বাজকুল, 27 মে : "আচার্য পরিবর্তন করা এত সহজ নয়, বিজেপি বিধায়করা সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করবে ।" বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার বাজকুলে কেন্দ্রীয় সরকারের এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে এমন কথাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Commented on State Government)।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, "রাজ্য সরকার রাজ্যের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসাবে রাজ্যপালকে নয়, মুখ্যমন্ত্রীকে রাখতে চায় । তা প্রস্তাবিত হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে ।"
আরও পড়ুন : দুর্নীতির মূলে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, রাজভবনে বিস্ফােরক শুভেন্দু অধিকারী
রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপির নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, "আচার্যের পদ পরিবর্তন ঘটানো এত সহজ নয় । রাজ্য সরকার চাইলেই তা করতে পারে না । বেশকিছু নিয়ম রয়েছে । বিজেপির বিধায়করা সর্বশক্তি দিয়ে তা প্রতিরোধ করবে । আর মমতার সব ইচ্ছে, সব সাধ আমরা পূরণ হতে দেব না ।"
তিনি আরও বলেন, "রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে যেভাবে নীচে নামিয়েছে, তা মিডিয়ায় টক শোয়ের মধ্য দিয়ে তুলে ধরতে হবে বেশি করে । এত শিক্ষিত যুবকের স্বপ্ন ধুলোয় মিশে যেতে পারে না । প্রাক্তন ও বর্তমান শিক্ষামন্ত্রীকে ঘণ্টার পর ঘণ্টা জেরা করছে সিবিআই । এর সঙ্গে অনেকেই জড়িত । তা সময়ে প্রকাশ্যে আসবে ।"