এগরা, 21 মার্চ : রাজ্যে একাধিক জায়গায় সানাতনী হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে । পারলে সময় করে 'দ্য কাশ্মীর ফাইলস' দেখুন। জগন্নাথ সরকার, দিলীপ সরকারের পর এবার রাজ্যের বিরোধী দলনেতার মুখে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত বহুল চর্চিচ ছবি দেখার বার্তা (Suvendu Adhikari urges people to watch The Kashmir Files) ৷ রবিবার পূর্ব মেদিনীপুরের এগরা বিধানসভার বাসুদেবপুরে বসন্ত উৎসব অনুষ্ঠানে গিয়ে 'দ্য কাশ্মীর ফাইলস' দেখার অনুরোধ করেন নন্দীগ্রামের বিধায়ক ৷
শুভেন্দুর সঙ্গে ছিলেন দক্ষিণ কাঁথির বিধায়ক অরূপ কুমার দাস, ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি-সহ কাঁথির সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি এবং আরও অনেকে ৷ এদিনের অনুষ্ঠানে বিরোধী দলনেতা বলেন, "পারলে কাশ্মীর ফাইলসটা দেখে আসবেন ৷ তিরিশ বছর আগে শ্রীনগরে হিন্দু পণ্ডিতদের উপরে কী অত্যাচারটা করা হয়েছে চোখে দেখে আসবেন ৷ তিরিশ বছর পর গিয়ে যাতে এমন ঘটনা না-ঘটে সেজন্য বিশ্বের সকল হিন্দুদের এক হতে হবে ৷"
আরও পড়ুন : প্রত্যেক ভারতীয়র এই ছবি দেখা উচিৎ, 'দ্য কাশ্মীর ফাইলস' দেখে বললেন দিলীপ
শুভেন্দু এদিন আরও বলেন, "হিন্দুদের জাগরণের সময় এসেছে | দেশকে আফগানিস্তান হতে দেবেন না। না হলে ইউক্রেনের মতন হবে । অর্থ উপার্জন করলেন, সোনা-দানা, ভালো বাড়ি বানালেন ৷ কিন্তু যদি দেশেই থাকতে না পারেন তাহলে কী করবেন সম্পত্তি নিয়ে ?"