ETV Bharat / state

Threat to TMC Leader: মেলা-খেলায় দেনা ! নন্দীগ্রামে সৌমেন মহাপাত্রকে তৃণমূল কর্মীদের হুমকির অডিয়ো ভাইরাল - Nandigram TMC Latest News

স্থানীয় ক্লাব মেলা ও খেলার আয়োজন করে ৷ তার ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে দলের শীর্ষ নেতৃত্বদের ছবিও রয়েছে ৷ এদিকে এই মেলা-খেলায় প্রচুর দেনা হয়ে গিয়েছে ৷ দাবি, সেই টাকা চেয়ে সৌমেন মহাপাত্রকে ফোন করে তৃণমূল কর্মীরা (TMC allegedly threaten Saumen Kumar Mahapatra) ৷

Nandigram TMC
সাথী উৎসব
author img

By

Published : Feb 23, 2023, 10:52 AM IST

Updated : Feb 23, 2023, 1:36 PM IST

সৌমেন মহাপাত্রের সঙ্গে স্থানীয় ক্লাব সম্পাদকের বচসার ভাইরাল অডিয়ো

নন্দীগ্রাম, 23 ফেব্রুয়ারি: মেলা ও খেলার খরচ মেটাতে দলের জেলা সভাপতিকে হুমকি ফোন ! ভাইরাল হয়েছে সেই অডিয়ো এবং তাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভুতামোড় এলাকায় ৷ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সাদ্দাম স্পোর্টিং ক্লাবের খেলা ও মেলার উৎসবে তমলুক জেলার সভাপতি-বিধায়ক সৌমেন মহাপাত্রকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয় ৷ কিন্তু তিনি আসেননি ৷ এদিকে মেলা-খেলায় দেদার খরচে ঋণ হয়ে গিয়েছে ৷ সেই টাকা মেটাতে তমলুক জেলার সভাপতি তথা বিধায়ক সৌমেন মহাপাত্রকে ফোন করেন ভুতামোড়ের কয়েকজন দলীয় কর্মীরা ৷ অভিযোগ, সৌমেন টাকা দিতে না-চাওয়ায় স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁকে ফোনে হুমকি দিয়েছেন ৷ অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে ৷ ভাইরাল হওয়া এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

এই ঘটনায় বিজেপির অভিযোগ, নানা টালবাহানায় টাকা তোলা তৃণমূল নেতা-কর্মীদের অভ্যাসে পরিণত হয়েছে ৷ নন্দীগ্রামের ঘটনা তারই বহিঃপ্রকাশ ৷ এখানে তৃণমূলের নিচু তলার কর্মীরা টাকা চেয়ে সরাসরি জেলা সভাপতিকে হুমকি দিচ্ছে ৷ যদিও ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই মুখে কুলুপ এঁটেছে তৃণমূল নেতারা ৷ সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম গড়চক্রবেড়িয়া পঞ্চায়েতের ভুতামোড় এলাকায় 13-17 ফেব্রুয়ারি সাথী উৎসবের আয়োজন করেছিল সাদ্দাম স্পোর্টিং ক্লাব ৷ এই উৎসবের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ-সহ তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্রের ছবি জ্বলজ্বল করছে ৷ মেলার আয়োজকরা আশা করেছিলেন, জেলা সভাপতি তাঁদের উৎসব উদ্বোধনে আসবেন ৷ সেই সঙ্গে দল থেকে মোটা অংকের টাকার সাহায্য পাওয়া যাবে ৷

আরও পড়ুন: প্রাসাদোপম 2 বাড়ি, দাপুটে তৃণমূল নেতা শাহিদের গ্রেফতারিতে সরগরম আরামবাগ

ক্লাবের সদস্যদের সেই আশা পূরণ করেননি সৌমেন মহাপাত্র ৷ উদ্বোধনে আসেননি জেলা সভাপতি । পরিবর্তে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৷ সেই সঙ্গে তৃণমূলের তরফে মেলা কমিটির হাতে 2 হাজার টাকা তুলে দেওয়া হয় ৷ কিন্তু মেলা শেষ হওয়ার পর বিপুল টাকার দেনায় ডুবে যান আয়োজকরা ৷ তার পরেই ক্ষুব্ধ হয়ে ক্লাবের সম্পাদক শেখ ওহিদুল-সহ স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা টাকা চেয়ে সৌমেন মহাপাত্রকে হুমকি দিয়ে ফোন করেন বলে অভিযোগ । এই বিষয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতা ও তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

