ETV Bharat / state

শুভেন্দু অধিকারীর বাড়িতে পি কে, কথা শিশিরের সঙ্গে - Contai news

মন্ত্রী ও তাঁর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী বাড়িতে অনুপস্থিত ছিলেন সেই সময় । কিন্তু শিশির অধিকারীর সঙ্গে প্রশান্ত কিশোরের বেশ কিছুক্ষণ ধরে কথা হয়েছে বলে জানা গেছে ।

Prashant Kishore in Suvendu Adhikari's residence
শুভেন্দু অধিকারী
author img

By

Published : Nov 12, 2020, 10:43 PM IST

Updated : Nov 12, 2020, 10:48 PM IST

কাঁথি, 12 নভেম্বর : রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়িতে প্রশান্ত কিশোর । দলের মধ্যে দূরত্ব ঘোচাতে তাঁর আগমন বলে সূত্র মারফত জানা গেছে । জানা গেছে, প্রশান্ত কিশোর এসে প্রথমে সাংসদ শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন । মন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়িতে অনুপস্থিত থাকায় ফোনে কথা হয় তাঁর সঙ্গে ।

আজ সন্ধেয় কাঁথিতে শুভেন্দুর বাড়ি "শান্তিকুঞ্জ"-এ আসেন পি কে । মন্ত্রীর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারীও বাড়িতে অনুপস্থিত ছিলেন সেই সময় । কিন্তু শিশির অধিকারীর সঙ্গে প্রশান্ত কিশোরের বেশ কিছুক্ষণ ধরে কথা হয়েছে বলে জানা গেছে । পি কে-র সঙ্গে ফোনে রাজনৈতিক কোনও কথা মন্ত্রী শুভেন্দু অধিকারী ও সাংসদ দিব্যেন্দু অধিকারীর হয়নি বলে জানা যায় ।

এই বিষয়ে অধিকারীদের বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত অখিল গিরি বলেন, "আমার জানা নেই প্রশান্ত কিশোর কোথায় কার বাড়িতে এসেছিলেন । টিভিতে দেখতে পেলাম । আর এই সম্পর্কে কিছু বলব না ।

কী বললেন কনিষ্ক পন্ডা ?

তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন, "প্রশান্ত কিশোর আসুন বা যেই আসুক, কেউ এসেই কিছু হবে না । এটা শুভেন্দু অধিকারীর সম্মানের বিষয় । পুর্ণেন্দু বসু, ফিরহাদ হাকিম লাগাতার যেভাবে আক্রমণ করেছেন, তাতে আমাদের নিজেদেরই খারাপ লাগছে । বাংলার মানুষের খারাপ লাগছে । এখানে স্বয়ং নেত্রীকে বিষয়টির মধ্যস্থতা করতে হবে । পেশাদারিত্বকে রাজনীতির আঙিনায় নিয়ে এসে কোনও সমাধান হবে না । এখানে সম্মানের লড়াই লড়া হচ্ছে । এখানে পিকে সিকে ডিকে কোনও কাজে লাগবে না ।"

কাঁথি, 12 নভেম্বর : রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়িতে প্রশান্ত কিশোর । দলের মধ্যে দূরত্ব ঘোচাতে তাঁর আগমন বলে সূত্র মারফত জানা গেছে । জানা গেছে, প্রশান্ত কিশোর এসে প্রথমে সাংসদ শিশির অধিকারীর সঙ্গে দেখা করেন । মন্ত্রী শুভেন্দু অধিকারী বাড়িতে অনুপস্থিত থাকায় ফোনে কথা হয় তাঁর সঙ্গে ।

আজ সন্ধেয় কাঁথিতে শুভেন্দুর বাড়ি "শান্তিকুঞ্জ"-এ আসেন পি কে । মন্ত্রীর ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারীও বাড়িতে অনুপস্থিত ছিলেন সেই সময় । কিন্তু শিশির অধিকারীর সঙ্গে প্রশান্ত কিশোরের বেশ কিছুক্ষণ ধরে কথা হয়েছে বলে জানা গেছে । পি কে-র সঙ্গে ফোনে রাজনৈতিক কোনও কথা মন্ত্রী শুভেন্দু অধিকারী ও সাংসদ দিব্যেন্দু অধিকারীর হয়নি বলে জানা যায় ।

এই বিষয়ে অধিকারীদের বিরোধী গোষ্ঠী হিসেবে পরিচিত অখিল গিরি বলেন, "আমার জানা নেই প্রশান্ত কিশোর কোথায় কার বাড়িতে এসেছিলেন । টিভিতে দেখতে পেলাম । আর এই সম্পর্কে কিছু বলব না ।

কী বললেন কনিষ্ক পন্ডা ?

তৃণমূলের জেলা সম্পাদক কনিষ্ক পন্ডা বলেন, "প্রশান্ত কিশোর আসুন বা যেই আসুক, কেউ এসেই কিছু হবে না । এটা শুভেন্দু অধিকারীর সম্মানের বিষয় । পুর্ণেন্দু বসু, ফিরহাদ হাকিম লাগাতার যেভাবে আক্রমণ করেছেন, তাতে আমাদের নিজেদেরই খারাপ লাগছে । বাংলার মানুষের খারাপ লাগছে । এখানে স্বয়ং নেত্রীকে বিষয়টির মধ্যস্থতা করতে হবে । পেশাদারিত্বকে রাজনীতির আঙিনায় নিয়ে এসে কোনও সমাধান হবে না । এখানে সম্মানের লড়াই লড়া হচ্ছে । এখানে পিকে সিকে ডিকে কোনও কাজে লাগবে না ।"

Last Updated : Nov 12, 2020, 10:48 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.