কাঁথি, 21 ডিসেম্বর : বিধানসভায় শুভেন্দু অধিকারী ৷ আজ তাঁকে ডেকেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় । সেইজন্য কাঁথির বাড়ি থেকে সকালে বিধানসভার উদ্দেশে রওনা দেন শুভেন্দু ৷ জ়েড ক্যাটেগরির নিরাপত্তা নিয়ে পৌঁছান বিধানসভায় । বিকেল চারটের সময় রাজভবনে রাজ্যপাল জগদীপ ধনকড়ের সঙ্গে বৈঠক ৷ কিছুক্ষণ আগে টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করে একথা জানিয়েছেন রাজ্যপাল ৷
মূলত, তৃণমূলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পরই রাজ্যপালকে লেখা একটি চিঠিতে শুভেন্দু অভিযোগ করেছিলেন, রাজনৈতিক অবস্থান বদলের পর রাজ্যের পুলিশ-প্রশাসন 'রাজনৈতিক প্রতিহিংসাবশত' তাঁর এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু করেছে । এবিষয়ে রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপালের হস্তক্ষেপের আবেদন জানিয়েছিলেন ৷ অপরদিকে প্রাক্তন বিধায়কের চিঠি পেয়েই তৎপর হয়েছিলেন রাজ্যপাল ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছিলেন তিনি ৷ তারপরই আজ শুভেন্দু-ধনকড় বৈঠক ৷ স্বাভাবিকভাবেই বৈঠক নিয়ে রাজ্যপালের টুইটের পর রাজনৈতিক মহলে নতুন করে তৈরি হয়েছে কৌতূহল ৷
আরও পড়ুন : দিল্লি থেকে আসার দরকার নেই, বাংলার ভূমিপুত্রই মুখ্যমন্ত্রী হবে : অমিত শাহ
শুভেন্দুর দল বদলের আগেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে ঘোষণা করা হয়েছিল, শুভেন্দু অধিকারীকে জ়েড ক্যাটেগরির নিরাপত্তা দেওয়া হবে । সেই অনুসারে গতকালই রাজ্য পুলিশ ও সিআরপিএফের প্রতিনিধিদল শুভেন্দু অধিকারীর বাড়ি পর্যবেক্ষণ করে যায় । তারপরই আজ সকাল থেকে সেখানে মোতায়েন করা হয়েছে সিআরপিএফ । সকাল 11টা পাঁচ মিনিটে জ়েড ক্যাটাগরির নিরাপত্তারক্ষীদের সঙ্গে বিধানসভার উদ্দেশে রওনা দেন শুভেন্দু অধিকারী ৷
আরও পড়ুন :সিএএ থেকে অনুপ্রবেশ, কী বললেন অমিত শাহ
বিধায়ক পদ থেকে তাঁর ইস্তফা নিয়ে যে 'টেকনিক্যালি' জটিলতা তৈরি হয়েছিল তা মেটাতে তিনি আগেই বার্তা দিয়েছিলেন ৷ প্রয়োজনে বিধানসভা গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে পুনরায় ইস্তফাপত্র জমা দেবেন ৷ সেইমতো আজ শুভেন্দুকে ডেকে পাঠান বিমান বন্দ্যোপাধ্যায় । তারপরই কাঁথি থেকে বিধানসভার উদ্দেশে রওনা দেন সদ্য বিজেপিতে যাওয়া এই নেতা ৷