ETV Bharat / state

পাঁশকুড়ায় টাস্কফোর্সের নজরদারির পরও দাম বাড়ল পেঁয়াজের

author img

By

Published : Dec 4, 2019, 10:37 PM IST

Updated : Dec 4, 2019, 11:19 PM IST

ঘণ্টাখানেক সেখানে তাঁরা থাকেন । সেই সময় পেঁয়াজের দাম 120 টাকা হলেও তাঁরা চলে যাওয়ার পর তা 140 টাকা হয়ে যায় বলে অভিযোগ ক্রেতাদের ।

Taskforce visit
পাঁশকুড়ায় টাস্কফোর্স নজরদারি

পাঁশকুড়া,4 ডিসেম্বর : রাজ্যজুড়ে পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় সবজির দাম আকাশছোঁয়া । প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম । সেই কারণে বাড়ছে দাম । আর সেই সুযোগ বুঝে সবজির কালোবাজারি শুরু করেছে কিছু ব্যবসায়ী । তা বন্ধ করতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পাঁশকুড়া সবজি বাজারে পূর্ব মেদিনীপুর জেলার গঠিত টাস্কফোর্সের দুই সদস্য হানা দেন । প্রায় ঘণ্টাখানেক সেখানে তাঁরা থাকেন । সেই সময় পেঁয়াজ সহ অন্য সবজির দাম কম থাকলেও তাঁরা চলে যাওয়ার পর ফের দাম বেড়ে যায় বলে অভিযোগ ক্রেতাদের ।

আজ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে সকাল 10.30 টা নাগাদ DIB ও CID বিভাগের দুই সদস্য পাঁশকুড়ার প্রতিটি আড়তে হানা দেন । হানার খবর পেয়েই বেশ কিছু আড়ৎদার তাঁদের দোকান বন্ধ করে পালিয়ে যান । পরে তাঁরা ফিরে এলে মজুত সমস্ত মালপত্রের রশিদ দেখা হয় । অনেক ব্যবসায়ীর রশিদে গরমিল দেখতে পান আধিকারিকরা । আজ তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও সমস্ত কাগজপত্রের সঠিক হিসাব রাখার নির্দেশ দেন তাঁরা । পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সবজি আড়ত থেকেই গোটা জেলা সহ রাজ্যের একাধিক বাজারে পাইকারি দামে সবজি সরবরাহ হয় । তাই এই বাজারের মূল্য নিয়ন্ত্রণ করলেই জেলায় সবজির দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে দাবি টাস্কফোর্সের আধিকারিকদের ।

এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার টাস্কফোর্সের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক এস আই বিশ্বজিৎ ভৌমিক বলেন, "সবজির দাম নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের নির্দেশে আজ পাঁশকুড়ার প্রতিটি আড়তে হানা দেওয়া হয়েছে । আড়ত ও খোলা বাজারের পিঁয়াজসহ সবজির দামের মধ্যে সামঞ্জস্য রয়েছে । আমরা প্রতিটি বাজারেই হানা দিচ্ছি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে লক্ষ্যে ।"

যদিও দামের সামঞ্জস্য মানতে নারাজ ক্রেতারা । শেখ সাজেমাল নামের এক ক্রেতার দাবি, "টাস্কফোর্সের তরফে বাজারে সর্বক্ষণের জন্য আধিকারিক মোতায়েন করা হোক । তবেই আমরা সঠিক মূল্যে জিনিসপত্র কিনতে পারব । আধিকারিকরা অভিযান চালানোর সময় পেঁয়াজ বিক্রি হয়েছে 120 টাকায় । ফিরে যেতেই সেই পিঁয়াজ আবার বিক্রি হচ্ছে 140 টাকায় । মূল্যবৃদ্ধির জেরে ভুগতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষদের ।"

পাঁশকুড়া,4 ডিসেম্বর : রাজ্যজুড়ে পেঁয়াজ ও নিত্য প্রয়োজনীয় সবজির দাম আকাশছোঁয়া । প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কম । সেই কারণে বাড়ছে দাম । আর সেই সুযোগ বুঝে সবজির কালোবাজারি শুরু করেছে কিছু ব্যবসায়ী । তা বন্ধ করতে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পাঁশকুড়া সবজি বাজারে পূর্ব মেদিনীপুর জেলার গঠিত টাস্কফোর্সের দুই সদস্য হানা দেন । প্রায় ঘণ্টাখানেক সেখানে তাঁরা থাকেন । সেই সময় পেঁয়াজ সহ অন্য সবজির দাম কম থাকলেও তাঁরা চলে যাওয়ার পর ফের দাম বেড়ে যায় বলে অভিযোগ ক্রেতাদের ।

আজ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে সকাল 10.30 টা নাগাদ DIB ও CID বিভাগের দুই সদস্য পাঁশকুড়ার প্রতিটি আড়তে হানা দেন । হানার খবর পেয়েই বেশ কিছু আড়ৎদার তাঁদের দোকান বন্ধ করে পালিয়ে যান । পরে তাঁরা ফিরে এলে মজুত সমস্ত মালপত্রের রশিদ দেখা হয় । অনেক ব্যবসায়ীর রশিদে গরমিল দেখতে পান আধিকারিকরা । আজ তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও সমস্ত কাগজপত্রের সঠিক হিসাব রাখার নির্দেশ দেন তাঁরা । পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সবজি আড়ত থেকেই গোটা জেলা সহ রাজ্যের একাধিক বাজারে পাইকারি দামে সবজি সরবরাহ হয় । তাই এই বাজারের মূল্য নিয়ন্ত্রণ করলেই জেলায় সবজির দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে দাবি টাস্কফোর্সের আধিকারিকদের ।

এ প্রসঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার টাস্কফোর্সের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক এস আই বিশ্বজিৎ ভৌমিক বলেন, "সবজির দাম নিয়ন্ত্রণের জন্য রাজ্য সরকারের নির্দেশে আজ পাঁশকুড়ার প্রতিটি আড়তে হানা দেওয়া হয়েছে । আড়ত ও খোলা বাজারের পিঁয়াজসহ সবজির দামের মধ্যে সামঞ্জস্য রয়েছে । আমরা প্রতিটি বাজারেই হানা দিচ্ছি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে লক্ষ্যে ।"

যদিও দামের সামঞ্জস্য মানতে নারাজ ক্রেতারা । শেখ সাজেমাল নামের এক ক্রেতার দাবি, "টাস্কফোর্সের তরফে বাজারে সর্বক্ষণের জন্য আধিকারিক মোতায়েন করা হোক । তবেই আমরা সঠিক মূল্যে জিনিসপত্র কিনতে পারব । আধিকারিকরা অভিযান চালানোর সময় পেঁয়াজ বিক্রি হয়েছে 120 টাকায় । ফিরে যেতেই সেই পিঁয়াজ আবার বিক্রি হচ্ছে 140 টাকায় । মূল্যবৃদ্ধির জেরে ভুগতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষদের ।"

