কলকাতা ও কাঁথি, 19 জুলাই : কিছু নেতা অতিরিক্ত আত্মবিশ্বাস না দেখালে বিজেপি পশ্চিমবঙ্গে 170 পেরতে পারত ৷ গত বিধানসভা নির্বাচনে প্রকাশে ফলাফলের পর্যালোচনা করতে গিয়ে একথা বললেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ নির্বাচন পরবর্তী এই প্রথম তিনি এ-নিয়ে প্রকাশ্য কথা বললেন শুভেন্দু ৷
নিজের জেলায় চণ্ডীপুরে রবিবার একটি দলীয় বৈঠক করেন শুভেন্দু ৷ সেখানেই তিনি দাবি করেন, অতিরিক্ত অহঙ্কার এবং আত্মবিশ্বাস অন্ধ করে দিয়েছিল ৷ বাস্তবের সমস্যাগুলি তাই চোখেই পড়েনি দলীয় নেতাদের ৷ বলেন, "আমরা প্রথম দু'টি দফায় আমাদের ভাল অবস্থা ছিল ৷ তারপরই আমাদের বেশ কিছু নেতারা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েন ৷ তাঁরা এতেই ভেবে বসলেন 170 থেকে 180টি আসন আমরা পাচ্ছি-ই ৷ কিন্তু হোমওয়ার্কটা সারলেন না ৷ তাতেই আমাদের ভীষণ মূল্য দিতে হল ৷"
বৈঠকে শুভেন্দু স্পষ্ট জানান, শুধু জয়ের লক্ষ্য স্থির করলেই হয় না, তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ-ও ভীষণ জরুরি ৷
বিরোধী দলনেতার এমন মন্তব্যের প্রতিক্রিয়ায় শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাজকল্যাণ এবং উন্নয়নমূলক প্রকল্প এবং তার বাস্তবায়নের কথা ভুলে গিয়েছেন শুভেন্দু ৷ তারপরও বিজেপির হেভিওয়েট নেতারা মুখ্যমন্ত্রী এবং তাঁর দলের বিরুদ্ধে নিরবিচ্ছিন্ন প্রচার চালিয়ে গিয়েছেন ৷ তাও ভুলে গিয়েছেন তিনি ৷"
এর সঙ্গেই কুণাল জুড়ে দেন, "মুর্খের স্বর্গে বাস করছে বিজেপি ৷ তাদের অনেক নেতাই দু'শোর বেশি আসন পাওয়ার স্বপ্ন দেখছিলেন ৷ এখন উনি (শুভেন্দু) তাঁদের সমালোচনা করছেন ৷ তিনি নিজেই তো 180টি আসন পাওয়ার কথা স্বদর্পে ঘোষণা করছিলেন প্রচার সভায় ৷ আসলে ওঁরা বঙ্গের পালসটাই বোঝেন না ৷"
আরও পড়ুন : Kunal-Suvendu : শুভেন্দুকে ডাক্তার দেখানোর পরামর্শ কুণালের