সৌমেন মহাপাত্রের সঙ্গে স্থানীয় ক্লাব সম্পাদকের বচসার ভাইরাল অডিয়ো

নন্দীগ্রাম, 23 ফেব্রুয়ারি: মেলা ও খেলার খরচ মেটাতে দলের জেলা সভাপতিকে হুমকি ফোন ! ভাইরাল হয়েছে সেই অডিয়ো এবং তাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ৷ ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের ভুতামোড় এলাকায় ৷ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সাদ্দাম স্পোর্টিং ক্লাবের খেলা ও মেলার উৎসবে তমলুক জেলার সভাপতি-বিধায়ক সৌমেন মহাপাত্রকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয় ৷ কিন্তু তিনি আসেননি ৷ এদিকে মেলা-খেলায় দেদার খরচে ঋণ হয়ে গিয়েছে ৷ সেই টাকা মেটাতে তমলুক জেলার সভাপতি তথা বিধায়ক সৌমেন মহাপাত্রকে ফোন করেন ভুতামোড়ের কয়েকজন দলীয় কর্মীরা ৷ অভিযোগ, সৌমেন টাকা দিতে না-চাওয়ায় স্থানীয় তৃণমূল কর্মীরা তাঁকে ফোনে হুমকি দিয়েছেন ৷ অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়েছে ৷ ভাইরাল হওয়া এই অডিয়োর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

এই ঘটনায় বিজেপির অভিযোগ, নানা টালবাহানায় টাকা তোলা তৃণমূল নেতা-কর্মীদের অভ্যাসে পরিণত হয়েছে ৷ নন্দীগ্রামের ঘটনা তারই বহিঃপ্রকাশ ৷ এখানে তৃণমূলের নিচু তলার কর্মীরা টাকা চেয়ে সরাসরি জেলা সভাপতিকে হুমকি দিচ্ছে ৷ যদিও ঘটনাটি প্রকাশ্যে আসার পরেই মুখে কুলুপ এঁটেছে তৃণমূল নেতারা ৷ সূত্রে জানা গিয়েছে, নন্দীগ্রাম গড়চক্রবেড়িয়া পঞ্চায়েতের ভুতামোড় এলাকায় 13-17 ফেব্রুয়ারি সাথী উৎসবের আয়োজন করেছিল সাদ্দাম স্পোর্টিং ক্লাব ৷ এই উৎসবের ব্যানারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ-সহ তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সৌমেন মহাপাত্রের ছবি জ্বলজ্বল করছে ৷ মেলার আয়োজকরা আশা করেছিলেন, জেলা সভাপতি তাঁদের উৎসব উদ্বোধনে আসবেন ৷ সেই সঙ্গে দল থেকে মোটা অংকের টাকার সাহায্য পাওয়া যাবে ৷

আরও পড়ুন: প্রাসাদোপম 2 বাড়ি, দাপুটে তৃণমূল নেতা শাহিদের গ্রেফতারিতে সরগরম আরামবাগ

ক্লাবের সদস্যদের সেই আশা পূরণ করেননি সৌমেন মহাপাত্র ৷ উদ্বোধনে আসেননি জেলা সভাপতি । পরিবর্তে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি বাপ্পাদিত্য গর্গ প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৷ সেই সঙ্গে তৃণমূলের তরফে মেলা কমিটির হাতে 2 হাজার টাকা তুলে দেওয়া হয় ৷ কিন্তু মেলা শেষ হওয়ার পর বিপুল টাকার দেনায় ডুবে যান আয়োজকরা ৷ তার পরেই ক্ষুব্ধ হয়ে ক্লাবের সম্পাদক শেখ ওহিদুল-সহ স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীরা টাকা চেয়ে সৌমেন মহাপাত্রকে হুমকি দিয়ে ফোন করেন বলে অভিযোগ । এই বিষয়ে নন্দীগ্রামের তৃণমূল নেতা ও তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ৷

Last Updated : Feb 23, 2023, 1:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.