ETV Bharat / state

Suvendu Adhikari : কন্টাই সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল শুভেন্দুকে - শুভেন্দু অধিকারী

এনিয়ে টানাপোড়েন চলছিলই গত মাস দুয়েক ধরে ৷ মামলা হাইকোর্ট অবধি গড়ালেও কোনও মতে পদটি ধরে রেখেছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তবে আর পারলেন না ৷ মঙ্গলবার শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে সরানো হল ৷ এদিন সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন ব্যাঙ্কের ভাইস চেয়ারম্যান এবং ডিরেক্টের ৷

কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের সভাপতির পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে
কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের সভাপতির পদ থেকে সরানো হল শুভেন্দু অধিকারীকে
author img

By

Published : Aug 24, 2021, 4:12 PM IST

Updated : Aug 24, 2021, 5:59 PM IST

কাঁথি , 24 অগস্ট : হাইকোর্টে মামলা করেও শেষরক্ষা হল না ৷ কন্টাই সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে শেষ পর্যন্ত সরানোই হল শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ৷ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে ভাইস চেয়ারম্যান চিন্তামণি মণ্ডলের অফিসে একটি সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানেই ব্যাঙ্কের চেয়ারম্যান অপসারণের কথা ঘোষণা করা হয় ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিরেক্টর আলেম আলিও ৷

আলেম আলি বলেন, "ব্যাঙ্কের মোট 19 জন ডিরেক্টর রয়েছেন । তার মধ্যে 15 জনের ভোট দেওয়ার অধিকার রয়েছে । এই 15 জনের মধ্যে একজন প্রয়াত হয়েছেন ৷ বাকি 14 জনের মধ্যে 10 জন একযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোট দান করেছেন । এদিন শুভেন্দু-সহ বাকি তিনজন সদস্য বৈঠকে অনুপস্থিত ছিলেন । সেই সভাতেই শুভেন্দু অধিকারীকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই জায়গায় আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে চিন্তামণি মণ্ডলকে ৷ খুব শিগগিরই এ-বিষয়ে বৈঠক ডেকে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান ঠিক করা হবে ।"

ডিরেক্টর আরও বলেন, "মাস চারেকের বেশি সময় ধরে শুভেন্দু অধিকারী ব্যাঙ্কে আসছেন না । ফলে বিভিন্ন কাজকর্ম আটকে রয়েছে । সমস্যায় পড়েছেন গ্রাহকেরা । তাই ডিরেক্টর অফ বোর্ডের বৈঠক থেকে ভোটাভুটির মাধ্যমে তাঁকে অপসারিত করা হল ।"

কলকাতা হাইকোর্টে মামলার পরও কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হল শুভেন্দুকে ৷

এই চেয়ারম্যান অপসারণের বিষয়ে মামলা করা পর্যন্ত হয়েছিল ৷ তবুও শুভেন্দুর শেষ রক্ষা হল না বলেই মনে করা হচ্ছে । রাজ্যের পালাবদল হয়েছিল 2011 সালে । তারও আগে 2009 সাল থেকে এই ব্যাঙ্কের চেয়ারম্যান হয়েছিলেন শুভেন্দু । দীর্ঘ 2021 সাল পর্যন্ত এই পদে ছিলেন । এর আগে গত মাসে কাঁথি সমবায় সমিতির পদ থেকে তাঁকে অপসারিত করা হয়েছে ৷ 2012 সাল থেকে কাঁথি মহকুমার ইউনিয়নের সভাপতি পদে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ স্বাভাবিকভাবে নিজের খাস তালুকে এই অপসারণকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে ।

এই বিষয়ে সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি । বলেন, "যা হয়েছে তা সমবায় আইন মেনেই হয়েছে । কিন্তু অনেক দেরি হয়ে গেল শুভেন্দু অধিকারীকে সরাতে । অনেক আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল । কারণ এই পথ শুভেন্দু অধিকারী তৃণমূলের দয়ায় পেয়েছিলেন ।"

অপরদিকে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "রাজ্যের শাসকদল হঠকারী সিদ্ধান্ত নিয়ে শুভেন্দু অধিকারীকে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে সরিয়েছে । রাজ্যে তৃণমূল এখন একনায়কতন্ত্র শাসন চালাচ্ছে । এই বৈঠক ডেকেছিলেন কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক পার্থপ্রতিম পতি ৷ তিনি নিজেই অনুপস্থিত ছিলেন বৈঠকে । সম্পূর্ণ অবৈধভাবে শুভেন্দু অধিকারীকে অপসারণ করা হয়েছে ।"

