নন্দীগ্রাম,1 জানুয়ারি : সৌমেন্দু অধিকারী আজই বিজেপিতে যোগ দিচ্ছেন ৷ ঘোষণা করলেন দাদা শুভেন্দু অধিকারী ৷ আজ নন্দীগ্রামের সোনাচূড়ায় বিজেপির প্রতিবাদ সভা থেকে তাঁর ঘোষণা, বিকেলে কাঁথির সভা থেকেই ভাই সৌমেন্দুও বিজেপিতে যোগ দিচ্ছেন ।
কয়েকদিন আগেই কাঁথি পৌরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌমেন্দু অধিকারীকে। এর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে যান তিনি । আর আজ তিনি বিজেপিতে যোগ দিচ্ছেন বলে জানিয়ে দিলেন শুভেন্দু ।
কয়েকদিন আগে বিজেপির সাংগঠনিক সভা থেকে শুভেন্দু অধিকারী বলেছিলেন, 21 বছর তৃণমূল করায় তিনি লজ্জিত । জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও । ডায়মন্ড হারবারের জনসভা থেকে তিনি বলেছিলেন, "পরিবারের দু'জন তৃণমূল করে । বাড়িতে থাকতে লজ্জা হচ্ছে না ? যে নিজের বাড়িতে পদ্ম ফুল ফোটাতে পারে না সে ফোটাবে বাংলায় !" পরে এই কটাক্ষের জবাব দিয়ে শুভেন্দু বলেন, "সবে তো শুরু আমার বাড়ির লোকেরাও পদ্ম ফোটাবে । তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব ৷" তিনি আরও বলেন, "এখনও বাসন্তী পুজো আসেনি । রামনবমী হয়নি । এখন পদ্ম কুড়ি রয়েছে । ফুটবে তো । রামনবমীতে ফুটবে । আমার বাড়ির লোকেরা পদ্ম ফোটাবে । তোমার বাড়িতে ঢুকেও পদ্ম ফোটাব ৷" তবে রামনবমীর আগেই অধিকারী বাড়িতে আবারও পদ্ম ফুটতে চলেছে ৷ সেদিনের সভার কথা উল্লেখ করে আজ নন্দীগ্রামে শুভেন্দু ঘোষণা করেন, কাঁথির সভাতেই ভাই সৌমেন্দু বিজেপিতে যোগ দেবেন ৷ অবশ্য শুধু সৌমেন্দুই নন, মোট 16 জন কাউন্সিলরও আজকের সভায় বিজেপিতে যোগ দেবেন বলে জানান তিনি ৷
কয়েকদিন আগে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর এক অরাজনৈতিক সভায় যাওয়ার পথে কয়েকজন বিজেপি কর্মীর উপর তৃণমূল হামলা চালায় বলে অভিযোগ ওঠে ৷ আক্রান্তদের দেখতে যান তিনি ৷ আজ সেই ঘটনার প্রতিবাদে নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রতিবাদ সভার আয়োজন করে বিজেপি ৷ সৌমেন্দু সহ 16 জন কাউন্সিলরের যোগদানের কথা এই সভা থেকেই ঘোষণা করেন তিনি ৷