ETV Bharat / state

Suvendu Adhikari: খেজুরিতে সভা বাতিল শুভেন্দুর, আদালতে যাওয়ার হুঁশিয়ারি বিরোধী দলনেতার - খেজুরিতে শুভেন্দুর সভা বাতিল

শনিবার পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভা হওয়ার কথা থাকলেও পুলিশের অনুমতি না মেলায় তা বাতিল হয় ৷ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিরোধী দলনেতা ৷

ETV Bharat
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Aug 19, 2023, 8:31 PM IST

Updated : Aug 19, 2023, 9:17 PM IST

খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভা বাতিল

খেজুরি, 19 অগস্ট: পুলিশের অনুমতি না-পেয়ে সভা বাতিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শনিবার খেজুরির আলিপুর বাজারে শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল । কিন্তু ওই এলাকায় 144 ধারা জারি হওয়ার কারণে তিনি সভা বাতিল করেন ৷ হাইকোর্টের নির্দেশ নিয়ে পরে সভা করার কথা জানিয়েছেন তিনি ।

এদিন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার খেজুরি-2 নম্বর ব্লকের বোগা থেকে নিজ কসবা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে । এদিন বিজেপি নেতা গোপাল মাইতির বাড়িতে যান শুভেন্দু এবং তাঁর সঙ্গে দেখা করেন । গোপাল মাইতি খেজুরির বিজেপি নেতা । খেজুরি-2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দিন তিনি আক্রান্ত হয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। বর্তমানে তিনি খেজুরি দক্ষিণ বোগার বাড়িতে রয়েছেন ।

আরও পড়ুন: ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপি-তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ

এই বিজেপি নেতার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "আমাকে এরা ভয় পেয়েছে । তাই 144 ধারা জারি করেছে । আমি কথা দিয়ে যাচ্ছি আগামী সোমবার হাইকোর্টে মামলা হবে । হাইকোর্টের অনুমতি নিয়েই আগামী শনিবার আলিপুর বাজারেই সভা করব ।" তারপর তিনি আরও বলেন, "এই এলাকায় বিজেপি জিতেছে । এখানে পুলিশের মদতে তৃণমূলের লোকেরা গণ্ডগোল করছে । আজকে আমাদের কর্মসূচি ছিল, আলিপুর বাজারে প্রতিবাদ সভা করব । তৃণমূলের কয়লা বালি গরু বিক্রির অনেক টাকা আছে । সেই টাকা দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির দু'জনকে কিনেছে । দু'জনকে কেনার পরও পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে আমরা মেজরিটিতে আছি । আমাদের সাতজন সদস্য আছে । তিনজন প্রধান আছে । এমপি, এমএলএ মিলে আমরা 13 জন আছি ।" এদিন ফের পুলিশের ভূমিকার বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী ৷

খেজুরিতে শুভেন্দু অধিকারীর সভা বাতিল

খেজুরি, 19 অগস্ট: পুলিশের অনুমতি না-পেয়ে সভা বাতিল করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । শনিবার খেজুরির আলিপুর বাজারে শুভেন্দু অধিকারীর সভা করার কথা ছিল । কিন্তু ওই এলাকায় 144 ধারা জারি হওয়ার কারণে তিনি সভা বাতিল করেন ৷ হাইকোর্টের নির্দেশ নিয়ে পরে সভা করার কথা জানিয়েছেন তিনি ।

এদিন পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভার খেজুরি-2 নম্বর ব্লকের বোগা থেকে নিজ কসবা পর্যন্ত 144 ধারা জারি করা হয়েছে । এদিন বিজেপি নেতা গোপাল মাইতির বাড়িতে যান শুভেন্দু এবং তাঁর সঙ্গে দেখা করেন । গোপাল মাইতি খেজুরির বিজেপি নেতা । খেজুরি-2 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির বোর্ড গঠনের দিন তিনি আক্রান্ত হয়েছিলেন। গুরুতর আহত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। বর্তমানে তিনি খেজুরি দক্ষিণ বোগার বাড়িতে রয়েছেন ।

আরও পড়ুন: ধূপগুড়ি উপ-নির্বাচনে বিজেপি-তৃণমূলের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ

এই বিজেপি নেতার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, "আমাকে এরা ভয় পেয়েছে । তাই 144 ধারা জারি করেছে । আমি কথা দিয়ে যাচ্ছি আগামী সোমবার হাইকোর্টে মামলা হবে । হাইকোর্টের অনুমতি নিয়েই আগামী শনিবার আলিপুর বাজারেই সভা করব ।" তারপর তিনি আরও বলেন, "এই এলাকায় বিজেপি জিতেছে । এখানে পুলিশের মদতে তৃণমূলের লোকেরা গণ্ডগোল করছে । আজকে আমাদের কর্মসূচি ছিল, আলিপুর বাজারে প্রতিবাদ সভা করব । তৃণমূলের কয়লা বালি গরু বিক্রির অনেক টাকা আছে । সেই টাকা দিয়ে আমাদের পঞ্চায়েত সমিতির দু'জনকে কিনেছে । দু'জনকে কেনার পরও পঞ্চায়েত সমিতির স্থায়ী সমিতি গঠনে আমরা মেজরিটিতে আছি । আমাদের সাতজন সদস্য আছে । তিনজন প্রধান আছে । এমপি, এমএলএ মিলে আমরা 13 জন আছি ।" এদিন ফের পুলিশের ভূমিকার বিরুদ্ধে সরব হন শুভেন্দু অধিকারী ৷

Last Updated : Aug 19, 2023, 9:17 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.