ETV Bharat / state

Suvendu Adhikari: নেহরু-জিন্নাহ প্রধানমন্ত্রী হতে চাওয়ায় দেশ ভাগ হয়েছিল, এবার 26 ভাগ হবে; 'ইন্ডিয়া'কে কটাক্ষ শুভেন্দুর - ইন্ডিয়াকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Needles INDIA Coalition: নেহরু ও জিন্নাহ প্রধানমন্ত্রী হতে চাওয়ায় দেশ দুই ভাগ হয়েছিল ৷ আর এ বার 26টি ভাগ হবে ৷ বিরোধী জোট ইন্ডিয়াকে কটাক্ষ করে এ কথা বলেন শুভেন্দু অধিকারী ৷

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By ETV Bharat Bangla Team

Published : Sep 4, 2023, 8:05 PM IST

Updated : Sep 4, 2023, 10:40 PM IST

কাঁথি, 4 সেপ্টেম্বর: এখন প্রধানমন্ত্রীর দাবিদার 26 জন ৷ নেহরু ও জিন্নাহ দুজনেই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে দেশ দুই ভাগ হয়েছিল ৷ আর এ বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশকে 26 টুকরো করা হবে ৷ বিরোধী জোট ইন্ডিয়াকে তীব্র কটাক্ষ করে এ কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির নতুন জেলা পার্টি অফিসের উদ্বোধন করে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, "কেন্দ্রে এখন 26 জন প্রধানমন্ত্রীর দাবিদার রয়েছেন । আগে দুইজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, জহরলাল নেহেরু ও মহম্মদ আলি জিন্নাহ । তাতে দেশ দুই ভাগ হয়েছিল । সে সময় দুজন প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার থাকায় ভারত বিভক্ত হয়েছে । আমরা কী বুদ্ধু নাকি ! দেশকে 26 টুকরো করে দেবে এরা প্রধানমন্ত্রী করার জন্য ।"

শুভেন্দুর কটাক্ষ, "এদের কে প্রধানমন্ত্রী হবে ? ফোরজি না থ্রিজি না টুজি ! ফোরজি হলে রাহুল গান্ধি হবেন । জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, রাহুল গান্ধি । থ্রিজি হলে ফারুক আব্দুল্লাহ হবেন । শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ । থ্রিজি হলে স্তালিন হবেন । করুণানিধি, স্তালিন, উদয়নিধি । আর টুজি যদি হয় তবে, মমতা ব্যানার্জি হবে ভাইপো হবে ৷"

এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিসির প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে শুভেন্দু বলেন, "আমাদের মূলত দুটো দাবি ছিল ৷ রাজ্যপাল মহোদয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করুন । ইউজিসি টিম আসুক ৷ তারা এসে বিষয়টি খতিয়ে দেখুক এবং ব্যবস্থা নিক । সেই দাবি অনুযায়ী ইউজিসি এসেছে ৷ আমরা চাইব কলেজের মধ্যে উৎশৃঙ্খলতা বন্ধ হোক ।"

আরও পড়ুন: সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য সমর্থন করলেন না মমতা

মুখ্যমন্ত্রীর সমালোচনা করে এ দিন শুভেন্দু বলেছেন, "মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করেন । তাঁর দরকার 45 পার্সেন্ট ভোট । তাই তিনি সব ইমাম ও মোয়াজ্জিমদের ভাতা দেন । কিন্তু সব পুরোহিতদের ভাতা দেননি ।"

প্রসঙ্গত, কাঁথি শহরে একেবারে শুভেন্দু অধিকারীর শান্তি কুঞ্জের ঢিল ছোড়া দূরত্বে একটি ক্লাব ঘর ভাড়া নিয়ে বিজেপির দলীয় কার্যালয় তৈরি হয়েছে ।

কাঁথি, 4 সেপ্টেম্বর: এখন প্রধানমন্ত্রীর দাবিদার 26 জন ৷ নেহরু ও জিন্নাহ দুজনেই প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন বলে দেশ দুই ভাগ হয়েছিল ৷ আর এ বার প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশকে 26 টুকরো করা হবে ৷ বিরোধী জোট ইন্ডিয়াকে তীব্র কটাক্ষ করে এ কথা বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির নতুন জেলা পার্টি অফিসের উদ্বোধন করে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী বলেন, "কেন্দ্রে এখন 26 জন প্রধানমন্ত্রীর দাবিদার রয়েছেন । আগে দুইজন প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, জহরলাল নেহেরু ও মহম্মদ আলি জিন্নাহ । তাতে দেশ দুই ভাগ হয়েছিল । সে সময় দুজন প্রধানমন্ত্রী হওয়ার দাবিদার থাকায় ভারত বিভক্ত হয়েছে । আমরা কী বুদ্ধু নাকি ! দেশকে 26 টুকরো করে দেবে এরা প্রধানমন্ত্রী করার জন্য ।"

শুভেন্দুর কটাক্ষ, "এদের কে প্রধানমন্ত্রী হবে ? ফোরজি না থ্রিজি না টুজি ! ফোরজি হলে রাহুল গান্ধি হবেন । জহরলাল নেহেরু, ইন্দিরা গান্ধি, রাজীব গান্ধি, রাহুল গান্ধি । থ্রিজি হলে ফারুক আব্দুল্লাহ হবেন । শেখ আবদুল্লাহ, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ । থ্রিজি হলে স্তালিন হবেন । করুণানিধি, স্তালিন, উদয়নিধি । আর টুজি যদি হয় তবে, মমতা ব্যানার্জি হবে ভাইপো হবে ৷"

এ দিন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইউজিসির প্রতিনিধি দলের পরিদর্শন নিয়ে শুভেন্দু বলেন, "আমাদের মূলত দুটো দাবি ছিল ৷ রাজ্যপাল মহোদয় বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করুন । ইউজিসি টিম আসুক ৷ তারা এসে বিষয়টি খতিয়ে দেখুক এবং ব্যবস্থা নিক । সেই দাবি অনুযায়ী ইউজিসি এসেছে ৷ আমরা চাইব কলেজের মধ্যে উৎশৃঙ্খলতা বন্ধ হোক ।"

আরও পড়ুন: সনাতন ধর্ম নিয়ে উদয়নিধি স্ট্যালিনের মন্তব্য সমর্থন করলেন না মমতা

মুখ্যমন্ত্রীর সমালোচনা করে এ দিন শুভেন্দু বলেছেন, "মমতা ব্যানার্জি ভোট ব্যাংকের রাজনীতি করেন । তাঁর দরকার 45 পার্সেন্ট ভোট । তাই তিনি সব ইমাম ও মোয়াজ্জিমদের ভাতা দেন । কিন্তু সব পুরোহিতদের ভাতা দেননি ।"

প্রসঙ্গত, কাঁথি শহরে একেবারে শুভেন্দু অধিকারীর শান্তি কুঞ্জের ঢিল ছোড়া দূরত্বে একটি ক্লাব ঘর ভাড়া নিয়ে বিজেপির দলীয় কার্যালয় তৈরি হয়েছে ।

Last Updated : Sep 4, 2023, 10:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.