ETV Bharat / state

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে মারুতি, মৃত 3 - পূর্ব মেদিনীপুরে মৃত 3

পুকুরে জল বেশি থাকার কারণে ড্রাইভার সহ তিন জন যাত্রীর মৃত্যু হয় । খবর পেয়ে এগরা থানার OC কাশীনাথ চৌধুরির তত্বাবধানে তিন জনকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করা হয় ।

পুকুরে মারুতি, মৃত তিন
পুকুরে মারুতি, মৃত তিন
author img

By

Published : Nov 15, 2020, 10:00 PM IST

এগরা, 15 নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল মারুতি গাড়ি ৷ মৃত্যু হল তিন যাত্রীর ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানার এগরা-বেতা রাজ্য সড়কে বটতলার কাছে । গতকাল রাতে কালীপুজো দেখে বাড়ি ফেরার পথে একটি মারুতি সুজুকি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় ।

পুকুরে জল বেশি থাকার কারণে ড্রাইভার সহ তিন জন যাত্রীর মৃত্যু হয় । খবর পেয়ে এগরা থানার OC কাশীনাথ চৌধুরির তত্বাবধানে তিন জনকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করা হয় । মৃত তিন ব্যক্তির নাম সুব্রত জানা (22), শুভদীপ বর্মণ ( 27) ও রাজেন্দ্র বর (40) । এদের মধ্যে শুভদীপ ও সুব্রতের বাড়ি এগরা থানার বালিঘাই এলাকার বারানিধি গ্রামে ৷ অন্যজন রাজেন্দ্র বরের বাড়ি এগরা থানার ছোটো নলগেরিয়া গ্রামে ।

এগরা থানার OC কাশীনাথ চৌধুরি বলেন গাড়ি নিয়ে চার বন্ধু পুজো দেখতে বেরিয়েছিল । রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়ি ৷ তিনজনের মৃত্যু হয়েছে । বাকি এক জন কোন ক্রমে বেঁচে গিয়েছে ।’’ তবে কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত শুরু করেছে পুলিশ । গাড়িটি এগরা থানার নিয়ে আসা হয়েছে ।

এগরা, 15 নভেম্বর : নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেল মারুতি গাড়ি ৷ মৃত্যু হল তিন যাত্রীর ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের এগরা থানার এগরা-বেতা রাজ্য সড়কে বটতলার কাছে । গতকাল রাতে কালীপুজো দেখে বাড়ি ফেরার পথে একটি মারুতি সুজুকি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পুকুরে পড়ে যায় ।

পুকুরে জল বেশি থাকার কারণে ড্রাইভার সহ তিন জন যাত্রীর মৃত্যু হয় । খবর পেয়ে এগরা থানার OC কাশীনাথ চৌধুরির তত্বাবধানে তিন জনকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে তিনজনকেই মৃত বলে ঘোষণা করা হয় । মৃত তিন ব্যক্তির নাম সুব্রত জানা (22), শুভদীপ বর্মণ ( 27) ও রাজেন্দ্র বর (40) । এদের মধ্যে শুভদীপ ও সুব্রতের বাড়ি এগরা থানার বালিঘাই এলাকার বারানিধি গ্রামে ৷ অন্যজন রাজেন্দ্র বরের বাড়ি এগরা থানার ছোটো নলগেরিয়া গ্রামে ।

এগরা থানার OC কাশীনাথ চৌধুরি বলেন গাড়ি নিয়ে চার বন্ধু পুজো দেখতে বেরিয়েছিল । রাতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায় গাড়ি ৷ তিনজনের মৃত্যু হয়েছে । বাকি এক জন কোন ক্রমে বেঁচে গিয়েছে ।’’ তবে কী কারণে এই দুর্ঘটনা, তা তদন্ত শুরু করেছে পুলিশ । গাড়িটি এগরা থানার নিয়ে আসা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.