ETV Bharat / state

বিজেপি করায় জমিতে চাষ করতে দিচ্ছে না তৃণমূল, অভিযোগ কৃষকের - tamluk

তমলুকের কাঁকটিয়া গ্রামের রাধেশ্যাম মালাকার ৷ বিজেপি করার জন্য চাষ করতে পারছেন না নিজের জমিতে এমনই অভিযোগ ৷

ছবি
ছবি
author img

By

Published : Feb 13, 2021, 11:04 PM IST

তমলুক, 13 ফেব্রুয়ারি : বিজেপি করেন ৷ অভিযোগ, সেই জন্য নিজের চাষের জমিতে চাষ করতে দিচ্ছে না গ্রামের তৃণমূল মেম্বারসহ কয়েকজন নেতা । বিডিওকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি ৷ তমলুক থানায় অভিযোগ দায়ের করলেও সমস্যার সুরাহা নেই ৷ এক প্রকার কষ্টের মধ্যে দিয়েই দিন কাটাতে হচ্ছে ৷

তমলুকের কাঁকটিয়া গ্রামের রাধেশ্যাম মালাকার (72) ৷ দিনের পর দিন নষ্ট হচ্ছে তাঁর ধান গাছের চারা ৷ বছরে একবার বোরো ধান চাষ করে উৎপাদিত ফসলে সারা বছরের খোরাক চলে মালাকার পরিবারের । এখন চাষ বন্ধ করে দেওয়ায় বাৎসরিক খাদ্যসংকটের দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি । মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন , নিজের চাষযোগ্য জমিতে চাষ করার অধিকার যেন না কেড়ে নেওয়া হয় ।

রাধেশ্যাম বাবুর বক্তব্য

রাধেশ্যামবাবুর আরও অভিযোগ, কেবলমাত্র বিজেপি করার অপরাধেই এলাকার তৃণমূল নেতারা তাঁর সঙ্গে এই ব্যবহার করছেন । অপরদিকে দুর্ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল । তাদের দাবি, "চাষ করতে দিচ্ছি না এটা ভুল ৷ গ্রামের পক্ষ থেকে মাঠে চাষের জন্য যে লাঙল চালানো হয় সেটা বন্ধ রেখেছি আমরা ৷" কিন্তু বন্ধ কেন? তার সদুত্তরে পঞ্চায়েত সদস্য বলেন, "দীর্ঘদিন ধরেই ওনার ভাইদের সঙ্গে সম্পত্তি গত পারিবারিক সমস্যা সমাধান করার জন্য গ্রাম কমিটির সঙ্গে সহযোগিতা করছেন না রাধেশ্যাম মালাকার ,তাই আমরা গ্রাম থেকেই ওর জমিতে লাঙল চালানোর কাজ বন্ধ রেখেছি ৷"

তমলুক, 13 ফেব্রুয়ারি : বিজেপি করেন ৷ অভিযোগ, সেই জন্য নিজের চাষের জমিতে চাষ করতে দিচ্ছে না গ্রামের তৃণমূল মেম্বারসহ কয়েকজন নেতা । বিডিওকে অভিযোগ জানিয়েও লাভ হয়নি ৷ তমলুক থানায় অভিযোগ দায়ের করলেও সমস্যার সুরাহা নেই ৷ এক প্রকার কষ্টের মধ্যে দিয়েই দিন কাটাতে হচ্ছে ৷

তমলুকের কাঁকটিয়া গ্রামের রাধেশ্যাম মালাকার (72) ৷ দিনের পর দিন নষ্ট হচ্ছে তাঁর ধান গাছের চারা ৷ বছরে একবার বোরো ধান চাষ করে উৎপাদিত ফসলে সারা বছরের খোরাক চলে মালাকার পরিবারের । এখন চাষ বন্ধ করে দেওয়ায় বাৎসরিক খাদ্যসংকটের দুশ্চিন্তায় পড়েছে পরিবারটি । মুখ্যমন্ত্রীর কাছে তাঁর আবেদন , নিজের চাষযোগ্য জমিতে চাষ করার অধিকার যেন না কেড়ে নেওয়া হয় ।

রাধেশ্যাম বাবুর বক্তব্য

রাধেশ্যামবাবুর আরও অভিযোগ, কেবলমাত্র বিজেপি করার অপরাধেই এলাকার তৃণমূল নেতারা তাঁর সঙ্গে এই ব্যবহার করছেন । অপরদিকে দুর্ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল । তাদের দাবি, "চাষ করতে দিচ্ছি না এটা ভুল ৷ গ্রামের পক্ষ থেকে মাঠে চাষের জন্য যে লাঙল চালানো হয় সেটা বন্ধ রেখেছি আমরা ৷" কিন্তু বন্ধ কেন? তার সদুত্তরে পঞ্চায়েত সদস্য বলেন, "দীর্ঘদিন ধরেই ওনার ভাইদের সঙ্গে সম্পত্তি গত পারিবারিক সমস্যা সমাধান করার জন্য গ্রাম কমিটির সঙ্গে সহযোগিতা করছেন না রাধেশ্যাম মালাকার ,তাই আমরা গ্রাম থেকেই ওর জমিতে লাঙল চালানোর কাজ বন্ধ রেখেছি ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.