ETV Bharat / state

বিকল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছটি ইউনিট, রাজ্যে বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা - technical fault in kolaghat thermal power station

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের মোট ছ'টি ইউনিটের মধ্যে একটি ইউনিট আজ সকাল থেকে চলছিল । সেখান থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল রাজ্যজুড়ে । ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রের হাইভোল্টেজ ট্রান্সফরমারে তৈরি হয় চাপ । আর সেই চাপ সহ্য না করতে পেরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারটির গ্রেনেট ব্লাস্ট করে । বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বণ্টনের কাজ ৷

ছবি
author img

By

Published : Oct 25, 2019, 9:25 PM IST

কোলাঘাট, 25 অক্টোবর : সন্ধ্যায় কিছুক্ষণের জন্য অন্ধকারে ডুবল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও সংলগ্ন এলাকা ৷ ছ'টি ইউনিটের মধ্যে সকাল থেকে চালু ছিল মাত্র একটি ইউনিট ৷ একটি ইউনিটের উপর যাবতীয় চাপ পড়ায় ওভারলোড হয়ে ট্রান্সফর্মারের গ্রেনেট ব্লাস্ট করে ৷ এর জেরে সন্ধ্যা 6 টা 49 মিনিট নাগাদ অন্ধকারে ডুবে যায় কোলাঘাট ৷ যদিও আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলেই দাবি করা হয়েছে ৷

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের মোট ছ'টি ইউনিটের মধ্যে একটি ইউনিট আজ সকাল থেকে চলছিল । সেখান থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল রাজ্যজুড়ে । ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রের হাইভোল্টেজ ট্রান্সফরমারে তৈরি হয় চাপ । আর সেই চাপ সহ্য না করতে পেরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারটির গ্রেনেট ব্লাস্ট করে । বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বণ্টনের কাজ ৷

এই বিষয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারাল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, একটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ বণ্টনের জন্য ট্রান্সফরমারে ব্যাপক চাপ পড়ে৷ তাই গ্রেনেট ব্লাস্ট করে যায় । তড়িঘড়ি সেই ট্রান্সফরমার সরানো হয়েছে। আধ ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ বণ্টন ৷

তবে শুধুমাত্র একটিই ইউনিট কি কাজ করবে কালী পুজোয় ? যদি তা হয়, তাহলে যদি সেটি আজকের মতো ফের বিকল হয়ে যায়, তাহলে কী হবে, আশঙ্কাও থেকেই যাচ্ছে ৷

কোলাঘাট, 25 অক্টোবর : সন্ধ্যায় কিছুক্ষণের জন্য অন্ধকারে ডুবল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও সংলগ্ন এলাকা ৷ ছ'টি ইউনিটের মধ্যে সকাল থেকে চালু ছিল মাত্র একটি ইউনিট ৷ একটি ইউনিটের উপর যাবতীয় চাপ পড়ায় ওভারলোড হয়ে ট্রান্সফর্মারের গ্রেনেট ব্লাস্ট করে ৷ এর জেরে সন্ধ্যা 6 টা 49 মিনিট নাগাদ অন্ধকারে ডুবে যায় কোলাঘাট ৷ যদিও আপাতত পরিস্থিতি স্বাভাবিক বলেই দাবি করা হয়েছে ৷

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, কেন্দ্রের মোট ছ'টি ইউনিটের মধ্যে একটি ইউনিট আজ সকাল থেকে চলছিল । সেখান থেকেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল রাজ্যজুড়ে । ফলে তাপবিদ্যুৎ কেন্দ্রের হাইভোল্টেজ ট্রান্সফরমারে তৈরি হয় চাপ । আর সেই চাপ সহ্য না করতে পেরে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমারটির গ্রেনেট ব্লাস্ট করে । বন্ধ হয়ে যায় বিদ্যুৎ বণ্টনের কাজ ৷

এই বিষয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারাল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, একটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ বণ্টনের জন্য ট্রান্সফরমারে ব্যাপক চাপ পড়ে৷ তাই গ্রেনেট ব্লাস্ট করে যায় । তড়িঘড়ি সেই ট্রান্সফরমার সরানো হয়েছে। আধ ঘণ্টা বন্ধ থাকার পর ফের স্বাভাবিক হয়েছে বিদ্যুৎ বণ্টন ৷

তবে শুধুমাত্র একটিই ইউনিট কি কাজ করবে কালী পুজোয় ? যদি তা হয়, তাহলে যদি সেটি আজকের মতো ফের বিকল হয়ে যায়, তাহলে কী হবে, আশঙ্কাও থেকেই যাচ্ছে ৷

Intro:কোলাঘাট,২৫ অক্টোবর: পুরোপুরি অন্ধকারে ডুবল কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র ও তার সংলগ্ন এলাকা। তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্মলগ্নের পর এই প্রথম এ ধরনের ঘটনা ঘটলো। জানা গেছে এদিন সন্ধ্যা 06:49 নাগাদ তাপবিদ্যুৎ কেন্দ্রর পুরোপুর অন্ধকারে ঢেকে যায়।
Body:তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রের মোট পাঁচটি ইউনিট এর মধ্যে একটি ইউনিট আজ সকাল থেকেই চলছিল। আর সেই ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল রাজ্যজুড়ে। যে কারণে তাপবিদ্যুৎ কেন্দ্রের হাইভোল্টেজ ট্রান্সফরমারে যথেষ্ট চাপ তৈরি হয়। আর সেই চাপ সহ্য না করতে পেরে উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমারটি ব্লাস্ট করে। যে কারণেই বন্ধ হয়ে যায় তাপবিদ্যুৎকেন্দ্রের রাজ্যজুড়ে সমস্ত বিদ্যুৎ বন্টনের কাজ।
Conclusion:এ বিষয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার কৃষ্ণেন্দু চক্রবর্তী জানিয়েছেন, একটি ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ বন্টন করার কারণে ট্রান্সফরমারের ব্যাপক চাপ পড়ায় তা ব্লাস্ট করে। পরে যুদ্ধকালীন তৎপরতায় সেই ট্রান্সফর্মার সরানো হয়েছে। আধ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ বন্টন এর কাজ স্বাভাবিক হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.