ETV Bharat / state

কোলাঘাটে বাংলা আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ, ঘেরাও পঞ্চায়েত প্রধান

বাংলা আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ দেখাল কোলাঘাটের সাওড়াবেড়িয়া গ্রামের বাসিন্দাদের একাংশ । পরে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস পেয়ে প্রধানকে ঘেরাও মুক্ত করে তারা ।

bangla awas yojana corruption in kolaghat
পঞ্চায়েত প্রধানকে ঘেরাও গ্রামবাসীদের
author img

By

Published : Jun 11, 2020, 6:35 PM IST

কোলাঘাট, 11 জুন : আমফানে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর বাড়ি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কোলাঘাট ব্লকের খন‍্যাডিহি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া জানা। এলাকার প্রকৃত দুস্থ বাসিন্দাদের বাংলা আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত করে অপেক্ষাকৃত ধনী ব্যক্তিদের বাড়ি পাইয়ে দেওয়ায় দুর্নীতির অভিযোগ তুলে এদিন এলাকার সাওড়াবেড়িয়া গ্রামে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পরে পঞ্চায়েত প্রধান অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বেশ কয়েকটি বাড়ি। যে কারণে জেলাশাসকের নির্দেশে কোলাঘাট ব্লকের BDO তাঁর অধীনে থাকা গ্রাম পঞ্চায়েতগুলির বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত বাড়ি সার্ভে করার নির্দেশ দেন এগজ়িউটিভ অফিসার-সহ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের।

সেইমতো আজ দুপুরে পঞ্চায়েত সদস্য ও এগজ়িকিউটিভ অফিসারকে নিয়ে এলাকা পরিদর্শনে যান তৃণমূল পরিচালিত খন‍্যাডিহি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া জানা। ওই প্রতিনিধি দল এলাকায় ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন সাওড়াবেড়িয়া গ্রামের বাসিন্দারা। প্রধান-সহ অন্য ব্যক্তিদের এলাকারই একটি আটচালায় আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলার আবাস যোজনা ও আমফানে ক্ষতিগ্রস্তদের যে কুড়ি হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে সরকারি তরফে তা কেবলমাত্র দলীয় লোকেদের রাজনৈতিক স্বার্থে পাইয়ে দেওয়া হচ্ছে। প্রকৃত অর্থে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষরা বঞ্চিত হচ্ছেন সরকারি সুযোগ-সুবিধা থেকে।

এই বিষয়ে পঞ্চায়েত প্রধান সুপ্রিয়া জানা বলেন, “আমরা ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই এদিন এলাকায় গিয়েছিলাম। কিছু মানুষ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অভিযোগ জানিয়েছে ঠিকই কিন্তু কেউ লিখিত অভিযোগ জানাননি। কোনও দুর্নীতির অভিযোগ থাকলে তা লিখিত আকারে জানালে আমি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছি। আমি চাই প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষরাই সরকারি সাহায্য পাক।”

অপরদিকে এই বিষয়ে BJP-র সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেনের অভিযোগ, “পূর্বেও এলাকার প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করে রাজনৈতিক স্বার্থে দলীয় লোকেদের বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাইয়ে দেওয়ায় আমরা প্রতিবাদ জানিয়ে ছিলাম। আজ গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখান। কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত অনুদান রাজনৈতিক স্বার্থে খরচ করছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। বিপদের দিনে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষকে যদি ফের বঞ্চিত করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

কোলাঘাট, 11 জুন : আমফানে ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর বাড়ি পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কোলাঘাট ব্লকের খন‍্যাডিহি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া জানা। এলাকার প্রকৃত দুস্থ বাসিন্দাদের বাংলা আবাস যোজনার বাড়ি থেকে বঞ্চিত করে অপেক্ষাকৃত ধনী ব্যক্তিদের বাড়ি পাইয়ে দেওয়ায় দুর্নীতির অভিযোগ তুলে এদিন এলাকার সাওড়াবেড়িয়া গ্রামে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পঞ্চায়েত প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখান তাঁরা। পরে পঞ্চায়েত প্রধান অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় গ্রামবাসী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকার বেশ কয়েকটি বাড়ি। যে কারণে জেলাশাসকের নির্দেশে কোলাঘাট ব্লকের BDO তাঁর অধীনে থাকা গ্রাম পঞ্চায়েতগুলির বাসিন্দাদের ক্ষতিগ্রস্ত বাড়ি সার্ভে করার নির্দেশ দেন এগজ়িউটিভ অফিসার-সহ গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত প্রতিনিধিদের।

সেইমতো আজ দুপুরে পঞ্চায়েত সদস্য ও এগজ়িকিউটিভ অফিসারকে নিয়ে এলাকা পরিদর্শনে যান তৃণমূল পরিচালিত খন‍্যাডিহি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুপ্রিয়া জানা। ওই প্রতিনিধি দল এলাকায় ঢুকতেই ক্ষোভে ফেটে পড়েন সাওড়াবেড়িয়া গ্রামের বাসিন্দারা। প্রধান-সহ অন্য ব্যক্তিদের এলাকারই একটি আটচালায় আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। বিক্ষোভকারীদের অভিযোগ, বাংলার আবাস যোজনা ও আমফানে ক্ষতিগ্রস্তদের যে কুড়ি হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে সরকারি তরফে তা কেবলমাত্র দলীয় লোকেদের রাজনৈতিক স্বার্থে পাইয়ে দেওয়া হচ্ছে। প্রকৃত অর্থে দরিদ্র ও ক্ষতিগ্রস্ত মানুষরা বঞ্চিত হচ্ছেন সরকারি সুযোগ-সুবিধা থেকে।

এই বিষয়ে পঞ্চায়েত প্রধান সুপ্রিয়া জানা বলেন, “আমরা ক্ষতিগ্রস্তদের বর্তমান পরিস্থিতি খতিয়ে দেখতেই এদিন এলাকায় গিয়েছিলাম। কিছু মানুষ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে অভিযোগ জানিয়েছে ঠিকই কিন্তু কেউ লিখিত অভিযোগ জানাননি। কোনও দুর্নীতির অভিযোগ থাকলে তা লিখিত আকারে জানালে আমি সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছি। আমি চাই প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষরাই সরকারি সাহায্য পাক।”

অপরদিকে এই বিষয়ে BJP-র সংখ্যালঘু মোর্চার সভাপতি শেখ সাদ্দাম হোসেনের অভিযোগ, “পূর্বেও এলাকার প্রকৃত দরিদ্রদের বঞ্চিত করে রাজনৈতিক স্বার্থে দলীয় লোকেদের বাংলা আবাস যোজনার বাড়ি তৈরির টাকা পাইয়ে দেওয়ায় আমরা প্রতিবাদ জানিয়ে ছিলাম। আজ গ্রামবাসীরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ দেখান। কেন্দ্র সরকারের পাঠানো সমস্ত অনুদান রাজনৈতিক স্বার্থে খরচ করছে তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। বিপদের দিনে প্রকৃত ক্ষতিগ্রস্ত মানুষকে যদি ফের বঞ্চিত করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.