ETV Bharat / state

সোমে বিধানসভায় বিজয়োল্লাস বিজেপির, তিন রাজ্যে জয় উদযাপনে হবে মিষ্টি বিতরণ: শুভেন্দু - বিধানসভায় বিজয়োল্লাস

Suvendu Adhikari: তিন রাজ্যে গেরুয়া ঝড়ের উদযাপনে সোমবার বিধানসভায় বিজয়োল্লাস করবেন বিজেপি বিধায়করা ৷ করা হবে মিষ্টি বিতরণও ৷ কাঁথিতে জানালেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 5:05 PM IST

Updated : Dec 3, 2023, 11:01 PM IST

কাঁথিতে শুভেন্দু অধিকারী

কাঁথি, 3 ডিসেম্বর: আর কয়েক মাসের মধ্যেই লোকসভার ভোট রয়েছে । আর তার আগে চারটি রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা হল আজ । মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় । চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই গেরুয়া ঝড় । আর বিজেপির এই জয়ের সাফল্যে উল্লসিত রাজ্যের বিজেপি কর্মীরা । এই আনন্দে আগামিকাল অর্থাৎ সোমবার বিধানসভায় বিজেপি বিধায়করা বিজয়োল্লাস করবে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ হবে মিষ্টি বিতরণও ৷

রবিবার রাজ্যের বিরোধী দলনেতা কাঁথির একটি হোটেলে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন । তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথমে মোদি মোদি বলে স্লোগান দিতে থাকেন । লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ব্যাপক সফল হবে বলে দাবি করেন শুভেন্দু । শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন, "পিসি আর ভাইপো লাফাচ্ছে, এ বার ধ্বংস হয়ে যাবে । গোটা পশ্চিমবঙ্গের মানুষ মোদির সঙ্গে রয়েছেন ৷"

বিরোধী দলনেতা এ দিন জানান যে, আজ এবং কাল গোটা রাজ্যে মোদি মোদি জয়ের স্লোগান দেওয়া হবে এবং আগামিকাল বিধানসভাতে বিজেপি বিধায়করা বিজয়োল্লাস করবেন ৷ সেইসঙ্গে রাস্তার পাশেও লাড্ডু বিতরণ করবেন বিজেপির বিধায়করা । তিনি আরও বলেন, "আমরা তিনটে রাজ্যে শুধু জেতা নয়, তেলেঙ্গানাতেও আমাদের ভালো ফল হয়েছে ৷ পশ্চিমবঙ্গেও ফল ভালো হবে । আর এই সরকার 26 সাল পর্যন্ত টিকবে না। এবং যেভাবে সাধারণ মানুষ বিজেপি কর্মীদের ম্যান্ডেট দেবে, এই চোর সরকার অচিরেই বিদায় হবে । বিরোধীরা এই ভোটকে সেমিফাইনাল বললেও মোদির ভোট সম্পূর্ণ আলাদা হবে ।"

এ দিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেছেন, "আমি মমতাকে বলব কালো শাড়ি পরে (বিধানসভায়) যেতে এবং মুখে আলকাতরা মেখে যেতে । আমি ছত্তিশগড়ে বাঙালি ভোটারদের জন্য প্রচারে গিয়েছিলাম ৷ সেখানে অভূতপূর্ব সাফল্য পেয়েছি ৷" ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং তাঁকে ফোনে ধন্যবাদ জানান বলে জানান শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "ত্রিপুরাতেও আমি দেখেছি, যেখানে বাঙালিরা এগিয়ে এসে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছেন । তেমনই এই রাজ্যেও বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে ।"

আরও পড়ুন:

  1. মোদির নেতৃত্বকে সমর্থন আর কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ: বিজেপি
  2. তিন রাজ্যে ভরাডুবি কংগ্রেসের, 'ইন্ডিয়া'র বৈঠকের আগেই হাত শিবিরের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল
  3. তিন রাজ্যেই মোদি 'ফ্যাক্টর', তেলেঙ্গানায় এবার 'হাত'! দেখুন সরাসরি

