কলকাতা, 26 জানুয়ারি: দেশজুড়ে পালিত হচ্ছে সাধারণতন্ত্র দিবস ৷ তেমনই পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামেও বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল ৷ নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের নন্দীগ্রাম উত্তর মণ্ডল বিজেপির বিজেপির প্রধান কার্যালয় নন্দীগ্রাম বিজেপির পার্টি অফিসে উপস্থিত ছিলেন বিজেপি বিধায়ক তথা রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (MLA Suvendu Adhikari)।
আজ দলীয় কার্যালয়ে তিনি ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ৷ সাধারণতন্ত্র দিবসের পাশাপাশি আজ সরস্বতী পুজো ৷ বসন্ত পঞ্চমীতে নন্দীগ্রামে একটি পুজো মণ্ডপের উদ্বোধনী অনুষ্ঠানে যান রাজ্যের বিরোধী দলনেতা ৷ সেখানে বাগদেবীর কাছে রাজ্যের শিক্ষা দফতরের জন্য 'সুমতি প্রার্থনা' করেন শুভেন্দু । এই অনুষ্ঠানে তিনি অঞ্জলি দেন ৷ স্থানীয় শিশু-কিশোরদের হাতে খাতা, পেনসিল তুলে দেন বিধায়ক ৷
আরও পড়ুন: টাকা নেওয়ার সব প্রমাণ আছে, কুন্তলকে পালটা আক্রমণ তাপস মণ্ডলের
অনুষ্ঠান থেকে বেরিয়ে শিক্ষা দফতর প্রসঙ্গে শুভেন্দু সাংবাদিকদের বলেন, "বাংলায় শিক্ষা এবং শিক্ষক শব্দের অমর্যাদা হয়েছে ৷ শিক্ষক শব্দটার সঙ্গে একটা শ্রদ্ধামিশ্রিত ভক্তি থাকে ৷ শিক্ষকদের দেখলে আমরা রাস্তা থেকে সরে যাই ৷ শিক্ষকদের দেখলে পায়ে হাত দিয়ে প্রণাম করতে ইচ্ছে করে ৷ আমরা তাঁদের পায়ে হাত দিই ৷" এরপর শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "আজ কে আসল শিক্ষক এবং কে ভুয়ো শিক্ষক, বোঝা যাচ্ছে না ৷ পঞ্চম শ্রেণি পাশ করে হাইস্কুলে অঙ্কের শিক্ষক হয়েছেন কেউ ৷ এই লজ্জা রাখার জায়গা নেই ৷"
তিনি আরও বলেন, "গোটা শিক্ষা দফতরটা জেলের ভিতরে ৷ সাদা খাতা জমা দিয়ে 70 হাজার লোক চাকরি পেল ৷ মেধাবী কর্মপ্রার্থী শিক্ষিতরা বঞ্চিত হল ৷ " তাই মা সরস্বতীর কাছে তাঁর বিশেষ প্রার্থনা, "মাকে বলব, মা তুমি ছেড়ে যাবে না ৷ এই অকাল কুষ্মাণ্ডদের দেখে গোটা বাংলার ছাত্র-ছাত্রী, অভিভাবক, শিক্ষাবিদ, শিক্ষক- এঁদের ছেড়ে যাও না ৷" শিক্ষ দুর্নীতি প্রসঙ্গে শুভেন্দু বলেন, "আমরা এসব ঠিক করে দেব ৷ পরিষ্কার করে দেব ৷ ব্লিচিং, ফিনাইল দিয়ে পরিষ্কার করে দেব ৷"
আরও পড়ুন: 7 ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজত শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত মানিকের