ETV Bharat / state

Suvendu on Egra Blast: পঞ্চায়েতের আগে তৃণমূলের জন্যই বোমা তৈরি হচ্ছিল, এগরায় বিস্ফোরক শুভেন্দু - এগরা বিস্ফোরণ

বুধবার এগরার বিস্ফোরণস্থল পরিদর্শন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ এগরার ঘটনার জন্য পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন তিনি ৷

Suvendu on Egra Blast
Suvendu on Egra Blast
author img

By

Published : May 17, 2023, 12:54 PM IST

Updated : May 17, 2023, 2:24 PM IST

এগরায় শুভেন্দু অধিকারী

এগরা, 17 মে: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলকে সরবরাহ করার জন্যই এগরায় বোমা তৈরি হচ্ছিল ৷ বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে এমনই অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সাহাড়া অঞ্চলের খাদিকুলে তিনি আজ মৃতদের পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ৷ সেখানে গিয়ে তিনি পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন ৷ এগরার বিস্ফোরণকাণ্ডের এনআইএ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি ৷ এ ছাড়াও মৃতদের পরিবারপিছু ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা দেওয়ারও আবেদন জানান শুভেন্দু অধিকারী ৷

সোমবার এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল গেরুয়া শিবির ৷ ওই কারখানায় শাসকদলের জন্য বোমা তৈরি হচ্ছিল বলে দাবি করে এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল বিজেপি ৷ এই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আজ এগরায় গিয়ে সেই দাবিই আরও জোরালো ভাবে তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

সকালে কলকাতা হাইকোর্টে এগরার ঘটনার এনআইএ তদন্তের দাবিতে মামলা করার পর এগরায় গিয়েও তিনি এই দাবিতে সরব হন ৷ শুভেন্দুর অভিযোগ, রাজ্য পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করছে ৷ তাই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় কেন্দ্রীয় ফরেন্সিক দলের তদন্ত শুরু করা উচিত ৷ পাশাপাশি পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা ৷ আর এই দুই দাবিতে দু-একদিনের মধ্যে এগরায় বিজেপি মহামিছিল করবে বলে ঘোষণা করেন তিনি ৷

এ দিন শুভেন্দু অভিযোগ করেন যে, কারখানার মালিক ভানু বাগ 2013 সালে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ৷ 2018 সালে ভানু বাগের পুত্রবধূও তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বলে জানান তিনি ৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শুভেন্দু বলেন, "পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনার পার্টিকে বোমা সরবরাহ করার জন্যই এই কারখানা তৈরি হয়েছিল ৷ আপনার আইসি প্রতি মাসে 50 হাজার টাকা করে নিয়ে যেতেন এই কারখানা থেকে ৷ এএসআই বিশ্বজিৎ সেই টাকা নিয়ে যেত প্রতি মাসে এসে ৷ আপনার অবিলম্বে পদত্যাগ করা উচিত ৷"

শুভেন্দুর দাবি, ক্ষতিপূরণের যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তা কেন্দ্রের টাকা, এনডিআরএফ-এর টাকা ৷ তবে পরিবারপিছু 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান শুভেন্দু ৷ তিনি জানান, ভানু বাগের ভাই ছাড়া বাকি হতাহতদের বিজেপির পক্ষ থেকে অর্থনৈতিক ভাবে সাহায্য করা হবে ৷

আরও পড়ুন: এগরায় বিস্ফোরণ-কাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর

এগরায় শুভেন্দু অধিকারী

এগরা, 17 মে: মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দলকে সরবরাহ করার জন্যই এগরায় বোমা তৈরি হচ্ছিল ৷ বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়ে এমনই অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সাহাড়া অঞ্চলের খাদিকুলে তিনি আজ মৃতদের পরিবার ও গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন ৷ সেখানে গিয়ে তিনি পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন ৷ এগরার বিস্ফোরণকাণ্ডের এনআইএ তদন্তেরও দাবি জানিয়েছেন তিনি ৷ এ ছাড়াও মৃতদের পরিবারপিছু ক্ষতিপূরণ হিসেবে 10 লক্ষ টাকা দেওয়ারও আবেদন জানান শুভেন্দু অধিকারী ৷

সোমবার এগরায় ভয়াবহ বিস্ফোরণের পর থেকেই শাসকদলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছিল গেরুয়া শিবির ৷ ওই কারখানায় শাসকদলের জন্য বোমা তৈরি হচ্ছিল বলে দাবি করে এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছিল বিজেপি ৷ এই দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠিও লিখেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷ আজ এগরায় গিয়ে সেই দাবিই আরও জোরালো ভাবে তুলে ধরলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

সকালে কলকাতা হাইকোর্টে এগরার ঘটনার এনআইএ তদন্তের দাবিতে মামলা করার পর এগরায় গিয়েও তিনি এই দাবিতে সরব হন ৷ শুভেন্দুর অভিযোগ, রাজ্য পুলিশ প্রমাণ লোপাটের চেষ্টা করছে ৷ তাই অবিলম্বে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় কেন্দ্রীয় ফরেন্সিক দলের তদন্ত শুরু করা উচিত ৷ পাশাপাশি পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগেরও দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা ৷ আর এই দুই দাবিতে দু-একদিনের মধ্যে এগরায় বিজেপি মহামিছিল করবে বলে ঘোষণা করেন তিনি ৷

এ দিন শুভেন্দু অভিযোগ করেন যে, কারখানার মালিক ভানু বাগ 2013 সালে তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিলেন ৷ 2018 সালে ভানু বাগের পুত্রবধূও তৃণমূলের হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন বলে জানান তিনি ৷ এ দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে শুভেন্দু বলেন, "পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আপনার পার্টিকে বোমা সরবরাহ করার জন্যই এই কারখানা তৈরি হয়েছিল ৷ আপনার আইসি প্রতি মাসে 50 হাজার টাকা করে নিয়ে যেতেন এই কারখানা থেকে ৷ এএসআই বিশ্বজিৎ সেই টাকা নিয়ে যেত প্রতি মাসে এসে ৷ আপনার অবিলম্বে পদত্যাগ করা উচিত ৷"

শুভেন্দুর দাবি, ক্ষতিপূরণের যে টাকা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তা কেন্দ্রের টাকা, এনডিআরএফ-এর টাকা ৷ তবে পরিবারপিছু 10 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান শুভেন্দু ৷ তিনি জানান, ভানু বাগের ভাই ছাড়া বাকি হতাহতদের বিজেপির পক্ষ থেকে অর্থনৈতিক ভাবে সাহায্য করা হবে ৷

আরও পড়ুন: এগরায় বিস্ফোরণ-কাণ্ডে এনআইএ তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা শুভেন্দুর

Last Updated : May 17, 2023, 2:24 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.