ETV Bharat / state

দুর্ঘটনায় যুবতির মৃত্যু, ঘাতক ট্রাকে আগুন ধরাল জনতা - ট্রাকের ধাক্কায় কোলাঘাটে যুবতির মৃত্যু

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাস্তার দু'দিকে ইট ব্যবসায়ীরা বালি রাস্তার পাশে মজুত করে রাখে । যে কারণে রাস্তা পরিসরে ক্রমশ ছোট হয়ে গেছে । আর তাই নিত্যদিন দুর্ঘটনা ঘটছে । তাদের দাবি, পুলিশ ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ করুক ৷ তা না হলে এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে ।

teenage gire died in a road accident in Kolaghat
ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় জনতা
author img

By

Published : Dec 18, 2019, 12:22 PM IST

Updated : Dec 18, 2019, 2:20 PM IST

কোলাঘাট, 18 ডিসেম্বর : ট্রাকের ধাক্কায় যুবতির মৃত্যু ৷ কোলাঘাটের কাছে পদমপুর গ্রামের ঘটনা ৷ ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা ৷ ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ৷

মৃত যুবতির নাম মিতা মান্না (19) ৷ বাড়ি সাগরবার এলাকার বড়দানান গ্রামে ৷ দ্বাদশ শ্রেণির ছাত্রী মিতা সকালে টিউশন পড়তে গেছিলেন ৷ সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ সামনে থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক পিষে দেয় তাঁকে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ ক্ষিপ্ত জনতা ট্রাকটির পিছনে দৌড়ায় ৷ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থান থেকে কিছুটা দূরে ট্রাকটিকে রেখে পালিয়ে যায় চালক ও খালাসি ৷ এরপর ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় তমলুক জেলা হাসপাতালে ৷

দেখুন ভিডিয়ো...

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাস্তার দু'দিকে ইট ব্যবসায়ী বালি রাস্তার পাশে মজুত করে রাখে । যে কারণে রাস্তা পরিসরে ক্রমশ ছোট হয়ে গেছে । নিত্যদিন দুর্ঘটনা ঘটছে । তাঁদের দাবি, পুলিশ ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ করুক ৷ নয়তো এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে ।

কোলাঘাট থানার OC কাশীনাথ চৌধুরি জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে । ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে । চালক ও খালাসির খোঁজে তল্লাশি চলছে ।

কোলাঘাট, 18 ডিসেম্বর : ট্রাকের ধাক্কায় যুবতির মৃত্যু ৷ কোলাঘাটের কাছে পদমপুর গ্রামের ঘটনা ৷ ঘাতক ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত জনতা ৷ ঘটনাস্থানে পৌঁছেছে পুলিশ ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে ৷

মৃত যুবতির নাম মিতা মান্না (19) ৷ বাড়ি সাগরবার এলাকার বড়দানান গ্রামে ৷ দ্বাদশ শ্রেণির ছাত্রী মিতা সকালে টিউশন পড়তে গেছিলেন ৷ সেখান থেকে ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে ৷ সামনে থেকে আসা একটি বালি বোঝাই ট্রাক পিষে দেয় তাঁকে ৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় তাঁর ৷ ক্ষিপ্ত জনতা ট্রাকটির পিছনে দৌড়ায় ৷ পরিস্থিতি বেগতিক দেখে ঘটনাস্থান থেকে কিছুটা দূরে ট্রাকটিকে রেখে পালিয়ে যায় চালক ও খালাসি ৷ এরপর ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় কোলাঘাট থানার পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় তমলুক জেলা হাসপাতালে ৷

দেখুন ভিডিয়ো...

স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় রাস্তার দু'দিকে ইট ব্যবসায়ী বালি রাস্তার পাশে মজুত করে রাখে । যে কারণে রাস্তা পরিসরে ক্রমশ ছোট হয়ে গেছে । নিত্যদিন দুর্ঘটনা ঘটছে । তাঁদের দাবি, পুলিশ ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ করুক ৷ নয়তো এ ধরনের দুর্ঘটনা ঘটতেই থাকবে ।

কোলাঘাট থানার OC কাশীনাথ চৌধুরি জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে । ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে । চালক ও খালাসির খোঁজে তল্লাশি চলছে ।

Intro:কোলাঘাট,১৮ ডিসেম্বর: বেপরোয়া গতির ট্রাকের ধাক্কায় মৃত্যু হল স্কুলপড়ুয়া। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ালো কোলাঘাটের বড়দাবাড় থেকে ভোগপুর গামী রাস্তার পদমপুর গ্রামে। ঘাতক ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। পুলিশ জানিয়েছে মৃত ওই ছাত্রী সাগরবাড় অঞ্চলের বড়দানান গ্রামের বাসিন্দা। নাম মিতা মান্না (১৯)। কোলাঘাট থানার পুলিশ বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।Body:স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মিতা সকালে সাইকেলে করে সাগরবাড়ে বাড়ি থেকে কিছুটা দূরে টিউশন পড়তে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। সামনে থেকে আসা একটি দ্রুতগতির বালি বোঝাই ট্রাক তাঁকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মিতার। উত্তেজিত জনতা ট্রাকটির পিছু ধাওয়া করলে ঘটনাস্থানের কিছু দূরে ট্রাক থামিয়ে পালিয়ে যায় চালক ও খালাসী। আর তাতেই ক্ষিপ্ত স্থানীয় বাসিন্দারা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে ঘটনাস্থানে যায় কোলাঘাট থানার বিশাল পুলিশবাহিনী। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ মৃত ছাত্রীর দেহ উদ্ধার করেন সেই সঙ্গে জ্বলন্ত ট্রাকের আগুন নেভানো।


স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তা দুদিকেই কিছু ইমারতি ব্যবসায়ী তাদের বালি ও গুটি রাস্তার ওপরই মজুদ করে ব্যবসা চালান। যে কারণে রাস্তা ক্রমশ ছোট হয়ে গিয়েছে। আর তাই দিনে দিনে এই ধরনের দুর্ঘটনা লাগাতার ঘটছে। তাঁদের দাবি পুলিশ দ্রুত ওই ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিক। আর তা না হলে এ ধরনের দুর্ঘটনা লাগাতার ঘটতে থাকবে।Conclusion:কোলাঘাট থানার ওসি কাশীনাথ চৌধুরী জানিয়েছেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। চালক ও খালাসির খোঁজে তল্লাশি চলছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য তমলুক জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে।
Last Updated : Dec 18, 2019, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.