ETV Bharat / state

নিজ়ামউদ্দিন ফেরত তমলুকের যুবক এখনও অধরা , উদ্বেগ এলাকায় - tamluk corona news

এখনও খোঁজ মেলেনি নিজ়ামউদ্দিন ফেরত তমলুকের যুবকের । গতকাল তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এলাকায় যান চার স্বাস্থকর্মীসহ এক গাড়িক চালক । তখনই এলাকার কয়েকজনের হাতে আক্রান্ত হন তাঁরা । পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে ।

tamluk
তমলুক
author img

By

Published : Apr 6, 2020, 7:49 AM IST

তমলুক, 6 এপ্রিল : নিজ়ামউদ্দিন থেকে আসা তমলুকের এক যুবককে হাসপাতালে নিয়ে আসতে গিয়ে এলাকার কয়েকজনের হাতে আক্রান্ত হলেন চার স্বাস্থ্যকর্মী ও গাড়ির চালক । গতকাল ঘটনাটি ঘটে। খবর পেয়ে তমলুক থানার পুলিশ জখমদের উদ্ধার করে। এরপর প্রায় 24 ঘণ্টা কেটে গেলেও এখনও পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের নাগালের বাইরে ওই যুবক । এদিকে ওই যুবকের হদিস না মেলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এদিকে দিল্লির নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিতে যাওয়া হলদিয়ার দুই যুবক কোরোনায় আক্রান্ত হয়েছেন । বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে পাঁশকুড়া কোরোনা হাসপাতালে । নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন তমলুকের ওই যুবকও । 18 মার্চ বাড়ি ফেরার পর এখনও তিনি স্বাস্থ্য পরীক্ষা করাননি বলে জানা গেছে । গতকাল তাঁকে হাসপাতলে নিয়ে আসার জন্য এলাকায় যান চার স্বাস্থ্যকর্মী ও এক গাড়ি চালক । তখনই এলাকার কয়েকজনের হাতে আক্রান্ত হন তাঁরা । ভেঙে দেওয়া হয় গাড়ি ।

পরে পুলিশের তৎপরতায় জখমদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভরতি করা করা হয় । ঘটনার পর কেটে গেছে একদিন । কিন্তু এখনও খোঁজ মেলেনি নিজ়ামউদ্দিন ফেরত ওই যুবকের । এদিকে ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের । আতঙ্কিত এলাকার বাসিন্দারাও । এই বিষয়ে তমলুকের এক পুলিশ আধিকারিক বলেন, "ওই যুবকের এখনও হদিস মেলেনি । আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি । আশা করি, তাঁকে নাগালে পাওয়া যাবে ।"

তমলুক, 6 এপ্রিল : নিজ়ামউদ্দিন থেকে আসা তমলুকের এক যুবককে হাসপাতালে নিয়ে আসতে গিয়ে এলাকার কয়েকজনের হাতে আক্রান্ত হলেন চার স্বাস্থ্যকর্মী ও গাড়ির চালক । গতকাল ঘটনাটি ঘটে। খবর পেয়ে তমলুক থানার পুলিশ জখমদের উদ্ধার করে। এরপর প্রায় 24 ঘণ্টা কেটে গেলেও এখনও পুলিশ ও স্বাস্থ্য দপ্তরের নাগালের বাইরে ওই যুবক । এদিকে ওই যুবকের হদিস না মেলায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।

এদিকে দিল্লির নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিতে যাওয়া হলদিয়ার দুই যুবক কোরোনায় আক্রান্ত হয়েছেন । বর্তমানে তাঁদের চিকিৎসা চলছে পাঁশকুড়া কোরোনা হাসপাতালে । নিজ়ামউদ্দিনের ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন তমলুকের ওই যুবকও । 18 মার্চ বাড়ি ফেরার পর এখনও তিনি স্বাস্থ্য পরীক্ষা করাননি বলে জানা গেছে । গতকাল তাঁকে হাসপাতলে নিয়ে আসার জন্য এলাকায় যান চার স্বাস্থ্যকর্মী ও এক গাড়ি চালক । তখনই এলাকার কয়েকজনের হাতে আক্রান্ত হন তাঁরা । ভেঙে দেওয়া হয় গাড়ি ।

পরে পুলিশের তৎপরতায় জখমদের উদ্ধার করে তমলুক জেলা হাসপাতালে ভরতি করা করা হয় । ঘটনার পর কেটে গেছে একদিন । কিন্তু এখনও খোঁজ মেলেনি নিজ়ামউদ্দিন ফেরত ওই যুবকের । এদিকে ঘটনায় উদ্বেগ বাড়ছে প্রশাসনের । আতঙ্কিত এলাকার বাসিন্দারাও । এই বিষয়ে তমলুকের এক পুলিশ আধিকারিক বলেন, "ওই যুবকের এখনও হদিস মেলেনি । আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি । আশা করি, তাঁকে নাগালে পাওয়া যাবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.