কাঁথি, 19 জুলাই: ত্রিপল চুরির সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা যুক্ত ৷ এভাবেই নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন অখিল গিরি ৷
এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথি চৌরঙ্গি মোড়ে ট্যাক্সি স্ট্যাণ্ডের আইএনটিটিইউসি-র সভায় আগাগোড়া বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি ৷ কাঁথি পৌরসভার ত্রিপল চুরি প্রসঙ্গ তুলে অখিল গিরি বলেন, "কেন্দ্রীয় বাহিনীর এমন দুরবস্থা, একজন ত্রিপল চোরের সঙ্গে জড়িয়ে পড়ছে ৷ কেন্দ্রীয় বাহিনী কাদের সঙ্গে থাকে ? বিজেপি নেতাদের সঙ্গে ৷ পৌরসভার গোডাউনের কাছে কেন্দ্রীয় বাহিনী কী করতে দাঁড়িয়েছিল ? মুখ দেখতে ? কার কথায় গিয়েছিল ? আজকে ত্রিপল চুরির ঘটনায় হাইকোর্টে মামলা চলছে । এই ঘটনার সঙ্গে কে যুক্ত ?"
এর পরই অখিল গিরি সরাসরি তোপ দাগেন, "ত্রিপল চুরির সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা যুক্ত ।" এদিন অধিকারী পরিবারকেও আক্রমণ করেন তৃণমূল নেতা ৷ বলেন, "বাবাকে বলো আমরা করিনি ৷ কিন্ত বাবাকে বলো নিয়ে কথা হচ্ছে ৷"
আরও পড়ুন : থাকবেন তৃণমূলের সাংসদ, আর কাজ করবেন বিজেপির ? শিশিরকে কটাক্ষ অখিলের