পটাশপুর , 25 এপ্রিল : পটাশপুরে এক বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার ৷ মৃতার নাম সুখরান বিবি (61) ৷ আগেই অভাব ছিল সংসারে ৷ তার উপর লকডাউন ৷ মনে করা হচ্ছে খাবার ও ওষুধ না পেয়ে মানসিক অবসাদে আত্মহত্যা করেছেন ক্যানসার আক্রান্ত ওই বৃদ্ধা ৷ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার উত্তর খাড় গ্রামের ঘটনা ৷
স্থানীয় সূত্রে জানা যায় , মৃতা ও তাঁর স্বামী কোনও রকমে ভিক্ষা করে সংসার চালাতেন । লকডাউনের জেরে ভিক্ষা করা বন্ধ হয়ে যায় । তার উপর ওই বৃদ্ধা ক্যানসারে আক্রান্ত ছিলেন ৷ যার ফলে এক মাস খুব অসহায় দিন যাপন করতে হচ্ছে ৷ ওষুধ তো দূরের কথা দু'বেলা খাবার জুটছিল না ৷ ফলে মানসিক অবসাদে ভুগছিলেন ওই বৃদ্ধা ৷ এরপরই আজ সকালে বাড়ির কড়িকাঠে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পায় প্রতিবেশীরা ৷ খবর দেওয়া হয় পটাশপুর থানায় ৷ পুলিশ ওই দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে ৷
বৃদ্ধার স্বামী শেখ ওয়াজেদ বলেন, "আমার বিবি দীর্ঘদিন ধরে ক্যানসার আক্রান্ত ৷ ভিক্ষা করে সংসার চালাতাম । আর এই লকডাউনের কারণে ভিক্ষা বন্ধ হয়ে যায় । তারপর লকডাউনের জন্য কয়েকদিন সাহায্য পেয়েছিলাম ৷ বেশ কয়েকদিন ধরে তাও পাচ্ছিলাম না ৷ আর এমন অভাব যে ওষুধ কেনার টাকাও নেই । আর সেই কারণেই মানসিক অবসাদে ভুগছিলেন । সেই অবসাদ থেকেই আত্মহত্যা করেছেন ৷"