আরও পড়ুন : Suvendu Adhikari : সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সংক্রান্ত মিটিং বাতিলের নির্দেশ হাইকোর্টের, স্বস্তিতে শুভেন্দু

কাঁথি , 24 অগস্ট : হাইকোর্টে মামলা করেও শেষরক্ষা হল না ৷ কন্টাই সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যানের পদ থেকে শেষ পর্যন্ত সরানোই হল শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) ৷ মঙ্গলবার বেলা বারোটা নাগাদ ব্যাঙ্কের প্রধান কার্যালয়ে ভাইস চেয়ারম্যান চিন্তামণি মণ্ডলের অফিসে একটি সাংবাদিক বৈঠক করা হয় ৷ সেখানেই ব্যাঙ্কের চেয়ারম্যান অপসারণের কথা ঘোষণা করা হয় ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন ডিরেক্টর আলেম আলিও ৷

আলেম আলি বলেন, "ব্যাঙ্কের মোট 19 জন ডিরেক্টর রয়েছেন । তার মধ্যে 15 জনের ভোট দেওয়ার অধিকার রয়েছে । এই 15 জনের মধ্যে একজন প্রয়াত হয়েছেন ৷ বাকি 14 জনের মধ্যে 10 জন একযোগে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ভোট দান করেছেন । এদিন শুভেন্দু-সহ বাকি তিনজন সদস্য বৈঠকে অনুপস্থিত ছিলেন । সেই সভাতেই শুভেন্দু অধিকারীকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে । সেই জায়গায় আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে চিন্তামণি মণ্ডলকে ৷ খুব শিগগিরই এ-বিষয়ে বৈঠক ডেকে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের নতুন চেয়ারম্যান ঠিক করা হবে ।"

ডিরেক্টর আরও বলেন, "মাস চারেকের বেশি সময় ধরে শুভেন্দু অধিকারী ব্যাঙ্কে আসছেন না । ফলে বিভিন্ন কাজকর্ম আটকে রয়েছে । সমস্যায় পড়েছেন গ্রাহকেরা । তাই ডিরেক্টর অফ বোর্ডের বৈঠক থেকে ভোটাভুটির মাধ্যমে তাঁকে অপসারিত করা হল ।"

কলকাতা হাইকোর্টে মামলার পরও কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হল শুভেন্দুকে ৷

এই চেয়ারম্যান অপসারণের বিষয়ে মামলা করা পর্যন্ত হয়েছিল ৷ তবুও শুভেন্দুর শেষ রক্ষা হল না বলেই মনে করা হচ্ছে । রাজ্যের পালাবদল হয়েছিল 2011 সালে । তারও আগে 2009 সাল থেকে এই ব্যাঙ্কের চেয়ারম্যান হয়েছিলেন শুভেন্দু । দীর্ঘ 2021 সাল পর্যন্ত এই পদে ছিলেন । এর আগে গত মাসে কাঁথি সমবায় সমিতির পদ থেকে তাঁকে অপসারিত করা হয়েছে ৷ 2012 সাল থেকে কাঁথি মহকুমার ইউনিয়নের সভাপতি পদে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা ৷ স্বাভাবিকভাবে নিজের খাস তালুকে এই অপসারণকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে ।

এই বিষয়ে সমবায় ব্যাঙ্ক কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন তৃণমূলের জেলা যুব সভাপতি সুপ্রকাশ গিরি । বলেন, "যা হয়েছে তা সমবায় আইন মেনেই হয়েছে । কিন্তু অনেক দেরি হয়ে গেল শুভেন্দু অধিকারীকে সরাতে । অনেক আগেই সরিয়ে দেওয়া উচিত ছিল । কারণ এই পথ শুভেন্দু অধিকারী তৃণমূলের দয়ায় পেয়েছিলেন ।"

অপরদিকে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী বলেন, "রাজ্যের শাসকদল হঠকারী সিদ্ধান্ত নিয়ে শুভেন্দু অধিকারীকে কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক থেকে সরিয়েছে । রাজ্যে তৃণমূল এখন একনায়কতন্ত্র শাসন চালাচ্ছে । এই বৈঠক ডেকেছিলেন কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্কের সম্পাদক পার্থপ্রতিম পতি ৷ তিনি নিজেই অনুপস্থিত ছিলেন বৈঠকে । সম্পূর্ণ অবৈধভাবে শুভেন্দু অধিকারীকে অপসারণ করা হয়েছে ।"

আরও পড়ুন : Suvendu Adhikari : সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান সংক্রান্ত মিটিং বাতিলের নির্দেশ হাইকোর্টের, স্বস্তিতে শুভেন্দু

Last Updated : Aug 24, 2021, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.