ETV Bharat / state

দিলীপ ঘোষের সঙ্গে একমঞ্চে সমরেশ দাস, বিধায়ককে শোকজ শিশিরের - BJP

পূর্ব মেদিনীপুরের এগরায় মেলার উদ্বোধনের মঞ্চে দিলীপ, সমরেশ । BJP নেতার সঙ্গে মঞ্চ ভাগ করায় তৃণমূল নেতাকে শোকজ করলেন শিশির অধিকারী ৷

sisir adhikari socause
দিলীপ ঘোষ
author img

By

Published : Jan 4, 2020, 7:51 AM IST

এগরা, 4 জানুয়ারি : দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে থাকার কারণে শোকজ তৃণমূল নেতা সমরেশ দাস ৷ শুক্রবার ছিল 34তম এগরা মেলার উদ্বোধনী অনুষ্ঠান ৷ অনুষ্ঠানে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে একমঞ্চে দেখা যায় তৃণমূল বিধায়ক সমরেশ দাসকে ৷ তারপরই তাঁকে দলের তরফে শোকজ করেন পূর্ব মেদিনীপুরে তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারী ৷

NRC, CAA নিয়ে তৃণমূল-BJP-র সংঘাত চরমে । এমতাঅবস্থায় পূর্ব মেদিনীপুরের এগরা মেলার উদ্বোধন মঞ্চে দেখা যায় তৃণমূল বিধায়ক সমরেশ দাস ও মেদিনীপুরের BJP সাংসদ দিলীপ ঘোষকে । কিন্তু সেই ঘটনার তিন ঘণ্টা না কাটতেই শোকজ করা হয় দলের বিধায়ক সমরেশ দাসকে ৷ সেই সঙ্গে এগরা 1 নম্বর ব্লকের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় সিদ্ধেশ্বর বেরাকেও ।

উদ্বোধনী বক্তব্যে দিলীপবাবু জানান , মেলা মানেই মিলনক্ষেত্র আর সেই মিলন ক্ষেত্রে ধর্ম বর্ণ রাজনীতি সব মিলেমিশে একাকার হয়ে যায় । বক্তব্য অনুযায়ী মেলা জমে উঠেছিল ঠিক সেভাবেই । কিন্তু এই খবর রাজ্য নেতৃত্বদের কাছে পৌঁছাতেই বদলে যায় সবকিছু । রাজ্য সভাপতি সুব্রত বকশির নির্দেশে শিশির অধিকারী দলীয় নেতা-কর্মীদের ভৎসনা ও শোকজ করেন । শিশির অধিকারীর সাঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ''BJP-কে আমাদের দলের কর্মী থেকে শুরু করে আত্মীয় বন্ধুবান্ধব সবাই ঘৃণার চোখে দেখে । পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছুই ধ্বংস করার জন্য BJP উঠে পড়ে লেগেছে । তাই সেই দলের নেতার সাথে আমাদের কোন নেতা একই মঞ্চ ভাগ করুক এটা আমরা চাই না । এটা আমাদের দলের সিদ্ধান্ত । তাই দলের রাজ্য সভাপতি সুব্রত বকশির নির্দেশে আমরা এগরার বিধায়ক সমরেশ দাসকে শোকজ করেছি । সেইসঙ্গে এগরা ব্লকের সভাপতি সিদ্ধেশ্বর বেরাকে অপসারণ করা হয়েছে ৷ পাশপাশি প্রাক্তন জেলা পরিষদের সদস্য তথা ব্লক কমিটির সদস্য বিজন সাহুকে সভাপতি পদে বসানো হয়েছে। সেই সঙ্গে এগরা পৌরসভার পৌর প্রধান শঙ্কর বেরা ও কাউন্সিলর নবকুমার ঘোড়াইকে ভর্ৎসনা করা হয়েছে ।"

দেখুন ভিডিয়ো

যদিও এই বিষয়ে সমরেশ দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমার জানা নেই, এটা পাবলিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান । আমি ওই এলাকার বিধায়ক আর সে ওই এলাকার সাংসদ আসতেই পারে, এতে কী রাজনীতির মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? কোনও গোপন বৈঠকে তো যাইনি, BJP-র সঙ্গে । আর আমি এইসব বিষয়ে কোন কেয়ার করি না । আর অন্য কোনও দলে যাওয়ার প্রোগ্রাম আমার নেই । এদিন মেলার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন এগরার তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান শঙ্কর বেরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা ।''

