ETV Bharat / state

Suvendu Adhikari: তৃণমূলের ফান্ডের 800 কোটি থেকে টাটাকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি শুভেন্দুর

author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 31, 2023, 8:23 PM IST

Suvendu Adhikari slams TMC: মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে প্রতিবাদ কর্মসূচি করে বিজেপি ৷ সেখানে উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সেখান থেকে একাধিক ইস্যুতে তিনি তোপ দাগেন তিনি ৷

Suvendu Adhikari
Suvendu Adhikari

তৃণমূলের ফান্ডের 800 কোটি থেকে টাটাকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি শুভেন্দুর

কোলাঘাট, 31 অক্টোবর: সিঙ্গুরে কারখানা না হওয়ায় টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনাল ৷ সেই ক্ষতিপূরণের টাকা তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল থেকে দেওয়ার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিজেপির তরফে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ সেখানেই এই দাবি করেন বিরোধী দলনেতা ৷

তিনি জানান, টাটাকে টাকা সাধারণ মানুষের কর থেকে দিলে হবে না ৷ এমন হলে বিধানসভার ভিতরে ও বাইরে বিরোধিতা করবে বিজেপি ৷ একই সঙ্গে শুভেন্দু অধিকারীর প্রস্তাব, তৃণমূলের দলীয় তহবিলে 800 কোটি টাকা রয়েছে ৷ সেই টাকা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে ৷

Suvendu Adhikari
কোলাঘাটে বিজেপির মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার৷

উল্লেখ্য, টাটাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের বিষয়টি সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে আসে ৷ প্রায় 766 কোটি টাকা রাজ্য সরকারকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে ৷ এছাড়া সুদও দিতে হবে৷ মামলার খরচ বাবদও এক কোটি টাকা দিতে হবে ৷ সব মিলিয়ে দেড় হাজার কোটি টাকারও বেশি দিতে হতে পারে রাজ্য সরকারকে ৷

কিন্তু এই নিয়ে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে রাজ্য়ের কাছে ৷ তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করতে পারে ৷ এই নিয়ে ইতিমধ্য়ে রাজ্যের তরফে আইনি পরামর্শ নেওয়াও শুরু হয়েছে ৷ এই নিয়ে বিরোধী দলনেতার বক্তব্য, ডিএ-র মতো উচ্চ আদালতে যাবে ৷ কিছু লাভ হবে না ।

প্রসঙ্গত, এ দিন উন্নয়নের দাবিতে মঙ্গলবার কোলাঘাটে প্রতিবাদ পদযাত্রায় সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কোলাঘাটের ব্রিজের সামনে থেকে পদযাত্রা শুরু হয় 2 কিমি অতিক্রম করে বিবেকানন্দ মোড়ে তা শেষ হয় । সেখানে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন ৷

Suvendu Adhikari
কোলাঘাটে বিজেপির মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার৷

তাঁর দাবি, তৃণমূল ফাঁকা হয়ে যাবে ৷ 70 জন চেয়ারম্যান ও 14 জন বিধায়ক সব জেলে যাবে পৌর-দুর্নীতিতে । বাংলায় বর্তমান সরকারের মন্ত্রী থেকে জনপ্রতিনিধিরা যেভাবে চুরির সঙ্গে যুক্ত, তা ইডি ও সিবিআই প্রকাশ্যে আনছে । শিক্ষা থেকে খাদ্য, প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতৃত্বদের যেভাবে ইডি ও সিবিআই হাতে গ্রেফতার হচ্ছে, তাতে বর্তমান সরকারের সমালোচনা বেড়ে চলেছে । সামনে 24-শে লোকসভা নির্বাচন । তাতে কতটা প্রভাব পড়বে, তা সময় বলবে ।

এছাড়া তিনি জানান যে আগামী 29 নভেম্বর কলকাতায় আবাস যোজনায় ঘর পাওয়া থেকে যোগ্য বঞ্চিতদের নিয়ে প্রতিবাদ হবে ৷ তাছাড়া তিনি নাম না করে রাজ্য়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীকে কটাক্ষ করেন ৷ বলেন, ‘‘এখানে একজন হাফ মন্ত্রী আছেন । তিনি শুধু ফিতা কাটেন এবং নিমন্ত্রণ বাড়িতে যান ৷ আর কিছু করেন না ।’’ এর পালটা মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন, ‘‘কিছু অভিযোগ পাচ্ছে না বলে এই সমস্ত কুৎসিত অভিযোগ করছে ।’’

আরও পড়ুন: সিঙ্গুর নিয়ে টাটাকে ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে আইনি পথে রাজ্য

তৃণমূলের ফান্ডের 800 কোটি থেকে টাটাকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি শুভেন্দুর

