হলদিয়া,5 এপ্রিল: লকডাউনের মাঝেই হলদিয়ার বন্ধ হয়ে যাওয়া গাড়ি কারখানায় আগুন। এদিন দুপুর নাগাদ হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করে কারখানায়। কারখানার খুব কাছেই রয়েছে হলদিয়ার ভবানীপুর থানা। আগুন ছড়িয়ে পড়তেই আতঙ্কিত হয়ে পড়েন কর্মরত পুলিশ কর্মীরা। পাঁচটি দমকলের ইঞ্জিন কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে , আজ দুপুর দেড়টা নাগাদ হঠাৎই হলদিয়ার ১৭নং ওয়ার্ডের উরাল সংস্থার গাড়ি তৈরিতে বন্ধ কারখানার অফিস লাগোয়া চত্বরে আগুন লাগে। পরে সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার অফিস ঘরেও। আগুনের ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। পাশেই থাকা ভবানীপুর থানার পুলিশ দমকল আধিকারিকদের খবর দিলে। হলদিয়ার দমকল বিভাগ থেকে মোট পাঁচটি ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঠিক কত পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তাও এখন জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকলের আধিকারিকরা।
এবিষয়ে হলদিয়া মহকুমা পুলিশ আধিকারিক তন্ময় বিশ্বাস জানিয়েছেন, বন্ধ কারখানায় ঠিক কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। পুরোপুরি আগুন নেভানোর পরেই সঠিক কারণ জানা সম্ভব হবে।