এগরা, 4 জানুয়ারি : দিলীপ ঘোষের সঙ্গে একই মঞ্চে থাকার কারণে শোকজ তৃণমূল নেতা সমরেশ দাস ৷ শুক্রবার ছিল 34তম এগরা মেলার উদ্বোধনী অনুষ্ঠান ৷ অনুষ্ঠানে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের সঙ্গে একমঞ্চে দেখা যায় তৃণমূল বিধায়ক সমরেশ দাসকে ৷ তারপরই তাঁকে দলের তরফে শোকজ করেন পূর্ব মেদিনীপুরে তৃণমূল জেলা সভাপতি শিশির অধিকারী ৷

NRC, CAA নিয়ে তৃণমূল-BJP-র সংঘাত চরমে । এমতাঅবস্থায় পূর্ব মেদিনীপুরের এগরা মেলার উদ্বোধন মঞ্চে দেখা যায় তৃণমূল বিধায়ক সমরেশ দাস ও মেদিনীপুরের BJP সাংসদ দিলীপ ঘোষকে । কিন্তু সেই ঘটনার তিন ঘণ্টা না কাটতেই শোকজ করা হয় দলের বিধায়ক সমরেশ দাসকে ৷ সেই সঙ্গে এগরা 1 নম্বর ব্লকের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় সিদ্ধেশ্বর বেরাকেও ।

উদ্বোধনী বক্তব্যে দিলীপবাবু জানান , মেলা মানেই মিলনক্ষেত্র আর সেই মিলন ক্ষেত্রে ধর্ম বর্ণ রাজনীতি সব মিলেমিশে একাকার হয়ে যায় । বক্তব্য অনুযায়ী মেলা জমে উঠেছিল ঠিক সেভাবেই । কিন্তু এই খবর রাজ্য নেতৃত্বদের কাছে পৌঁছাতেই বদলে যায় সবকিছু । রাজ্য সভাপতি সুব্রত বকশির নির্দেশে শিশির অধিকারী দলীয় নেতা-কর্মীদের ভৎসনা ও শোকজ করেন । শিশির অধিকারীর সাঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ''BJP-কে আমাদের দলের কর্মী থেকে শুরু করে আত্মীয় বন্ধুবান্ধব সবাই ঘৃণার চোখে দেখে । পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছুই ধ্বংস করার জন্য BJP উঠে পড়ে লেগেছে । তাই সেই দলের নেতার সাথে আমাদের কোন নেতা একই মঞ্চ ভাগ করুক এটা আমরা চাই না । এটা আমাদের দলের সিদ্ধান্ত । তাই দলের রাজ্য সভাপতি সুব্রত বকশির নির্দেশে আমরা এগরার বিধায়ক সমরেশ দাসকে শোকজ করেছি । সেইসঙ্গে এগরা ব্লকের সভাপতি সিদ্ধেশ্বর বেরাকে অপসারণ করা হয়েছে ৷ পাশপাশি প্রাক্তন জেলা পরিষদের সদস্য তথা ব্লক কমিটির সদস্য বিজন সাহুকে সভাপতি পদে বসানো হয়েছে। সেই সঙ্গে এগরা পৌরসভার পৌর প্রধান শঙ্কর বেরা ও কাউন্সিলর নবকুমার ঘোড়াইকে ভর্ৎসনা করা হয়েছে ।"

দেখুন ভিডিয়ো

যদিও এই বিষয়ে সমরেশ দাসের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, "আমার জানা নেই, এটা পাবলিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান । আমি ওই এলাকার বিধায়ক আর সে ওই এলাকার সাংসদ আসতেই পারে, এতে কী রাজনীতির মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? কোনও গোপন বৈঠকে তো যাইনি, BJP-র সঙ্গে । আর আমি এইসব বিষয়ে কোন কেয়ার করি না । আর অন্য কোনও দলে যাওয়ার প্রোগ্রাম আমার নেই । এদিন মেলার উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন এগরার তৃণমূল পরিচালিত পৌরসভার চেয়ারম্যান শঙ্কর বেরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা ।''

