ETV Bharat / state

অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঐতিহ্য ধরে রাখতে হবে, তমলুকের সভায় বার্তা শুভেন্দুর - তমলুকে অরাজনৈতিক সভা শুভেন্দুর

আগেও একাধিকবার অরাজনৈতিক সভা করেছেন শুভেন্দু অধিকারী । তবে গতকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আজ প্রথম সভা ছিল তাঁর । এদিকে জল্পনা চলছে, 19 সেপ্টেম্বর অমিত শাহের সভায় গিয়ে বিজেপিতে যোগ দিতে পারেন তিনি । তবে সেই বিষয়ে আজ তিনি কোনও বার্তাই দিলেন না তিনি ।

Suvendu Adhikari
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Dec 17, 2020, 2:13 PM IST

Updated : Dec 17, 2020, 2:22 PM IST

তমলুক , 17 ডিসেম্বর : বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ তমলুকে প্রথম অরাজনৈতিক সভা করলেন শুভেন্দু অধিকারী । তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তমলুকের নিমতৌড়িতে সভার আয়োজন করা হয় । বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি কী বার্তা দেবেন, সেদিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল । কিন্তু , নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখই খুললেন না শুভেন্দু। বরং তাঁর বক্তব্যে উঠে এল মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান, ক্ষুদিরাম বসুর ত্যাগের কথা । বললেন, " যাঁরা তাম্রলিপ্ত সরকারের ইতিহাস জানে না , তাঁরা শুধু ধ্বংসের কথা বলেন, ভোট চাইতে আসেন । "

শুভেন্দু-র বক্তব্যে উঠে আসে তাম্রলিপ্ত সরকারের ইতিহাসের কথা, তাম্রলিপ্তের গরিমার কথা । তিনি বলেন , "1942-এর 9 অগাস্ট ভারত ছাড়ো আন্দোলন , তার পরবর্তী সময়ে 29 সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরার তমলুকের বার্ণপুকুরে আত্মবলিদান , অক্টোবর মাসের দুর্ভিক্ষ, 1942 । তার পরবর্তী সময়ে 17 সেপ্টেম্বর জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় । মাতঙ্গিনী হাজরা , ক্ষুদিরাম বসুদের আত্মবলিদানের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি । "

তিনি আরও বলেন , "তাম্রলিপ্তের যে গরিমা , ন্যায়ের পক্ষে । অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঐতিহ্য আমাদের ধরে রেখে মানুষের কাছে বারবার তা তুলে ধরতে হবে । যারা মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান , ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস , জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস জানে না , তারা কেবল ভোট চায় । সবকিছু ভেঙে দেয় গুঁড়িয়ে দেয় । গন্ডির বাইরেও যে একটা জগৎ আছে সেটা জানতে হবে । " সভা শেষে তিনি নিমতৌড়ি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পদযাত্রা করেন ।

আরও পড়ুন , শুভেন্দু বিশ্বাসঘাতক, বললেন সৌগত ও কল্যাণ


আগেও একাধিকবার অরাজনৈতিক সভা করেছেন শুভেন্দু অধিকারী । তবে গতকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আজ প্রথম সভা ছিল তাঁর । সেইসঙ্গে জল্পনা চলছে যে 19 সেপ্টেম্বর অমিত শাহের সভায় গিয়ে বিজেপিতে যোগ দেবেন তিনি । তাহলে কি এই জল্পনা সত্যি ? রাজনৈতিক মহল থেকে সংবাদমাধ্যম প্রত্যেকেই আজকের সভায় তাঁর বার্তা কী হতে পারে সেদিকে তাকিয়ে ছিল । কিন্তু , অরাজনৈতিক সভা থেকে সেইসব প্রশ্নের কোনও উত্তরই পাওয়া গেল না ।

আরও পড়ুন , বিধায়ক পদে ইস্তফা শুভেন্দুর

তমলুক , 17 ডিসেম্বর : বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর আজ তমলুকে প্রথম অরাজনৈতিক সভা করলেন শুভেন্দু অধিকারী । তাম্রলিপ্ত সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে তমলুকের নিমতৌড়িতে সভার আয়োজন করা হয় । বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার পর তিনি কী বার্তা দেবেন, সেদিকেই তাকিয়ে ছিল রাজনৈতিক মহল । কিন্তু , নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখই খুললেন না শুভেন্দু। বরং তাঁর বক্তব্যে উঠে এল মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান, ক্ষুদিরাম বসুর ত্যাগের কথা । বললেন, " যাঁরা তাম্রলিপ্ত সরকারের ইতিহাস জানে না , তাঁরা শুধু ধ্বংসের কথা বলেন, ভোট চাইতে আসেন । "

শুভেন্দু-র বক্তব্যে উঠে আসে তাম্রলিপ্ত সরকারের ইতিহাসের কথা, তাম্রলিপ্তের গরিমার কথা । তিনি বলেন , "1942-এর 9 অগাস্ট ভারত ছাড়ো আন্দোলন , তার পরবর্তী সময়ে 29 সেপ্টেম্বর মাতঙ্গিনী হাজরার তমলুকের বার্ণপুকুরে আত্মবলিদান , অক্টোবর মাসের দুর্ভিক্ষ, 1942 । তার পরবর্তী সময়ে 17 সেপ্টেম্বর জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয় । মাতঙ্গিনী হাজরা , ক্ষুদিরাম বসুদের আত্মবলিদানের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি । "

তিনি আরও বলেন , "তাম্রলিপ্তের যে গরিমা , ন্যায়ের পক্ষে । অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের ঐতিহ্য আমাদের ধরে রেখে মানুষের কাছে বারবার তা তুলে ধরতে হবে । যারা মাতঙ্গিনী হাজরার আত্মবলিদান , ক্ষুদিরাম বসুর আত্মোৎসর্গ দিবস , জাতীয় সরকারের প্রতিষ্ঠা দিবস জানে না , তারা কেবল ভোট চায় । সবকিছু ভেঙে দেয় গুঁড়িয়ে দেয় । গন্ডির বাইরেও যে একটা জগৎ আছে সেটা জানতে হবে । " সভা শেষে তিনি নিমতৌড়ি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পদযাত্রা করেন ।

আরও পড়ুন , শুভেন্দু বিশ্বাসঘাতক, বললেন সৌগত ও কল্যাণ


আগেও একাধিকবার অরাজনৈতিক সভা করেছেন শুভেন্দু অধিকারী । তবে গতকাল বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ার আজ প্রথম সভা ছিল তাঁর । সেইসঙ্গে জল্পনা চলছে যে 19 সেপ্টেম্বর অমিত শাহের সভায় গিয়ে বিজেপিতে যোগ দেবেন তিনি । তাহলে কি এই জল্পনা সত্যি ? রাজনৈতিক মহল থেকে সংবাদমাধ্যম প্রত্যেকেই আজকের সভায় তাঁর বার্তা কী হতে পারে সেদিকে তাকিয়ে ছিল । কিন্তু , অরাজনৈতিক সভা থেকে সেইসব প্রশ্নের কোনও উত্তরই পাওয়া গেল না ।

আরও পড়ুন , বিধায়ক পদে ইস্তফা শুভেন্দুর

Last Updated : Dec 17, 2020, 2:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.