নন্দীগ্রাম, 27 অগস্ট: দত্তপুকুর বাজি কারখানা বিস্ফোরণ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকেই নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম দুই নম্বর ব্লকের রেয়াপাড়ায় বিধায়ক কার্যালয়ে প্রধানমন্ত্রীর 'মন কি বাত' অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক শুভেন্দু অধিকারী। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাজি বিস্ফোরণ নিয়ে সরকার এবং প্রশাসনের উদ্দেশে একের পর এক তীর্যক মন্তব্য ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, গোটা রাজ্যের পরিস্থিতিই এখন এমন ৷ আর মুখ্যমন্ত্রী চোরদের রক্ষা করতে ব্যস্ত রয়েছেন ৷
বারাসাতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা নিয়ে এদিন শুভেন্দু অধিকারী বলেন, "এগরায় ভানু বাগের বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে 15 দিন পর হেলিকপ্টারে চড়ে ভানু বাগের শ্রাদ্ধ অনুষ্ঠানে এসে অনেক বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবের নেতৃত্বে কমিটি হয়েছে, জেলা শাসকরা জায়গা দেখছে, এসওপি তৈরি হচ্ছে এসব পাবলিসিটি ছাড়া আর অন্য কিছু নয়।" এরপরই শুভেন্দু বলেন, "মুখ্যমন্ত্রীর এসব বিষয়ে নজর নেই। তাঁর নজর শুধু কী করে চোরদেরকে বাঁচানো যায়। তার পরিবারের যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তাদের কী করে বাঁচানো যায়। ইমাম মোয়াজ্জিমদের সঙ্গে মিটিং করে সাম্প্রদায়িক কার্ড খেলা, খেলা-মেলায় যথেচ্ছ অর্থ ব্যয় করে মানুষকে সাময়িকভাবে ভুলিয়ে রাখা এইসব কাজে তিনি ব্যস্ত।"
উল্লেখ্য, এদিন সকালেই দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয় ৷ এগড়া বিস্ফোরণের মতোই এদিক ওদিক দেহাংশ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় ৷ দত্তপুকুরের ইচ্ছাপুর-নীলগঞ্জ পঞ্চায়েতের মোচপোল এলাকায় বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে মৃত মহিলা-সহ কমপক্ষে ছয় ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে প্রশাসন সূত্রে ৷
আরও পড়ুন: দত্তপুকুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, এদিক ওদিক ছিটকে দেহাংশ! মৃতের সংখ্যা ঘিরে সংশয়
অন্যদিকে, এদিন লিপস অ্যান্ড বাউন্স সংস্থার দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন শুভেন্দু ৷ তিনি বলেন, "মমতা বন্দ্যোপাধ্য়ায় প্রথম মুখ্যমন্ত্রী হওয়ার পর এই কোম্পানিতে তাঁর পরিবারে বিভিন্নভাবে অবৈধ অর্থ এসেছে। বৈদিক ভিলেজ এর মালিক তিনি দেড় কোটি টাকা ট্রান্সফার করেন 2012 সালে। এ তথ্য সকলের সামনে আছে। এই কোম্পানিকে সামনে রেখে মুখ্যমন্ত্রীর পরিবার সরাসরি দুর্নীতির সাথে যুক্ত। কোটি কোটি টাকা কামিয়েছেন ৷"