ETV Bharat / state

বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে এগরা পৌরসভায় বিক্ষোভ অস্থায়ী কর্মীদের - পূর্ব মেদিনীপুর জেলার এগরা পৌরসভা

বেতন বৃদ্ধির দাবিতে এগরা পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা । তাঁরা পৌর প্রশাসক শংকর বেরার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও তোলেন । যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন শংকরবাবু ।

এগরা পৌরসভা
author img

By

Published : Oct 9, 2020, 8:30 PM IST

এগরা, 9 অক্টোবর : বেতন বৃদ্ধি সহ আট দফা দাবিতে এগরা পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা । তাঁদের দাবি, সরকারি নির্দেশ মেনে বেতন বৃদ্ধি ও পৌরসভার স্বাস্থ্যকর্মীদের পাওনা টাকা প্রদান করতে হবে । মোট আট দফা দাবিতে পৌরসভার গেটের সামনে চলে বিক্ষোভ। বিক্ষোভের খবর পেয়ে আসেন এগরা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও বর্তমান প্রশাসক শংকর বেরা ।

তিনি বিক্ষোভকারীদের সঙ্গে বসে বিষয়গুলো মিটিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেওয়া হয় । পৌরসভার এক কর্মী উত্তমকুমার দাস বলেন, "পাঁচ বছর ধরে পৌরসভার পৌর প্রধানের কাছে এই সমস্ত দাবিগুলি জানানো হয়েছিল । কিন্তু কোনওভাবেই কার্যকর করা হয়নি । উনি পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন বহু টাকা আত্মসাৎ করেছেন । এবং ঘুরপথে অবৈধভাবে টাকা জমিয়েছেন । আমি শংকর বেরার বিরুদ্ধে তদন্ত চাই । আর যদি আমি শংকর বেরার বিরুদ্ধে কারচুপি ও আত্মসাতের প্রমাণ দিতে না পারি তাহলে আমি চাকরি ছেড়ে দেব ।"

যদিও শংকর বেরা বলেন, "আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেব । কিন্তু আমার বিরুদ্ধে কারচুপি ও আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন । যদি প্রমাণ থাকে তাহলে দিতে পারে ।"

আজ দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে । পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে । আর এই দাবিগুলো অবিলম্বে না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা ।

এগরা, 9 অক্টোবর : বেতন বৃদ্ধি সহ আট দফা দাবিতে এগরা পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন অস্থায়ী কর্মীরা । তাঁদের দাবি, সরকারি নির্দেশ মেনে বেতন বৃদ্ধি ও পৌরসভার স্বাস্থ্যকর্মীদের পাওনা টাকা প্রদান করতে হবে । মোট আট দফা দাবিতে পৌরসভার গেটের সামনে চলে বিক্ষোভ। বিক্ষোভের খবর পেয়ে আসেন এগরা পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ও বর্তমান প্রশাসক শংকর বেরা ।

তিনি বিক্ষোভকারীদের সঙ্গে বসে বিষয়গুলো মিটিয়ে নেওয়ার আশ্বাস দেওয়ার পর বিক্ষোভ তুলে নেওয়া হয় । পৌরসভার এক কর্মী উত্তমকুমার দাস বলেন, "পাঁচ বছর ধরে পৌরসভার পৌর প্রধানের কাছে এই সমস্ত দাবিগুলি জানানো হয়েছিল । কিন্তু কোনওভাবেই কার্যকর করা হয়নি । উনি পৌরসভার পৌরপ্রধান থাকাকালীন বহু টাকা আত্মসাৎ করেছেন । এবং ঘুরপথে অবৈধভাবে টাকা জমিয়েছেন । আমি শংকর বেরার বিরুদ্ধে তদন্ত চাই । আর যদি আমি শংকর বেরার বিরুদ্ধে কারচুপি ও আত্মসাতের প্রমাণ দিতে না পারি তাহলে আমি চাকরি ছেড়ে দেব ।"

যদিও শংকর বেরা বলেন, "আমরা আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে নেব । কিন্তু আমার বিরুদ্ধে কারচুপি ও আত্মসাতের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন । যদি প্রমাণ থাকে তাহলে দিতে পারে ।"

আজ দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে । পরে প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে । আর এই দাবিগুলো অবিলম্বে না মানা হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে নামবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পৌরসভার অস্থায়ী কর্মীরা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.