ETV Bharat / state

ত্রিপল চুরির সঙ্গে যুক্ত বিরোধী দলনেতা, শুভেন্দুকে নিশানা অখিল গিরির - অখিল গিরি

কাঁথি পৌরসভার ত্রিপল চুরি প্রসঙ্গ তুলে অখিল গিরি বলেন, "কেন্দ্রীয় বাহিনীর এমন দুরবস্থা, একজন ত্রিপল চোরের সঙ্গে জড়িয়ে পড়ছে ৷ কেন্দ্রীয় বাহিনী কাদের সঙ্গে থাকে ? বিজেপি নেতাদের সঙ্গে ৷ "

s
s
author img

By

Published : Jul 19, 2021, 10:17 PM IST

কাঁথি, 19 জুলাই: ত্রিপল চুরির সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা যুক্ত ৷ এভাবেই নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন অখিল গিরি ৷

এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথি চৌরঙ্গি মোড়ে ট্যাক্সি স্ট্যাণ্ডের আইএনটিটিইউসি-র সভায় আগাগোড়া বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি ৷ কাঁথি পৌরসভার ত্রিপল চুরি প্রসঙ্গ তুলে অখিল গিরি বলেন, "কেন্দ্রীয় বাহিনীর এমন দুরবস্থা, একজন ত্রিপল চোরের সঙ্গে জড়িয়ে পড়ছে ৷ কেন্দ্রীয় বাহিনী কাদের সঙ্গে থাকে ? বিজেপি নেতাদের সঙ্গে ৷ পৌরসভার গোডাউনের কাছে কেন্দ্রীয় বাহিনী কী করতে দাঁড়িয়েছিল ? মুখ দেখতে ? কার কথায় গিয়েছিল ? আজকে ত্রিপল চুরির ঘটনায় হাইকোর্টে মামলা চলছে । এই ঘটনার সঙ্গে কে যুক্ত ?"

শুভেন্দু অধিকারীকে নিশানা অখিল গিরির

এর পরই অখিল গিরি সরাসরি তোপ দাগেন, "ত্রিপল চুরির সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা যুক্ত ।" এদিন অধিকারী পরিবারকেও আক্রমণ করেন তৃণমূল নেতা ৷ বলেন, "বাবাকে বলো আমরা করিনি ৷ কিন্ত বাবাকে বলো নিয়ে কথা হচ্ছে ৷"

আরও পড়ুন : থাকবেন তৃণমূলের সাংসদ, আর কাজ করবেন বিজেপির ? শিশিরকে কটাক্ষ অখিলের

কাঁথি, 19 জুলাই: ত্রিপল চুরির সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা যুক্ত ৷ এভাবেই নাম না করে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন অখিল গিরি ৷

এদিন পূর্ব মেদিনীপুরের কাঁথি চৌরঙ্গি মোড়ে ট্যাক্সি স্ট্যাণ্ডের আইএনটিটিইউসি-র সভায় আগাগোড়া বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি ৷ কাঁথি পৌরসভার ত্রিপল চুরি প্রসঙ্গ তুলে অখিল গিরি বলেন, "কেন্দ্রীয় বাহিনীর এমন দুরবস্থা, একজন ত্রিপল চোরের সঙ্গে জড়িয়ে পড়ছে ৷ কেন্দ্রীয় বাহিনী কাদের সঙ্গে থাকে ? বিজেপি নেতাদের সঙ্গে ৷ পৌরসভার গোডাউনের কাছে কেন্দ্রীয় বাহিনী কী করতে দাঁড়িয়েছিল ? মুখ দেখতে ? কার কথায় গিয়েছিল ? আজকে ত্রিপল চুরির ঘটনায় হাইকোর্টে মামলা চলছে । এই ঘটনার সঙ্গে কে যুক্ত ?"

শুভেন্দু অধিকারীকে নিশানা অখিল গিরির

এর পরই অখিল গিরি সরাসরি তোপ দাগেন, "ত্রিপল চুরির সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা যুক্ত ।" এদিন অধিকারী পরিবারকেও আক্রমণ করেন তৃণমূল নেতা ৷ বলেন, "বাবাকে বলো আমরা করিনি ৷ কিন্ত বাবাকে বলো নিয়ে কথা হচ্ছে ৷"

আরও পড়ুন : থাকবেন তৃণমূলের সাংসদ, আর কাজ করবেন বিজেপির ? শিশিরকে কটাক্ষ অখিলের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.