দাবি তুলেছে ৷ আহতদের চিকিৎসার খরচও আইওসি-কে দিতে হবে বলে তারা দাবি করেছে ৷

tmc agitation at haldia ioc for fire victims compensation
আইওসির সঙ্গে বৈঠকে মন্ত্রী সৌমেন মহাপাত্র

ওই দুর্ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷ আজ ঘটনাস্থলে ফরেন্সিকের দল যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷ তার পর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক হবে বলেও জানা গিয়েছে ৷ এদিকে এদিন বিক্ষোভকারীরা দাবি করেন, কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল, তা প্রকাশ্যে আনতে হবে আইওসি-কে ৷ পূর্ণাঙ্গ রিপোর্টও পেশ করতে হবে ৷

আরও পড়ুন : Haldia IOC Fire : হলদিয়া আইওসি-তে ভয়াবহ আগুনে 3 জনের মৃত্যু, আহতদের সাহায্যের আশ্বাস মমতার

এদিকে বুধবার সকালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে পরিদর্শনে আসেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ও জেলাশাসক পূর্ণেন্দু মাঝি । সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, "ভয়ানক ঘটনার তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে । পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । কলকাতার আশাঙ্খজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।’’ আইওসির প্রতিনিধি দলও দিল্লি থেকে আসার কথা৷

হলদিয়া আইওসি থেকে বেরিয়ে মন্ত্রী সৌমেন মহাপাত্রর বক্তব্য

হলদিয়া, 22 ডিসেম্বর : অগ্নিকাণ্ডের জেরে মঙ্গলবার শিল্পনগরী হলদিয়ার আইওসি-তে তিন শ্রমিকের মৃত্যু হয় ৷ সেই নিয়ে বুধবার আইওসি গেটের সামনে বিক্ষোভ দেখাল তৃণমূলের সংগঠন (TMC agitation at Haldia IOC) ৷ বিক্ষোভকারীরা মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার দাবি তুলেছে (TMC agitation at Haldia ioc for fire victims compensation) ৷

এই ঘটনায় 38 জন আহত হয়েছেন ৷ আপাতত তাঁরা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৷ তাঁদেরও ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলা হয়েছে তৃণমূলের ওই সংগঠনের পক্ষ থেকে ৷ তাদের দাবি, মৃতদের পরিবার পিছু 25 লক্ষ টাকা করে দিতে হবে ৷ আর পরিবারের একজনকে চাকরি দিতে হবে ৷ এছাড়া আহতদের 10 লক্ষ টাকা করে দিতে হবে বলেও তারা দাবি তুলেছে ৷ আহতদের চিকিৎসার খরচও আইওসি-কে দিতে হবে বলে তারা দাবি করেছে ৷

tmc agitation at haldia ioc for fire victims compensation
আইওসির সঙ্গে বৈঠকে মন্ত্রী সৌমেন মহাপাত্র

ওই দুর্ঘটনায় তদন্ত শুরু হয়েছে ৷ আজ ঘটনাস্থলে ফরেন্সিকের দল যাবে বলে সূত্র মারফত জানা গিয়েছে ৷ তার পর দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে প্রশাসনিক বৈঠক হবে বলেও জানা গিয়েছে ৷ এদিকে এদিন বিক্ষোভকারীরা দাবি করেন, কাদের গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটল, তা প্রকাশ্যে আনতে হবে আইওসি-কে ৷ পূর্ণাঙ্গ রিপোর্টও পেশ করতে হবে ৷

আরও পড়ুন : Haldia IOC Fire : হলদিয়া আইওসি-তে ভয়াবহ আগুনে 3 জনের মৃত্যু, আহতদের সাহায্যের আশ্বাস মমতার

এদিকে বুধবার সকালে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনে পরিদর্শনে আসেন রাজ্যের সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র ও জেলাশাসক পূর্ণেন্দু মাঝি । সেচমন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, "ভয়ানক ঘটনার তিনজন শ্রমিকের মৃত্যু হয়েছে । পরিবারের সদস্যের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে । কলকাতার আশাঙ্খজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছে ।’’ আইওসির প্রতিনিধি দলও দিল্লি থেকে আসার কথা৷

হলদিয়া আইওসি থেকে বেরিয়ে মন্ত্রী সৌমেন মহাপাত্রর বক্তব্য
Last Updated : Dec 22, 2021, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.