ETV Bharat / state

Haldia : হলদিয়ায় বিজেপি বিধায়ককে হেনস্থা, অভিযুক্ত তৃণমূল

ঘটনায় বিজেপি বিধায়ক তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন।

ে
author img

By

Published : Aug 5, 2021, 5:16 PM IST

হলদিয়া, 5 অগস্ট : বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন শিল্পনগরী হলদিয়া ৷ বিশেষত হলদিয়া পৌরসভার 24, 25 নম্বর ওয়ার্ড ৷ ক্ষুদিরাম ও হাতিবেরিয়া এলাকাগুলি । আজ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় ৷ বিধায়ককে হেনস্থারও অভিযোগও ওঠে । বিধায়কের নিরাপত্তারক্ষীরা বিধায়ককে উদ্ধার করে ।

এই ঘটনায় বিজেপি বিধায়ক তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাপসী মণ্ডল বলেন, "এটা তৃণমূলের চক্রান্ত। এলাকার তৃণমূল নেতা আজগর আলির নেতৃত্বে কিছু লোক এসে আমাকে আটকানোর চেষ্টা করছিল । কিন্তু ওদের চেষ্টা বিফলে গিয়েছে । এলাকা জলমগ্ন হওয়ার পর থেকেই মানুষের পাশে রয়েছি, খোঁজখবর নিয়েছি । তৃণমূল মিথ্যে অভিযোগ করছে । মানুষকে ভুল বোঝাচ্ছে ৷"

বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা মঞ্জর বিবি বলেন, "এলাকায় বিধায়ককে কোনওদিন দেখা যায়নি । অসুবিধায় তাঁর বাড়িতে গেলেও দেখা পাওয়া যায় না । জলমগ্ন অবস্থাতেও খোঁজ খবর নেননি বিধায়ক। বরং তৃণমূল নেতা আসগার আলি আমাদের খাওয়ার, থাকার ব্যবস্থা করেন ।"

তৃণমূল নেতা আজগর আলিও বিজেপি বিধায়ক ও দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন । তিনি বলেন, "বিজেপি বিধায়ক এবং বিজেপির দলটা মিথ্যাচারী । বসন্তের কোকিলের মতো ভোটের আগে বিজেপি বিধায়কের দেখা মেলে । বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল ।"

হলদিয়ায় বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ

আরও পড়ুন: হলদিয়ায় হেনস্থা স্বাস্থ্য আধিকারিক ও তাঁর পরিবারকে

বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ প্রসঙ্গে আজগর আলি বলেন, "এসব অভিযোগ করে মানুষের মন পাওয়া যাবে না । সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিছে।"

হলদিয়া, 5 অগস্ট : বেশ কয়েকদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন শিল্পনগরী হলদিয়া ৷ বিশেষত হলদিয়া পৌরসভার 24, 25 নম্বর ওয়ার্ড ৷ ক্ষুদিরাম ও হাতিবেরিয়া এলাকাগুলি । আজ হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে গেলে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় ৷ বিধায়ককে হেনস্থারও অভিযোগও ওঠে । বিধায়কের নিরাপত্তারক্ষীরা বিধায়ককে উদ্ধার করে ।

এই ঘটনায় বিজেপি বিধায়ক তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছেন। তাপসী মণ্ডল বলেন, "এটা তৃণমূলের চক্রান্ত। এলাকার তৃণমূল নেতা আজগর আলির নেতৃত্বে কিছু লোক এসে আমাকে আটকানোর চেষ্টা করছিল । কিন্তু ওদের চেষ্টা বিফলে গিয়েছে । এলাকা জলমগ্ন হওয়ার পর থেকেই মানুষের পাশে রয়েছি, খোঁজখবর নিয়েছি । তৃণমূল মিথ্যে অভিযোগ করছে । মানুষকে ভুল বোঝাচ্ছে ৷"

বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দা মঞ্জর বিবি বলেন, "এলাকায় বিধায়ককে কোনওদিন দেখা যায়নি । অসুবিধায় তাঁর বাড়িতে গেলেও দেখা পাওয়া যায় না । জলমগ্ন অবস্থাতেও খোঁজ খবর নেননি বিধায়ক। বরং তৃণমূল নেতা আসগার আলি আমাদের খাওয়ার, থাকার ব্যবস্থা করেন ।"

তৃণমূল নেতা আজগর আলিও বিজেপি বিধায়ক ও দল বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন । তিনি বলেন, "বিজেপি বিধায়ক এবং বিজেপির দলটা মিথ্যাচারী । বসন্তের কোকিলের মতো ভোটের আগে বিজেপি বিধায়কের দেখা মেলে । বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে তৃণমূল ।"

হলদিয়ায় বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ

আরও পড়ুন: হলদিয়ায় হেনস্থা স্বাস্থ্য আধিকারিক ও তাঁর পরিবারকে

বিজেপি বিধায়ককে হেনস্থার অভিযোগ প্রসঙ্গে আজগর আলি বলেন, "এসব অভিযোগ করে মানুষের মন পাওয়া যাবে না । সাধারণ মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটিছে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.