কাঁথিতে শুভেন্দু অধিকারী

কাঁথি, 3 ডিসেম্বর: আর কয়েক মাসের মধ্যেই লোকসভার ভোট রয়েছে । আর তার আগে চারটি রাজ্যের নির্বাচনের ফলাফল ঘোষণা হল আজ । মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড় ও তেলেঙ্গানায় । চার রাজ্যের মধ্যে তিন রাজ্যেই গেরুয়া ঝড় । আর বিজেপির এই জয়ের সাফল্যে উল্লসিত রাজ্যের বিজেপি কর্মীরা । এই আনন্দে আগামিকাল অর্থাৎ সোমবার বিধানসভায় বিজেপি বিধায়করা বিজয়োল্লাস করবে বলে জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ হবে মিষ্টি বিতরণও ৷

রবিবার রাজ্যের বিরোধী দলনেতা কাঁথির একটি হোটেলে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন । তারপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রথমে মোদি মোদি বলে স্লোগান দিতে থাকেন । লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে বিজেপি ব্যাপক সফল হবে বলে দাবি করেন শুভেন্দু । শাসকদলকে কটাক্ষ করে তিনি বলেন, "পিসি আর ভাইপো লাফাচ্ছে, এ বার ধ্বংস হয়ে যাবে । গোটা পশ্চিমবঙ্গের মানুষ মোদির সঙ্গে রয়েছেন ৷"

বিরোধী দলনেতা এ দিন জানান যে, আজ এবং কাল গোটা রাজ্যে মোদি মোদি জয়ের স্লোগান দেওয়া হবে এবং আগামিকাল বিধানসভাতে বিজেপি বিধায়করা বিজয়োল্লাস করবেন ৷ সেইসঙ্গে রাস্তার পাশেও লাড্ডু বিতরণ করবেন বিজেপির বিধায়করা । তিনি আরও বলেন, "আমরা তিনটে রাজ্যে শুধু জেতা নয়, তেলেঙ্গানাতেও আমাদের ভালো ফল হয়েছে ৷ পশ্চিমবঙ্গেও ফল ভালো হবে । আর এই সরকার 26 সাল পর্যন্ত টিকবে না। এবং যেভাবে সাধারণ মানুষ বিজেপি কর্মীদের ম্যান্ডেট দেবে, এই চোর সরকার অচিরেই বিদায় হবে । বিরোধীরা এই ভোটকে সেমিফাইনাল বললেও মোদির ভোট সম্পূর্ণ আলাদা হবে ।"

এ দিন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে শুভেন্দু বলেছেন, "আমি মমতাকে বলব কালো শাড়ি পরে (বিধানসভায়) যেতে এবং মুখে আলকাতরা মেখে যেতে । আমি ছত্তিশগড়ে বাঙালি ভোটারদের জন্য প্রচারে গিয়েছিলাম ৷ সেখানে অভূতপূর্ব সাফল্য পেয়েছি ৷" ছত্তিশগড়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী রমন সিং তাঁকে ফোনে ধন্যবাদ জানান বলে জানান শুভেন্দু অধিকারী । তিনি বলেন, "ত্রিপুরাতেও আমি দেখেছি, যেখানে বাঙালিরা এগিয়ে এসে বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছেন । তেমনই এই রাজ্যেও বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে ।"

আরও পড়ুন:

  1. মোদির নেতৃত্বকে সমর্থন আর কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতিকে প্রত্যাখ্যান করেছে মানুষ: বিজেপি
  2. তিন রাজ্যে ভরাডুবি কংগ্রেসের, 'ইন্ডিয়া'র বৈঠকের আগেই হাত শিবিরের উপর চাপ বাড়াচ্ছে তৃণমূল
  3. তিন রাজ্যেই মোদি 'ফ্যাক্টর', তেলেঙ্গানায় এবার 'হাত'! দেখুন সরাসরি
Last Updated : Dec 3, 2023, 11:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.