ETV Bharat / state

তৃণমূলকে ফের 'ব্যক্তিগত সম্পত্তি' বলে কটাক্ষ শুভেন্দুর - তমলুকের হসপিটাল মোড়

তমলুকের সভা থেকে তৃণমূলকে ফের আক্রমণ করেন শুভেন্দু অধিকারী ৷ একে একে আক্রমণ করেন তৃণমূলের প্রত্যেক হেভিওয়েট নেতাকে ৷ তিনি বলেন,'যারা ক্রীতদাস হয়ে দাসত্ব করতে পারবেন তারা ওখানে থাকবেন' ৷ ' তৃণমূল এখন পরিণত হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ৷ '`

তমলুকের সভায় শুভেন্দু অধিকারী
তমলুকের সভায় শুভেন্দু অধিকারী
author img

By

Published : Jan 8, 2021, 7:20 AM IST

তমলুক,8 জানুয়ারি : গত বৃহস্পতিবার তমলুকের হসপিটাল মোড়ে আয়োজিত সভার প্রধান মুখ ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন ফের তমলুকের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন তিনি ৷ তিনি নাম না করে একে একে তুলোধনা করেন তৃণমূলের প্রত্যেককে ৷ বলেন, 'যাদের রাজনৈতিক স্বভিমান রয়েছে, যাদের আত্মসম্মান রয়েছে, তারা ওখানে থাকতে পারেন না ।'

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শুভেন্দুকে খোঁচা দিতে ছাড়েনি কোনও তৃণমূলের নেতার ৷ এদিন সভায় স্বাভাবিকভাবেই ক্ষোভ উগরে দেন তিনি ৷ বলেন, 'যারা ক্রীতদাস হয়ে দাসত্ব করতে পারবেন তারা ওখানে থাকবেন' ৷ তিনি আরও বলেন, ' তৃণমূল এখন পরিণত হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ৷ '

প্রসঙ্গত, গতকাল মধ্যরাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় শহিদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী । শ্রদ্ধাজ্ঞাপনের পর শুভেন্দুবাবু বলেন, "আমি ছিলাম ,আছি, থাকব । এখন সামনে নির্বাচন । তাই অনেকেই আসবে । ভোটের জন্য আসবে । তবে যারাই শ্রদ্ধা জানাতে আসবে তারা শ্রদ্ধা জানিয়ে যাক । তবে আমি এখানে কোনও দিনই রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি । অনেকেই বলেছিলেন, আমি নাকি শহিদ মিনারে ঢুকতেই পারব না । আমাদের রক্তচক্ষু দিয়ে রোখা যাবে না । শুভেন্দু অধিকারী ভয় পায় না ।"

তমলুক,8 জানুয়ারি : গত বৃহস্পতিবার তমলুকের হসপিটাল মোড়ে আয়োজিত সভার প্রধান মুখ ছিলেন সদ্য বিজেপিতে যোগ দেওয়া হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী ৷ এদিন ফের তমলুকের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করেন তিনি ৷ তিনি নাম না করে একে একে তুলোধনা করেন তৃণমূলের প্রত্যেককে ৷ বলেন, 'যাদের রাজনৈতিক স্বভিমান রয়েছে, যাদের আত্মসম্মান রয়েছে, তারা ওখানে থাকতে পারেন না ।'

বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে শুভেন্দুকে খোঁচা দিতে ছাড়েনি কোনও তৃণমূলের নেতার ৷ এদিন সভায় স্বাভাবিকভাবেই ক্ষোভ উগরে দেন তিনি ৷ বলেন, 'যারা ক্রীতদাস হয়ে দাসত্ব করতে পারবেন তারা ওখানে থাকবেন' ৷ তিনি আরও বলেন, ' তৃণমূল এখন পরিণত হয়েছে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ৷ '

প্রসঙ্গত, গতকাল মধ্যরাতে নন্দীগ্রামের সোনাচূড়ায় শহিদ বেদিতে শ্রদ্ধা জানিয়েছেন শুভেন্দু অধিকারী । শ্রদ্ধাজ্ঞাপনের পর শুভেন্দুবাবু বলেন, "আমি ছিলাম ,আছি, থাকব । এখন সামনে নির্বাচন । তাই অনেকেই আসবে । ভোটের জন্য আসবে । তবে যারাই শ্রদ্ধা জানাতে আসবে তারা শ্রদ্ধা জানিয়ে যাক । তবে আমি এখানে কোনও দিনই রাজনৈতিক পরিচয় নিয়ে আসিনি । অনেকেই বলেছিলেন, আমি নাকি শহিদ মিনারে ঢুকতেই পারব না । আমাদের রক্তচক্ষু দিয়ে রোখা যাবে না । শুভেন্দু অধিকারী ভয় পায় না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.