কোলাঘাট, 31 অক্টোবর: সিঙ্গুরে কারখানা না হওয়ায় টাটা গোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে আরবিট্রাল ট্রাইব্যুনাল ৷ সেই ক্ষতিপূরণের টাকা তৃণমূল কংগ্রেসের দলীয় তহবিল থেকে দেওয়ার দাবি তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ মঙ্গলবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে বিজেপির তরফে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয় ৷ সেখানেই এই দাবি করেন বিরোধী দলনেতা ৷

তিনি জানান, টাটাকে টাকা সাধারণ মানুষের কর থেকে দিলে হবে না ৷ এমন হলে বিধানসভার ভিতরে ও বাইরে বিরোধিতা করবে বিজেপি ৷ একই সঙ্গে শুভেন্দু অধিকারীর প্রস্তাব, তৃণমূলের দলীয় তহবিলে 800 কোটি টাকা রয়েছে ৷ সেই টাকা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে টাটাকে ক্ষতিপূরণ দিতে হবে ৷

Suvendu Adhikari
কোলাঘাটে বিজেপির মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার৷

উল্লেখ্য, টাটাকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশের বিষয়টি সোমবার সন্ধ্যায় প্রকাশ্যে আসে ৷ প্রায় 766 কোটি টাকা রাজ্য সরকারকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে ৷ এছাড়া সুদও দিতে হবে৷ মামলার খরচ বাবদও এক কোটি টাকা দিতে হবে ৷ সব মিলিয়ে দেড় হাজার কোটি টাকারও বেশি দিতে হতে পারে রাজ্য সরকারকে ৷

কিন্তু এই নিয়ে আদালতে যাওয়ার সুযোগ রয়েছে রাজ্য়ের কাছে ৷ তারা হাইকোর্টে বা সুপ্রিম কোর্টে এই নির্দেশের বিরুদ্ধে আবেদন করতে পারে ৷ এই নিয়ে ইতিমধ্য়ে রাজ্যের তরফে আইনি পরামর্শ নেওয়াও শুরু হয়েছে ৷ এই নিয়ে বিরোধী দলনেতার বক্তব্য, ডিএ-র মতো উচ্চ আদালতে যাবে ৷ কিছু লাভ হবে না ।

প্রসঙ্গত, এ দিন উন্নয়নের দাবিতে মঙ্গলবার কোলাঘাটে প্রতিবাদ পদযাত্রায় সামিল হন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । কোলাঘাটের ব্রিজের সামনে থেকে পদযাত্রা শুরু হয় 2 কিমি অতিক্রম করে বিবেকানন্দ মোড়ে তা শেষ হয় । সেখানে তিনি রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন ৷

Suvendu Adhikari
কোলাঘাটে বিজেপির মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ মঙ্গলবার৷

তাঁর দাবি, তৃণমূল ফাঁকা হয়ে যাবে ৷ 70 জন চেয়ারম্যান ও 14 জন বিধায়ক সব জেলে যাবে পৌর-দুর্নীতিতে । বাংলায় বর্তমান সরকারের মন্ত্রী থেকে জনপ্রতিনিধিরা যেভাবে চুরির সঙ্গে যুক্ত, তা ইডি ও সিবিআই প্রকাশ্যে আনছে । শিক্ষা থেকে খাদ্য, প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল নেতৃত্বদের যেভাবে ইডি ও সিবিআই হাতে গ্রেফতার হচ্ছে, তাতে বর্তমান সরকারের সমালোচনা বেড়ে চলেছে । সামনে 24-শে লোকসভা নির্বাচন । তাতে কতটা প্রভাব পড়বে, তা সময় বলবে ।

এছাড়া তিনি জানান যে আগামী 29 নভেম্বর কলকাতায় আবাস যোজনায় ঘর পাওয়া থেকে যোগ্য বঞ্চিতদের নিয়ে প্রতিবাদ হবে ৷ তাছাড়া তিনি নাম না করে রাজ্য়ের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মৎস্য প্রতিমন্ত্রী বিপ্লব রায় চৌধুরীকে কটাক্ষ করেন ৷ বলেন, ‘‘এখানে একজন হাফ মন্ত্রী আছেন । তিনি শুধু ফিতা কাটেন এবং নিমন্ত্রণ বাড়িতে যান ৷ আর কিছু করেন না ।’’ এর পালটা মন্ত্রী বিপ্লব রায় চৌধুরী বলেন, ‘‘কিছু অভিযোগ পাচ্ছে না বলে এই সমস্ত কুৎসিত অভিযোগ করছে ।’’

আরও পড়ুন: সিঙ্গুর নিয়ে টাটাকে ক্ষতিপূরণের রায়ের বিরুদ্ধে আইনি পথে রাজ্য

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.