হলদিয়া, 16 ডিসেম্বর: লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসছে ৷ তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে নির্বাচনী প্রচারে জেলায় আসুন, এটা ইচ্ছে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ৷ শুক্রবার হলদিয়ার হেলিপ্যাড ময়দানে বিজেপির জনসভা থেকে তিনি বলেন, "দল চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ৷ আমাদের সকলের ইচ্ছে, তিনি এখানে আসুন ৷" এর আগে পেট্রোলিয়াম দফতরের অনুষ্ঠানে তিনি হলদিয়ায় এসেছিলেন বলে জানান বিজেপি বিধায়ক ৷ 2019 সালের লোকসভা নির্বাচনের আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচনী প্রচারে কাঁথিতে এসেছিলেন ৷
এদিন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র সামন্তের জন্মদিবস উপলক্ষে একটি জনসভার আয়োজন করা হয় সেখানে ৷ সেই সভায় যোগ দিয়ে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী এই কথা বলেন ৷ এদিন বীর বিপ্লবী তথা তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রথম সর্বাধিনায়ক সতীশচন্দ্র সামন্তের জন্মদিন পালন করা হয় ৷ এই সভামঞ্চ থেকে রাজ্যের শাসকদল তৃণমূলকে আক্রমণ করার পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়কে 'চোর' বলে আক্রমণ করেন তিনি ৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রসঙ্গে শুভেন্দু এদিন বলেন, "তিনি এসেছিলেন এবং আশীর্বাদ করেছেন ৷ তাই আমরা হলদিয়া এবং পাশের নন্দীগ্রাম আসন জিতেছি ৷ মহিষাদল মাত্র 2 হাজার 100 ভোটে আমরা হেরেছি ৷ মোদিজি শেষ প্রচারে কাঁথিতে এসেছিলেন ৷ সেই জন্যে দক্ষিণ কাঁথি, উত্তর কাঁথি, খেজুরি, ভগবানপুর- চারটি আসন বিজেপি জিতেছে ৷ লোকসভা ভোটের প্রার্থীর নাম ঘোষণা হয়ে গেলে মোদিজিকে গোটা দেশ ঘুরতে হবে ৷ আমরা, বিজেপি কর্মীরা আমাদের দলকে বলব ৷ মোদিজি হ্যায় তো মুমকিন হ্যায় ৷ আমরা চাই, মোদিজি এখানে একবার আসুন ৷ ঘাটাল, কাঁথি, তমলুক এবং পাশে আরামবাগ- এই চারটি আসনে তাঁর চরণ স্পর্শ হলেই আমরা দিল্লিতে কমল ছাপের লোকেদের জিতিয়ে পাঠিয়ে দেব ৷"
পাশাপাশি শুভেন্দু অধিকারী জানান, আগামী 20 ডিসেম্বর বিধানসভায় সম্ভবত ফের কর্মসূচি থাকছে ৷ তাঁর নেতৃত্বে বিজেপি বিধায়করা রাজ্য সরকারের বিরুদ্ধে আরও তীব্র বিরোধিতা করবেন ৷ এদিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, "আগামী 20 ডিসেম্বর বিধানসভা থেকে মমতাকে তাড়াব ৷ আপনারা দেখে নেবেন ৷"
আগামী 24 ডিসেম্বর কলকাতা যাওয়ার আহ্বান দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক লক্ষ মানুষ গীতা পাঠ করবেন ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও শঙ্করাচার্য সেখােনে উপস্থিত থাকবেন ৷ সেই অনুষ্ঠানে সাধারণ মানুষকেও সমবেত হওয়ার আহ্বান জানানো হয়েছে ৷ জেলা থেকে বিজেপি কর্মী-সমর্থকদের বাসে ট্রেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি ৷
আরও পড়ুন: