ETV Bharat / state

Suvendu Adhikari : জনগণের ট্যাক্সের টাকায় বিলাসবহুল জীবনযাপন মমতা-অভিষেকের, আক্রমণ শুভেন্দুর - মমতা বন্দ্যোপাধ্যা

সাধারণ মানুষের ট্যাক্সের টাকায় বিলাসবহুল জীবনযাপন করছেন অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কে (Abhishek Banerjee) আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷

মমতা-অভিষেককে আক্রমণ শুভেন্দুর
মমতা-অভিষেককে আক্রমণ শুভেন্দুর
author img

By

Published : Nov 12, 2021, 3:06 PM IST

Updated : Nov 12, 2021, 4:41 PM IST

কাঁথি, 12 নভেম্বর : পেট্রোপণ্যের ওপর রাজ্য সরকারি ট্যাক্স ছাড়ের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিজেপি । তারপর তমলুক হসপিটাল মোড়ে একটি পথসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

তিনি বলেন, "জনগণের ট্যাক্সের টাকায় আগের বছরে 6 কোটি টাকা ব্যয় করে প্লেন চড়তেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো । এখন মাসে ছত্রিশ কোটি টাকা ব্যয় করে দশ সিটার প্লেন ভাড়া নিয়েছে ত্রিপুরা আর গোয়া দখল করার লক্ষ্যে ছুটছেন । আর তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী ? এরাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ভাতা নির্ভর রাজ্য, নির্ভরশীল বাংলা, দু-টাকার চাল নাও, ভাতা নাও, ঠেলা নাও, মায়েদের পাঁচশো টাকা দিতে পারব ৷ কিন্তু এসএসসি দিয়ে তোমার ছেলেকে চাকরি দিতে পারব না । এই হচ্ছে রাজ্য সরকারের জনগণের প্রতি ভালবাসা ।"

মমতা-অভিষেককে আক্রমণ শুভেন্দুর

গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় গালিগালাজ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে কিছু চামচাদের জেলায় পাঠিয়ে দেন । এবং এই জেলাতেও কিছু চামচা রয়েছে । যারা এই ধরনের ভাষা ব্যবহার করে । এরা প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্কুলে তৈরি । যত গালিগালাজ করবে, তত এদের প্রমোশন হবে । এরা মাধ্যমিক পাস করেনি । কয়েকটা পত্রিকা এবং চ্যানেল চালিয়েছে ৷ এই সমস্ত লোকদের নেতা বানিয়ে দিয়েছে । এরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর । মাঝে মাঝে পাঠিয়ে দেন এখানে নোংরা ভাষায় গালিগালাজ করতে । তৃণমূল এদের ভাইপোর পাঠশালায় পাড়ায় । যারা নোংরা কথা বেশি বলতে পারবে, তাদের নম্বর বাড়বে । পুলিশদের তোলা তোলার লাইসেন্স পাবে ।"

আরও পড়ুন : Union Home Secretary : শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, বিএসএফের পরিসর বৃদ্ধিই মূল আলোচ্য

কাঁথি, 12 নভেম্বর : পেট্রোপণ্যের ওপর রাজ্য সরকারি ট্যাক্স ছাড়ের দাবিতে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক শহরের মানিকতলা থেকে হাসপাতাল মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে বিজেপি । তারপর তমলুক হসপিটাল মোড়ে একটি পথসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) তীব্র আক্রমণ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ।

তিনি বলেন, "জনগণের ট্যাক্সের টাকায় আগের বছরে 6 কোটি টাকা ব্যয় করে প্লেন চড়তেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর ভাইপো । এখন মাসে ছত্রিশ কোটি টাকা ব্যয় করে দশ সিটার প্লেন ভাড়া নিয়েছে ত্রিপুরা আর গোয়া দখল করার লক্ষ্যে ছুটছেন । আর তিনি হবেন দেশের প্রধানমন্ত্রী ? এরাজ্যের মুখ্যমন্ত্রী বলেন, ভাতা নির্ভর রাজ্য, নির্ভরশীল বাংলা, দু-টাকার চাল নাও, ভাতা নাও, ঠেলা নাও, মায়েদের পাঁচশো টাকা দিতে পারব ৷ কিন্তু এসএসসি দিয়ে তোমার ছেলেকে চাকরি দিতে পারব না । এই হচ্ছে রাজ্য সরকারের জনগণের প্রতি ভালবাসা ।"

মমতা-অভিষেককে আক্রমণ শুভেন্দুর

গতকাল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে চাঁচাছোলা ভাষায় গালিগালাজ করেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ । তার পরিপ্রেক্ষিতে শুভেন্দু অধিকারী বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মাঝে কিছু চামচাদের জেলায় পাঠিয়ে দেন । এবং এই জেলাতেও কিছু চামচা রয়েছে । যারা এই ধরনের ভাষা ব্যবহার করে । এরা প্রত্যেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্কুলে তৈরি । যত গালিগালাজ করবে, তত এদের প্রমোশন হবে । এরা মাধ্যমিক পাস করেনি । কয়েকটা পত্রিকা এবং চ্যানেল চালিয়েছে ৷ এই সমস্ত লোকদের নেতা বানিয়ে দিয়েছে । এরা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের চাকর । মাঝে মাঝে পাঠিয়ে দেন এখানে নোংরা ভাষায় গালিগালাজ করতে । তৃণমূল এদের ভাইপোর পাঠশালায় পাড়ায় । যারা নোংরা কথা বেশি বলতে পারবে, তাদের নম্বর বাড়বে । পুলিশদের তোলা তোলার লাইসেন্স পাবে ।"

আরও পড়ুন : Union Home Secretary : শুরু হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের বৈঠক, বিএসএফের পরিসর বৃদ্ধিই মূল আলোচ্য

Last Updated : Nov 12, 2021, 4:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.