Intro:পাঁশকুড়া,৪ ডিসেম্বর: রাজ্যজুড়ে পেঁয়াজ ও নিত্যপ্রয়োজনীয় সবজির দাম আকাশছোঁয়া। ফলে বাজারে গেলেই দুশ্চিন্তায় কপালে ভাঁজ পড়েছে রাজ্যবাসীর। ব্যবসায়ীদের দাবি প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বাজারে চাহিদার তুলনায় যোগান কম। আর যে কারণেই সমস্ত সবজিসহ পেঁয়াজের মূল্যবৃদ্ধি হয়েছে গোটা দেশসহ রাজ্যে। অভিযোগ সেই সুযোগ বুঝে কিছু ব্যবসায়ীরা করছেন সবজির কালোবাজারী। ফলে সবকিছুই বিক্রি হচ্ছে আরো চড়া দামে। রাজ্যে সবজির মূল্য নিয়ন্ত্রণের লক্ষ্যে ইতিমধ্যেই গঠিত হয়েছে টাস্কফোর্স। রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পাঁশকুড়া সবজি বাজারে পূর্ব মেদিনীপুর জেলার গঠিত টাস্কফোর্সের দুই সদস্য প্রায় ঘন্টা খানেক ধরে হানা দেন। অভিযোগ আধিকারিকরা যে সময়টুকুর জন্য বাজারে ছিলেন সেসময় পেঁয়াজসহ অন্যান্য সবজির দাম কমলেও চলে যাওয়ার পরে সমস্ত সবজি আবার আগের মত চড়া দামেই বিক্রি হচ্ছে।
Body:এদিন পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে সকাল ১০.৩০ ট নাগাদ ডিআইবি ও সিআইডি বিভাগের দুই সদস্য পাঁশকুড়ার প্রতিটি আড়তে হানা দেন। হানার খবর পেয়েই বেশকিছু আড়ৎদার তাঁদের দোকান বন্ধ করে পালিয়ে যান। পরে তাঁরা ফিরে এলে মজুত সমস্ত মালপত্রের রশিদ দেখা হয়। নজরদারি চালানো হয় রশিদে নথিভূক্ত মজুত মালের চেয়ে অতিরিক্ত মাল গোডাউনে রয়েছে কিনা। অনেক ব্যবসায়ীর রশিদের গরমিল দেখতে পান আধিকারিকরা। এদিন তাদের সতর্ক করে ছেড়ে দেওয়া হলেও সমস্ত কাগজপত্রের সঠিক হিসাব রাখার নির্দেশ দেন। পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার সবজি আড়ত থেকেই গোটা জেলা সহ রাজ্যের একাধিক বাজারে পাইকারি দামে সবজি সরবরাহ হয়। তাই এই বাজারের মূল্য নিয়ন্ত্রণ করলেই জেলায় সবজির দাম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে দাবি টাস্কফোর্সের আধিকারিকদের।Conclusion:পূর্ব মেদিনীপুর জেলার টাস্কফোর্সের দায়িত্ব প্রাপ্ত আধিকারিক এস আই বিশ্বজিৎ ভৌমিক বলেন, সবজির দাম নিয়ন্ত্রণের লক্ষ্যে রাজ্য সরকারের নির্দেশে আজ পাঁশকুড়ার প্রতিটি আড়তে হানা দেওয়া হয়েছে। আড়ত ও খোলা বাজারের পেঁয়াজসহ সবজির দামের মধ্যে সামঞ্জস্য রয়েছে। আমরা প্রতিটি বাজারেই হানা দিচ্ছি মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে লক্ষ্যে।


যদিও দামের সামঞ্জস্য মানতে নারাজ ক্রেতারা। তাঁদের অভিযোগ আধিকারিকরা যে সময়টুকুর জন্য বাজারে ছিলেন বাজারে সমস্ত কিছু কিছুটা হলেও সুবিধায় পাওয়া যাচ্ছিল। উনারা ফিরে যেতেই আবার দাম বেড়ে গিয়েছে‌। শেখ সাজেমাল নামের এক ক্রেতার দাবি টাস্কফোর্সের তরফে মার্কেটে সর্বক্ষণের জন্য আধিকারিক মোতায়েন করা হোক। তবেই আমরা সঠিক মূল্যে জিনিসপত্র কিনতে পারব। না হলে আমাদের কোন অসুবিধা হবে না। আধিকারিকরা অভিযান চালানোর সময় পেঁয়াজ বিক্রি হয়েছে ১২০টাকায়। ফিরে যেতেই সেই পেঁয়াজ আবার বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। মূল্যবৃদ্ধির জেরে ভুগতে হচ্ছে আমাদের মতো সাধারণ মানুষদের ।
Last Updated : Dec 4, 2019, 11:19 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.