ETV Bharat / state

নির্বাচনের পর তৃণমূলের পতাকার রং হবে গেরুয়া: দিলীপ - east midnapore

লোকসভার বাকি দফাগুলিতে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানিয়েছেন তাঁরা। যে সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তাঁদেরও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। গতকাল পূর্ব মেদিনীপুরে একথা বলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

দিলীপ ঘোষ
author img

By

Published : Apr 15, 2019, 6:08 AM IST

বালিঘাই (পূর্ব মেদিনীপুর), 15 এপ্রিল: "এই নির্বাচনের পর তৃণমূলের পতাকার রং হবে গেরুয়া।" পূর্ব মেদিনীপুরের এগরা থানার অন্তর্গত বালিঘাইতে এসে এই মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কাঁথিতে এবছর তৃণমূল রামনবমী পালন করছে। গতবারও করেছিল। কিন্তু গতবার তাঁদের পতাকার রং ছিল নীল। আর এই বছর পতাকার রং বদলে হয়েছে হলুদ। এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ বলেন, এই নির্বাচনের পর পতাকার রং পালটে গেরুয়া হয়ে যাবে। গতকাল বালিঘাইতে চড়ক মেলায় এসে পুজো দেওয়ার পাশাপাশি একটি কর্মিসভায় অংশগ্রহণ করেন দিলীপবাবু। তা নিয়ে তিনি বলেন, পুজো বা উৎসবে মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়।

প্রথম দফার নির্বাচনে কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী না থাকায় শাসকদলের বিরুদ্ধে বুথ দখল ও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আগামী নির্বাচনগুলিতে দলের তরফে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয়েছে। যে সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। কমিশনকে জানানো হয়েছে সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় জনগণ ভোট দিতে আসতে ভয় পাচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে না। দার্জিলিং প্রসঙ্গে তিনি বলেন, "পাহাড়ের সবাই আমাদের সঙ্গে আছেন। কিছু বিশ্বাসঘাতক ও বহিষ্কৃত নেতাকে নিয়ে তৃণমূল ওখানে নির্বাচন লড়ছে। ওখানে রাজু সিং বিস্ত জিতবেন। বিমল গুরুং ও রোশন গিরির নামে মামলা চলছে। 16 তারিখে শুনানি আছে। জামিন পেলেই তাঁরা এলাকায় প্রচার শুরু করবেন। আর সরকার চাইছে না তাঁরা আসুক। এলে তৃণমূল হারবে।"

বালিঘাই (পূর্ব মেদিনীপুর), 15 এপ্রিল: "এই নির্বাচনের পর তৃণমূলের পতাকার রং হবে গেরুয়া।" পূর্ব মেদিনীপুরের এগরা থানার অন্তর্গত বালিঘাইতে এসে এই মন্তব্য করলেন BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

কাঁথিতে এবছর তৃণমূল রামনবমী পালন করছে। গতবারও করেছিল। কিন্তু গতবার তাঁদের পতাকার রং ছিল নীল। আর এই বছর পতাকার রং বদলে হয়েছে হলুদ। এই প্রসঙ্গেই দিলীপ ঘোষ বলেন, এই নির্বাচনের পর পতাকার রং পালটে গেরুয়া হয়ে যাবে। গতকাল বালিঘাইতে চড়ক মেলায় এসে পুজো দেওয়ার পাশাপাশি একটি কর্মিসভায় অংশগ্রহণ করেন দিলীপবাবু। তা নিয়ে তিনি বলেন, পুজো বা উৎসবে মানুষের সঙ্গে দেখা হয়, কথা হয়।

প্রথম দফার নির্বাচনে কোচবিহার ও আলিপুরদুয়ারের বেশ কয়েকটি জায়গায় কেন্দ্রীয় বাহিনী না থাকায় শাসকদলের বিরুদ্ধে বুথ দখল ও ছাপ্পা ভোটের অভিযোগ উঠেছে। এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আগামী নির্বাচনগুলিতে দলের তরফে সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয়েছে। যে সমস্ত আধিকারিকদের উপস্থিতিতে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানানো হয়েছে। কমিশনকে জানানো হয়েছে সব বুথে কেন্দ্রীয় বাহিনী না থাকায় জনগণ ভোট দিতে আসতে ভয় পাচ্ছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হচ্ছে না। দার্জিলিং প্রসঙ্গে তিনি বলেন, "পাহাড়ের সবাই আমাদের সঙ্গে আছেন। কিছু বিশ্বাসঘাতক ও বহিষ্কৃত নেতাকে নিয়ে তৃণমূল ওখানে নির্বাচন লড়ছে। ওখানে রাজু সিং বিস্ত জিতবেন। বিমল গুরুং ও রোশন গিরির নামে মামলা চলছে। 16 তারিখে শুনানি আছে। জামিন পেলেই তাঁরা এলাকায় প্রচার শুরু করবেন। আর সরকার চাইছে না তাঁরা আসুক। এলে তৃণমূল হারবে।"

sample description
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.