হলদিয়া, 29 এপ্রিল : কোরোনার সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন । যার জেরে রাস্তাঘাট থেকে শুরু করে সুনসান সবকিছু । সেই সুযোগকেই কাজে লাগিয়ে রাতের অন্ধকারে হলদিয়ার ব্রজলালচকের একটি মুদির দোকান চুরি করল দুষ্কৃতীরা। দোকানের শাটার ভেঙে প্রায় 4 লাখ টাকার চাল, ডাল সহ অন্যান্য দ্রব্যসামগ্রী নিয়ে চম্পট দিয়েছে তারা। এমনটাই অভিযোগ ব্যবসায়ীর । ঘটনার তদন্ত শুরু করেছে ভবানীপুর থানার পুলিশ ।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, চাহিদার কথা মাথায় রেখেই তেল , চাল, ডালসহ অন্যান্য সামগ্রী মজুত করেছিলেন হলদিয়ার ভবানীপুর থানার ব্রজলালচক বাজারের ব্যবসায়ী শ্রীকান্ত দাস । প্রতিদিন বিক্রিবাটাও হচ্ছিল বেশ ভালো । গতকাল সন্ধে নাগাদ ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়ি ফেরেন শ্রীকান্তবাবু । আজ সকালে এসে দেখেন দোকানের শাটারের একাংশ ভাঙা রয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় সেই শাটার কোনও রকমে তুলে ভিতরে ঢুকে দেখেন দোকানের পিছনে থাকা গোডাউন থেকে চুরি গেছে তেলের টিন থেকে শুরু করে চাল-ডালের বস্তা সহ আরও অন্যান্য সামগ্রী । যার বর্তমান বাজার দর প্রায় 4 লাখ টাকা । স্থানীয় ব্যবসায়ীদের দাবি এত মালপত্র কোনও একজন দুষ্কৃতীর ক্ষেত্রে কোনওভাবেই নিয়ে যাওয়া সম্ভব নয়। ঘটনার সঙ্গে জড়িত রয়েছে একাধিক দুষ্কৃতী । অবিলম্বে ঘটনার তদন্ত করে দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ব্রজলালচক বাজার কমিটির সম্পাদক প্রসেনজিৎ ভৌমিক।
দোকান মালিক শ্রীকান্ত দাস জানিয়েছেন, পুলিশে অভিযোগ জানানো হয়েছে । পুলিশ অবিলম্বে দ্রুত দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক ।