ETV Bharat / state

চোর সন্দেহে পিটিয়ে খুন, তদন্তে পুলিশ

গতকাল রাতে বাড় বসন্তপুর এলাকার একটি মুদির দোকানে চুরি করতে দুষ্কৃতীরা জড়ো হয় ৷ স্থানীয়রা তাদের দেখতে পেয়ে চেঁচামেচি শুরু করে ৷ দলের বাকিরা পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায় ৷ উত্তেজিত জনতা তাকে প্রচণ্ড মারধর করে ৷ খবর পেয়ে তমলুক থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে ৷ তাকে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

author img

By

Published : Dec 25, 2019, 8:29 PM IST

Updated : Dec 26, 2019, 8:06 AM IST

the-thief-was-beaten
চোর সন্দহে পিটিয়ে খুন

তমলুক, 25 ডিসেম্বর : মঙ্গলবার রাতে চোর সন্দেহে পিটিয়ে মারা হল এক যুবককে ৷ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও নন্দকুমার থানার সীমান্তে বাড় বসন্তপুর এলাকার ঘটনা ৷ মৃত যুবকের নাম সমীরণ জানা (33) । সে হলদিয়ার ভবানীপুরের বাসিন্দা ছিল ৷

গতকাল রাতে বাড় বসন্তপুর এলাকার একটি মুদির দোকানে চুরি করতে দুষ্কৃতীরা জড়ো হয় ৷ স্থানীয়রা তাদের দেখতে পেয়ে চেঁচামেচি শুরু করে ৷ দলের বাকিরা পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায় ৷ উত্তেজিত জনতা তাকে প্রচণ্ড মারধর করে ৷ খবর পেয়ে তমলুক থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে ৷ তাকে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ এই ঘটনার পর তমলুক এবং নন্দকুমার থানার পুলিশ এলাকায় টহলদারি শুরু করেছে ৷


নন্দকুমার থানার OC জলেশ্বর তিওয়ারি জানান, কে বা কারা ওই যুবককে মেরেছে তার খোঁজ চলছে ৷ আর কেনই বা তারা গতরাতে দোকানের পাশে জড়ো হয়েছিল জানার চেষ্টা চলছে ৷

তমলুক, 25 ডিসেম্বর : মঙ্গলবার রাতে চোর সন্দেহে পিটিয়ে মারা হল এক যুবককে ৷ পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ও নন্দকুমার থানার সীমান্তে বাড় বসন্তপুর এলাকার ঘটনা ৷ মৃত যুবকের নাম সমীরণ জানা (33) । সে হলদিয়ার ভবানীপুরের বাসিন্দা ছিল ৷

গতকাল রাতে বাড় বসন্তপুর এলাকার একটি মুদির দোকানে চুরি করতে দুষ্কৃতীরা জড়ো হয় ৷ স্থানীয়রা তাদের দেখতে পেয়ে চেঁচামেচি শুরু করে ৷ দলের বাকিরা পালিয়ে গেলেও একজন ধরা পড়ে যায় ৷ উত্তেজিত জনতা তাকে প্রচণ্ড মারধর করে ৷ খবর পেয়ে তমলুক থানার পুলিশ এসে ওই যুবককে উদ্ধার করে ৷ তাকে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ৷ এই ঘটনার পর তমলুক এবং নন্দকুমার থানার পুলিশ এলাকায় টহলদারি শুরু করেছে ৷


নন্দকুমার থানার OC জলেশ্বর তিওয়ারি জানান, কে বা কারা ওই যুবককে মেরেছে তার খোঁজ চলছে ৷ আর কেনই বা তারা গতরাতে দোকানের পাশে জড়ো হয়েছিল জানার চেষ্টা চলছে ৷

Intro:চোর সন্দহে পিটিয়ে খুন !


ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বাড় বসন্তপুর এলাকায় । পাবলিকের গণধোলাই যে মৃত্যু । স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে রাতের অন্ধকারে কয়েকজন মিলে এলাকায় চুরির উদ্দেশে আসে । একটি ভূসিমাল দোকান চুরি করার উদ্দেশ্যে আসেপাসে জড় হতে শুরু করে । এরপর এলাকার কয়েকজন তাদের দেখে বুঝতে পেরে চেঁচামেচি শুরু করলে তারা ছুটে পালিয়ে যায় । দলের বাকি লোকেরা পালিয়ে গেলেও এলাকা বাসীদের হাতে ধরা পড়ে যায় এক জন । এরপর উত্তেজিত জনতা মারধোর শুরু করতে থাকে । ঐ ঘটনাটি নন্দকুমার থানা ও তমলুক থানার বর্ডার স্থলে গ্রাম টি হওয়ায় খবর যায় প্রথমে তমলুক থানায়। তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার কাজ থেকে ওই ব্যক্তি কে উদ্ধার করে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনা ঘিরে সকাল থেকে উত্তপ্ত রয়েছে এলাকা । তমলুক ও নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে রাস্তায় টহলদারি শুরু করেছে । নন্দকুমার থানার ওসি জলেশ্বর তেওয়ারি বলেন কে বা কারা ঐ ব্যক্তি কে মেরেছে ! বা রাতে কি কারণে তার জড়ো হয়ে ছিল! তা পুলিশ তদন্ত শুরু করেছে । তবে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে তার নাম সমিরন জানা হলদিয়ার ভবানীপুরে তার বাড়ি ।Body:চোর সন্দহে পিটিয়ে খুন !


ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বাড় বসন্তপুর এলাকায় । পাবলিকের গণধোলাই যে মৃত্যু । স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে রাতের অন্ধকারে কয়েকজন মিলে এলাকায় চুরির উদ্দেশে আসে । একটি ভূসিমাল দোকান চুরি করার উদ্দেশ্যে আসেপাসে জড় হতে শুরু করে । এরপর এলাকার কয়েকজন তাদের দেখে বুঝতে পেরে চেঁচামেচি শুরু করলে তারা ছুটে পালিয়ে যায় । দলের বাকি লোকেরা পালিয়ে গেলেও এলাকা বাসীদের হাতে ধরা পড়ে যায় এক জন । এরপর উত্তেজিত জনতা মারধোর শুরু করতে থাকে । ঐ ঘটনাটি নন্দকুমার থানা ও তমলুক থানার বর্ডার স্থলে গ্রাম টি হওয়ায় খবর যায় প্রথমে তমলুক থানায়। তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার কাজ থেকে ওই ব্যক্তি কে উদ্ধার করে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনা ঘিরে সকাল থেকে উত্তপ্ত রয়েছে এলাকা । তমলুক ও নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে রাস্তায় টহলদারি শুরু করেছে । নন্দকুমার থানার ওসি জলেশ্বর তেওয়ারি বলেন কে বা কারা ঐ ব্যক্তি কে মেরেছে ! বা রাতে কি কারণে তার জড়ো হয়ে ছিল! তা পুলিশ তদন্ত শুরু করেছে । তবে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে তার নাম সমিরন জানা হলদিয়ার ভবানীপুরে তার বাড়ি ।Conclusion:চোর সন্দহে পিটিয়ে খুন !


ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার বাড় বসন্তপুর এলাকায় । পাবলিকের গণধোলাই যে মৃত্যু । স্থানীয় সূত্র মারফত জানা গিয়েছে রাতের অন্ধকারে কয়েকজন মিলে এলাকায় চুরির উদ্দেশে আসে । একটি ভূসিমাল দোকান চুরি করার উদ্দেশ্যে আসেপাসে জড় হতে শুরু করে । এরপর এলাকার কয়েকজন তাদের দেখে বুঝতে পেরে চেঁচামেচি শুরু করলে তারা ছুটে পালিয়ে যায় । দলের বাকি লোকেরা পালিয়ে গেলেও এলাকা বাসীদের হাতে ধরা পড়ে যায় এক জন । এরপর উত্তেজিত জনতা মারধোর শুরু করতে থাকে । ঐ ঘটনাটি নন্দকুমার থানা ও তমলুক থানার বর্ডার স্থলে গ্রাম টি হওয়ায় খবর যায় প্রথমে তমলুক থানায়। তমলুক থানার পুলিশ ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতার কাজ থেকে ওই ব্যক্তি কে উদ্ধার করে তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন । এই ঘটনা ঘিরে সকাল থেকে উত্তপ্ত রয়েছে এলাকা । তমলুক ও নন্দকুমার থানার পুলিশ ঘটনাস্থলে রাস্তায় টহলদারি শুরু করেছে । নন্দকুমার থানার ওসি জলেশ্বর তেওয়ারি বলেন কে বা কারা ঐ ব্যক্তি কে মেরেছে ! বা রাতে কি কারণে তার জড়ো হয়ে ছিল! তা পুলিশ তদন্ত শুরু করেছে । তবে মৃত ব্যক্তির পরিচয় পাওয়া গেছে তার নাম সমিরন জানা হলদিয়ার ভবানীপুরে তার বাড়ি ।
Last Updated : Dec 26, 2019, 8:06 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.