Intro:এগরা,৩ জানুয়ারি: রাজ্যে caaও nrc নিয়ে যুযুধান দুই পক্ষ তৃণমূল-বিজেপি। আরো সরলীকরণ করে বললে বলা চলে কেন্দ্র ও রাজ্য চরম সংঘাতে। দু পক্ষই তীব্র বাক্যবাণে বিঁধেছে একে অপরকে। আর এমনই আবহে রাজনীতিকে দূরে সরিয়ে কয়েক মুহূর্তের জন্য সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছিল এগরা মেলার মাধ্যমে। কি সেই পরিবেশ? সন্ধ্যে নাগাদ মেলার উদ্বোধন মঞ্চে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসের বিধায়ক সমরেশ দাস ও মেদিনীপুরের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষকে একই মঞ্চে। যা রাজনৈতিক সৌজন্যের এক অনন্য নজির তৈরি করেছিল। কিন্তু মেলা উদ্বোধনের ঘণ্টা তিনেকের যেতে না যেতেই একই মঞ্চে উপস্থিত থাকায় শোকজ করা হল দলের বিধায়ক সমরেশ দাস পদ থেকে সরিয়ে দেওয়া হলো দলের এগরা 1 নম্বর ব্লকের সভাপতি সিদ্ধেশ্বর বেরাকে।Body:জানা গেছে ,মেলা কমিটির পক্ষ থেকে এলাকার সাংসদ হিসাবে দিলীপ ঘোষকে পূর্বেই আমন্ত্রণ জানানো হয়েছিল। সকাল থেকেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল দীলিপবাবু মেলার উদ্বোধনে অংশগ্রহণ করবেন কি করবেন না। নির্ধারিত সময় অনুযায়ী কলকাতা থেকে দিলীপবাবু এগ্রা পৌঁছান সন্ধ্যা নাগাদ। আর তারপরই একই মঞ্চে তৃণমূলের নেতা, বিধায়ক, পৌরসভার চেয়ারম্যান, থেকে শুরু করে কাউন্সিলর উপস্থিত হয়ে দিলীপ দিলীপ বাবুর সাথে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে দিলীপবাবু জানান , মেলা মানেই মিলনক্ষেত্র আর সেই মিলন ক্ষেত্রে ধর্ম বর্ণ রাজনীতি সব মিলেমিশে একাকার হয়ে যায়। বক্তব্য অনুযায়ী মেলা জমে উঠেছিল ঠিক সেভাবেই। কিন্তু একই মঞ্চে দুই পক্ষ উপস্থিত হওয়ায় খবর যায় রাজ্য তৃণমূলের কাছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশ অনুযায়ী জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিশির অধিকারী দলীয় নেতাকর্মীদের ভৎসনা ও শোকজ করেন।Conclusion:এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাঁথির সাংসদ শিশির অধিকারীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, বিজেপিকে আমাদের দলের কর্মী থেকে শুরু করে আত্মীয় বন্ধুবান্ধব সবাই ঘৃণার চোখে দেখে। পশ্চিমবঙ্গের শিক্ষা সংস্কৃতি সমস্ত কিছুই ধ্বংস করার জন্য বিজেপি উঠে পড়ে লেগেছে। তাই সেই দলের নেতার সাথে আমাদের কোন নেতা একই মঞ্চ শেয়ার করুক এটা আমরা চাই না। এটা আমাদের দলের সিদ্ধান্ত। আর তাই দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর নির্দেশে আমরা এগরার বিধায়ক সমরেশ দাস কে শোকজ করেছি। সেইসঙ্গে এগরা ব্লকের সভাপতি সিদ্ধেশ্বর বেরাকে অপসারণ করে প্রাক্তন জেলা পরিষদের সদস্য তথা ব্লক কমিটির সদস্য বিজন সাহু কে সভাপতি পদে বসানো হয়েছে। সেই সঙ্গে এগরা পৌরসভার পৌর প্রধান শঙ্কর বেরা ও কাউন্সিলর নবকুমার ঘোড়াই কে ভৎসনা করা হয়েছে।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.